ফেস স্টিমিং মুখের ত্বকের ছিদ্রগুলি দ্রুত খুলতে, মৃতকোষ ও ময়লা দূর করতে দারুণ কার্যকরী। মুখের মধ্যে যদি অতিরিক্ত মাত্রায় ব্ল্যাকহেডস থাকে, তবে ফেস স্টিমিং করলে তা নরম করে ত্বক থেকে সহজে সরিয়ে দেয়। এতে ত্বকের হারানো জেল্লা ফিরে পাওয়া যায়।
ত্বকে রক্ত সঞ্চালন কম হলে ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে। এর জন্য নিয়মিত মুখে জলের ভেপার নেওয়া অত্যন্ত প্রয়োজন। এটি মুখের ত্বকে রক্তসঞ্চালন বৃদ্ধিতে, অক্সিজেন সরবরাহ করতে ও মুখের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে।
গরমে ত্বককে হাইড্রেট রাখা জরুরি। ত্বকের এই আর্দ্রতা বজায় রাখার ক্ষেত্রে দারুণ কাজ করে ফেস স্টিমিং। ময়েশ্চারাইজার বা অন্যান্য ত্বকের পণ্য প্রয়োগ করার পর ফেস স্টিমিং পদ্ধতি অনুসরণ করলে তা ত্বকের গভীরে প্রবেশ করে। শুষ্ক ত্বকে জেল্লা ফেরাতে , সতেজতা আনতে ও লাবণ্য ফেরাতে ফেসিয়াল স্টিমিং মোক্ষম দাওয়াই।
ত্বকে কোলাজেন ও এলাস্টিনের বৃদ্ধি বাড়াতে ফেস স্টিমিং জরুরি। এর জেরে সহজেই মুখে বলিরেখার ঠেকানো যায়। ৩০-এর পর নিয়মিত মুখে ভেপার নিন। কারণ একটা বয়সের পর চামড়া কুঁচকোতে শুরু করে। ফেস স্টিমিং করলে এতে সহজেই আটকাতে পারবেন বয়সের ছাপ।
সেবাম হলে ত্বকের মধ্যে একপ্রকার প্রাকৃতিক তেল যা আপনার ত্বককে সবসময় তৈলাক্ত করে রাখে। ফেসিয়াল স্টিমিংয়ের করলে মুখের ছিদ্রগুলি খুলে যায়ও আটকে পড়া সেবাম নির্গত হয়ে ত্বককে সুন্দর ও সুস্থ রাখতে সাহায্য করে।
ভেপার নেওয়ার জন্য একটি বড় বাটির মধ্যে শুধুমাত্র গরম জলই যথেষ্ট। অনেকে আরও ভাল ফল পেতে গরম জলের মধ্যে লেবু, চা, শুকনো গুল্ম বা কোনও এসেন্সিয়াল অয়েলও যোগ করতে পারেন। এতেই আপনি হারানো জেল্লা ফিরে পাবেন খুব সহজেই।