মেলা-ই মিলিয়ে দিল! ‘সোনাঝুড়ির হাটে’ এবার শাড়িতে ‘খেলা হবে’, কানের দুলে ‘গোলি মারো’

শনিবার, এই স্টলে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মদন মিত্র।

| Updated on: Feb 20, 2021 | 3:26 PM
কলকাতা: প্রগতি সংঘ আয়োজিত পূর্ব পুঁটিয়ারিতে চলছে হস্তশিল্প মেলা। সেই মেলাতেই ‘সোনাঝুরির হাট’ নামে একটি স্টলে দেখা গেল অভিনব কিছু হাতের কাজ।

কলকাতা: প্রগতি সংঘ আয়োজিত পূর্ব পুঁটিয়ারিতে চলছে হস্তশিল্প মেলা। সেই মেলাতেই ‘সোনাঝুরির হাট’ নামে একটি স্টলে দেখা গেল অভিনব কিছু হাতের কাজ।

1 / 7
স্টলের চতুর্দিকে ছড়িয়ে রয়েছে হাতে তৈরি পাঞ্জাবী, শাড়ি, গয়না আরও কত কী! আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই খানিকটা রাজনৈতিক রঙেই শিল্পীরা তৈরি করেছেন জিনিসপত্র।

স্টলের চতুর্দিকে ছড়িয়ে রয়েছে হাতে তৈরি পাঞ্জাবী, শাড়ি, গয়না আরও কত কী! আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই খানিকটা রাজনৈতিক রঙেই শিল্পীরা তৈরি করেছেন জিনিসপত্র।

2 / 7
কখনও শাড়িতে আঁকা জোড়াফুল, কখনও বা পাঞ্জাবীতে। কানের দুলে লেখা ‘খেলা হবে’।

কখনও শাড়িতে আঁকা জোড়াফুল, কখনও বা পাঞ্জাবীতে। কানের দুলে লেখা ‘খেলা হবে’।

3 / 7
শনিবার, এই স্টলে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মদন মিত্র। তাঁর পরনেও দেখা গেল, সোনাঝুরির হাটের নিজস্ব কালেকশনের হলুদ পাঞ্জাবী। তাতে আবার জোড়াফুল আঁকা।

শনিবার, এই স্টলে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মদন মিত্র। তাঁর পরনেও দেখা গেল, সোনাঝুরির হাটের নিজস্ব কালেকশনের হলুদ পাঞ্জাবী। তাতে আবার জোড়াফুল আঁকা।

4 / 7
এদিন মেলায় উপস্থিত থেকে তৃণমূল নেতা বললেন, ‘এবার মেলাতেও খেলা হবে সোনাঝুরি হাট কেবল শান্তিনিকেতনে হয় না কলকাতাতেও পশ্চিমবাংলার শিল্পীরা আসছেন সোনাঝুরি হাট নিয়ে। ওদের তুলিতে খেলা হবে।’

এদিন মেলায় উপস্থিত থেকে তৃণমূল নেতা বললেন, ‘এবার মেলাতেও খেলা হবে সোনাঝুরি হাট কেবল শান্তিনিকেতনে হয় না কলকাতাতেও পশ্চিমবাংলার শিল্পীরা আসছেন সোনাঝুরি হাট নিয়ে। ওদের তুলিতে খেলা হবে।’

5 / 7
চমকের শেষ এখানেই নয়, স্টলে পাওয়া গেল ‘গোলি মারো’ লেখা হাতে তৈরি কানের দুলও। বিজেপির কোনও নেতা সেখানে উপস্থিত না থাকলেও, এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সংগঠনের সংগঠক অনুপম হাজরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ সবই তৃণমূলের কারসাজি। ‘গোলি মারো’ স্লোগান আসলে বিজেপিকে বদনাম করতে তৃণমূলের স্ট্রাটেজি। বিজেপি এসব কারসাজিকে পাত্তা দেয়না।

চমকের শেষ এখানেই নয়, স্টলে পাওয়া গেল ‘গোলি মারো’ লেখা হাতে তৈরি কানের দুলও। বিজেপির কোনও নেতা সেখানে উপস্থিত না থাকলেও, এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সংগঠনের সংগঠক অনুপম হাজরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ সবই তৃণমূলের কারসাজি। ‘গোলি মারো’ স্লোগান আসলে বিজেপিকে বদনাম করতে তৃণমূলের স্ট্রাটেজি। বিজেপি এসব কারসাজিকে পাত্তা দেয়না।

6 / 7
সোনাঝুরির হাটের উদ্যোক্তাদের যদিও দাবি, কোনও বিশেষ দলের হয়ে নয়, কেবল মাত্র ক্রেতাদের কৌতূহল বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোনাঝুরির হাটের উদ্যোক্তাদের যদিও দাবি, কোনও বিশেষ দলের হয়ে নয়, কেবল মাত্র ক্রেতাদের কৌতূহল বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

7 / 7
Follow Us: