Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli-Anushka Sharma: বর্ষশেষের রাত ও বর্ষবরণ কোথায় কাটতে চলেছে বিরুষ্কার?

দেখতে দেখতে বাইশ সালটা শেষের পথে। রাত পোহালেই নতুন বছর। চারিদিকে চলছে বর্ষবরণের উন্মাদনা। এই সময় দেশে নেই একাধিক তারকা। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও রয়েছেন এই তালিকায়। দিনকয়েক আগেই তাঁকে সপরিবারে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। সঙ্গে ছিল একগাদা লাগেজও। তা দেখেই বোঝা গিয়েছিল, বছর শেষে বেড়াতে যাচ্ছেন ভিকে।

| Edited By: | Updated on: Dec 31, 2022 | 5:55 PM
বাইশের শেষ ও তেইশের বরণ হতে অপেক্ষা আর একটা রাতের। এই সময় চারিদিকে চলছে বর্ষবরণের তোড়জোড়। এই সময় কার মন টিকে থাকে বাড়িতে। বছর শেষে দেশে নেই ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। সপরিবারে ভ্রমণে বেরিয়ে পড়েছেন ভিকে। ভ্যাকেশনের লোকেশন কোথায় জানেন? (ছবি-বিরাট কোহলি)

বাইশের শেষ ও তেইশের বরণ হতে অপেক্ষা আর একটা রাতের। এই সময় চারিদিকে চলছে বর্ষবরণের তোড়জোড়। এই সময় কার মন টিকে থাকে বাড়িতে। বছর শেষে দেশে নেই ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। সপরিবারে ভ্রমণে বেরিয়ে পড়েছেন ভিকে। ভ্যাকেশনের লোকেশন কোথায় জানেন? (ছবি-বিরাট কোহলি)

1 / 7
বর্ষবরণের আগে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি স্ত্রী অনুষ্কা শর্মা ও মেয়ে ভামিকাকে নিয়ে দুবাই উড়ে গিয়েছেন। বাইশের শেষ দিনের সূর্যোদয়টা দুবাইয়ের হোটেলেই স্ত্রী ও মেয়ের সঙ্গেই উপভোগ করলেন ভিকে। আজ, শনিবার সকালে সেই ছবি বিরাট তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। (ছবি-বিরাট কোহলি ইন্সটাগ্রাম)

বর্ষবরণের আগে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি স্ত্রী অনুষ্কা শর্মা ও মেয়ে ভামিকাকে নিয়ে দুবাই উড়ে গিয়েছেন। বাইশের শেষ দিনের সূর্যোদয়টা দুবাইয়ের হোটেলেই স্ত্রী ও মেয়ের সঙ্গেই উপভোগ করলেন ভিকে। আজ, শনিবার সকালে সেই ছবি বিরাট তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। (ছবি-বিরাট কোহলি ইন্সটাগ্রাম)

2 / 7
 দুবাইতে থাকার ঝলক শুধু বিরাট কোহলিই তুলে ধরেননি। বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মাও নিজের ইন্সটাগ্রামে বছরের শেষ দিনের সূর্যোদয়ের ঝলক শেয়ার করেছেন। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

দুবাইতে থাকার ঝলক শুধু বিরাট কোহলিই তুলে ধরেননি। বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মাও নিজের ইন্সটাগ্রামে বছরের শেষ দিনের সূর্যোদয়ের ঝলক শেয়ার করেছেন। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

3 / 7
বাইশের শেষটা নিজেদের মতো করে কাটাচ্ছেন বিরাট-অনুষ্কা। বছরভর একাধিক সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকেন অনুষ্কা। অন্যদিকে বিরাটও সারা বছর আইপিএল এবং দেশের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে ব্যস্ত থাকেন। তাই বছর শেষে দু'জনই ব্যস্ততা সরিয়ে রেখে একান্তে সময় কাটাচ্ছেন। (ছবি-বিরাট কোহলি ইন্সটাগ্রাম)

বাইশের শেষটা নিজেদের মতো করে কাটাচ্ছেন বিরাট-অনুষ্কা। বছরভর একাধিক সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকেন অনুষ্কা। অন্যদিকে বিরাটও সারা বছর আইপিএল এবং দেশের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে ব্যস্ত থাকেন। তাই বছর শেষে দু'জনই ব্যস্ততা সরিয়ে রেখে একান্তে সময় কাটাচ্ছেন। (ছবি-বিরাট কোহলি ইন্সটাগ্রাম)

4 / 7
দুবাইতে বিরাটের সঙ্গে বেড়ানোর ছবিও শেয়ার করেছেন অনুষ্কা। বুর্জ খালিফার সামনে পোজ দিয়ে বিরাট-অনুষ্কা ছবিও তুলেছেন। অনুষ্কার পরনে ছিল ব্ল্যাক শির টপ, ধবধবে সাদা ট্রাউজার্স, সঙ্গে কালো কোর্ট। এবং হাতে কালো ব্র্যান্ডেড ব্যাগ। অন্যদিকে বিরাটের পরনে ছিল বাদামি রংয়ের টি-শার্ট, কালো জ্যাকেট এবং ডেনিম। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

দুবাইতে বিরাটের সঙ্গে বেড়ানোর ছবিও শেয়ার করেছেন অনুষ্কা। বুর্জ খালিফার সামনে পোজ দিয়ে বিরাট-অনুষ্কা ছবিও তুলেছেন। অনুষ্কার পরনে ছিল ব্ল্যাক শির টপ, ধবধবে সাদা ট্রাউজার্স, সঙ্গে কালো কোর্ট। এবং হাতে কালো ব্র্যান্ডেড ব্যাগ। অন্যদিকে বিরাটের পরনে ছিল বাদামি রংয়ের টি-শার্ট, কালো জ্যাকেট এবং ডেনিম। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

5 / 7
ক্রিকেট ও রুপোলি পর্দার যোগসূত্র রয়েছে বহু বছর ধরে। ২০১৭ সালে বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। (ছবি-বিরাট কোহলি ইন্সটাগ্রাম)

ক্রিকেট ও রুপোলি পর্দার যোগসূত্র রয়েছে বহু বছর ধরে। ২০১৭ সালে বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। (ছবি-বিরাট কোহলি ইন্সটাগ্রাম)

6 / 7
২০২১ সালের ১১ জানুয়ারি বিরাট-অনুষ্কার একমাত্র কন্যা সন্তান ভামিকার জন্ম। মাত্র এক বছরের ভামিকাকে বিরুষ্কা সব সময়ই ক্যামেরার আড়ালে রাখেন। তবে ছোট্ট ভামিকা এই বয়সেই মা-বাবার কোলে দিব্য দেশ-বিদেশে ঘুড়ে বেড়াচ্ছে। (ছবি-বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

২০২১ সালের ১১ জানুয়ারি বিরাট-অনুষ্কার একমাত্র কন্যা সন্তান ভামিকার জন্ম। মাত্র এক বছরের ভামিকাকে বিরুষ্কা সব সময়ই ক্যামেরার আড়ালে রাখেন। তবে ছোট্ট ভামিকা এই বয়সেই মা-বাবার কোলে দিব্য দেশ-বিদেশে ঘুড়ে বেড়াচ্ছে। (ছবি-বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

7 / 7
Follow Us: