India vs South Africa: জো’বার্গ অতীত, কেপ টাউনে ইতিহাস গড়ার অপেক্ষায় বিরাটব্রিগেড

জো'বার্গেই টিম ইন্ডিয়ার (Team India) সামনে সুবর্ণ সুযোগ ছিল ইতিহাস গড়ার। কিন্তু বছরের প্রথম এবং ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে হেরেছে ভারত। সিরিজে সমতা ফিরিয়েছে ডিন এলগারের দল। তবে জো'বার্গে যা হয়েছে, তা ভুলে সামনের দিকে তাকাতে তৈরি বিরাটব্রিগেড। কেপ টাউনে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ১১ জানুয়ারি শুরু হবে এই সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। আর তাতেই ফয়সলা হবে, সিরিজের ভাগ্য। তবে সেঞ্চুরিয়নে দাপুটে জয়ের পর, জো'বার্গে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে কেপ টাউন টেস্ট জিতলেই, প্রোটিয়াদের দেশে ইতিহাস গড়বে ভারত।

| Edited By: | Updated on: Jan 09, 2022 | 9:00 AM
জো'বার্গ অতীত। কেপ টাউনে ইতিহাস গড়তে চায় কোহলির ভারত। (ছবি-বিসিসিআই টুইটারের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট)

জো'বার্গ অতীত। কেপ টাউনে ইতিহাস গড়তে চায় কোহলির ভারত। (ছবি-বিসিসিআই টুইটারের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট)

1 / 5
ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টে প্রথম একাদশে কি শিকে ছিড়বে ভারতীয় তরুণ ক্রিকেটার শ্রেয়স আইয়ারের। (ছবি-বিসিসিআই টুইটারের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট)

ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টে প্রথম একাদশে কি শিকে ছিড়বে ভারতীয় তরুণ ক্রিকেটার শ্রেয়স আইয়ারের। (ছবি-বিসিসিআই টুইটারের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট)

2 / 5
নতুনদের সুযোগ দেওয়ার জন্য কি ভারতের প্রথম এগারো থেকে বাদ পড়তে পারেন অজিঙ্ক রাহানে? (ছবি-বিসিসিআই টুইটারের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট)

নতুনদের সুযোগ দেওয়ার জন্য কি ভারতের প্রথম এগারো থেকে বাদ পড়তে পারেন অজিঙ্ক রাহানে? (ছবি-বিসিসিআই টুইটারের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট)

3 / 5
কেপ টাউনে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের রেকর্ড খুব একটা ভালো নয়। এর আগে কেপ টাউনে ৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে তিনবার হেরেছে ভারত এবং ২ বার ম্যাচ ড্র হয়েছে। (ছবি-বিসিসিআই টুইটারের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট)

কেপ টাউনে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের রেকর্ড খুব একটা ভালো নয়। এর আগে কেপ টাউনে ৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে তিনবার হেরেছে ভারত এবং ২ বার ম্যাচ ড্র হয়েছে। (ছবি-বিসিসিআই টুইটারের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট)

4 / 5
 কেপ টাউনে পৌঁছে গ্র্যান্ড ওয়েলকাম পেল ভারতীয় দল। (ছবি-বিসিসিআই টুইটারের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট)

কেপ টাউনে পৌঁছে গ্র্যান্ড ওয়েলকাম পেল ভারতীয় দল। (ছবি-বিসিসিআই টুইটারের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট)

5 / 5
Follow Us: