দুবাইয়ে ফের হৃদয় জিতলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বিশেষভাবে সক্ষম পাকিস্তানি মহিলা অনুরাগীর সঙ্গে হাসিমুখে তুললেন সেলফি। অনুরাগীর প্রতি বিরাটের উষ্ণ ব্যবহারে নেটপাড়া গলে জল। (ছবি:টুইটার)
শুক্রবার সন্ধ্যায় অনুশীলনের পর আইসিসি অ্যাকাডেমি থেকে বেরোচ্ছিলেন বিরাট। সেইসময় হুইলচেয়ারে বসা এক মহিলা তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করেন। শুনেই হাসিমুখে তাঁর দিকে এগিয়ে যান বিরাট। একটু ঝুঁকে সেলফি তোলেন। এতে বেজায় খুশি ওই পাকিস্তানি ফ্যান। (ছবি:টুইটার)
অনুরাগীকে কী বললেন বিরাট কোহলি? মহিলাটি জানিয়েছেন, বিরাট এগিয়ে গিয়েই তাঁকে জিজ্ঞাসা করেন, তুমি কেমন আছো? প্রিয় ক্রিকেটারের প্রশ্নে মাথা নেড়ে উত্তর দেন তিনি। (ছবি:টুইটার)
এশিয়া কাপ খেলতে দুবাইয়ে যাওয়া ইস্তক অকাতরে সেলফি বিলিয়েছেন বিরাট। কাউকেই হতাশ করেননি। সেলফি শিকারিদের মধ্যে অধিকাংশই পাকিস্তানি ফ্যান। তাতেও মুখের হাসি মিলিয়ে যায়নি প্রাক্তন অধিনায়কের। (ছবি:টুইটার)
দিন দুয়েক আগে এক পাকিস্তানি তরুণ বিরাটের সঙ্গে সেলফি তোলার বাসনা নিয়ে সিকিউরিটি ভেঙে ঢুকে পড়েন। গার্ডরা ছেলেটিকে বাইরে বের করার চেষ্টা করেও পারেননি। ঘটনার কথা শুনে বিরাট ছেলেটির সঙ্গে দেখা করেন। (ছবি:টুইটার)