Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Panchayat Elections 2023: দুপুর ১২টা পর্যন্ত ভয়াবহ ভোটের চিত্র, সাক্ষী এই ছবিগুলোই

West Bengal Panchayat Elections 2023: কোথাও বোমাবাজি, কোথাও খুন, কোথাও ছাপ্পা, কোথাও আবার ব্যালট বক্স নিয়েই পালিয়ে যাওয়ার অভিযোগ। ভোটের বাংলায় দুপুর ১২টা পর্যন্ত কোথায়-কোথায় কী ঘটল সেই সকল বিষয়ে ছবিতে দেখুন...

| Edited By: | Updated on: Jul 08, 2023 | 1:24 PM
গ্রাম-বাংলা দখলের লড়াই আজ। পঞ্চায়েত ভোট শুরু হতেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে অশান্তি-হিংসার খবর। কোথাও বোমাবাজি, কোথাও খুন, কোথাও ছাপ্পা, কোথাও আবার ব্যালট বক্স নিয়েই পালিয়ে যাওয়ার অভিযোগ। ভোটের বাংলায় দুপুর ১২টা পর্যন্ত কোথায়-কোথায় কী ঘটল সেই সকল বিষয়ে ছবিতে দেখুন...

গ্রাম-বাংলা দখলের লড়াই আজ। পঞ্চায়েত ভোট শুরু হতেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে অশান্তি-হিংসার খবর। কোথাও বোমাবাজি, কোথাও খুন, কোথাও ছাপ্পা, কোথাও আবার ব্যালট বক্স নিয়েই পালিয়ে যাওয়ার অভিযোগ। ভোটের বাংলায় দুপুর ১২টা পর্যন্ত কোথায়-কোথায় কী ঘটল সেই সকল বিষয়ে ছবিতে দেখুন...

1 / 13
কোচবিহারের সিতাইয়ের (Sitai) মাতালহাটে সকাল ৭টা থেকেই ব্যাপক ছাপ্পা মারার অভিযোগ ওঠে। এলাকাবাসী বলেন, শুক্রবার রাত্রি ২টো নাগাদই জোড়া ফুলে দেদার ছাপ্পা পড়ে। ক্ষোভে গ্রামবাসীরাই জ্বালিয়ে দেন ব্যালট বক্স জ্বালিয়ে দেন।

কোচবিহারের সিতাইয়ের (Sitai) মাতালহাটে সকাল ৭টা থেকেই ব্যাপক ছাপ্পা মারার অভিযোগ ওঠে। এলাকাবাসী বলেন, শুক্রবার রাত্রি ২টো নাগাদই জোড়া ফুলে দেদার ছাপ্পা পড়ে। ক্ষোভে গ্রামবাসীরাই জ্বালিয়ে দেন ব্যালট বক্স জ্বালিয়ে দেন।

2 / 13
হুগলির তারকেশ্বরে গুলিবিদ্ধ নির্দল প্রার্থীর মেয়ে। এলাকা থেকে উদ্ধার হয় গুলির খোল। অভিযোগ, পিন্টু সিং নামে ওই নির্দল প্রার্থীর মেয়ে চন্দনা সিংকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি করে শুক্রবার রাত্রে। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজে।

হুগলির তারকেশ্বরে গুলিবিদ্ধ নির্দল প্রার্থীর মেয়ে। এলাকা থেকে উদ্ধার হয় গুলির খোল। অভিযোগ, পিন্টু সিং নামে ওই নির্দল প্রার্থীর মেয়ে চন্দনা সিংকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি করে শুক্রবার রাত্রে। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজে।

3 / 13
সকাল ৮টা নাগাদ লাগাতার বোমাবাজি হয় দক্ষিণ ২৪ পরগনার চালতাবেড়িয়ায়। ভোটাররা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। কীভাবে ভোট দেবেন বুঝে উঠতে পারেন  না তাঁরা।

সকাল ৮টা নাগাদ লাগাতার বোমাবাজি হয় দক্ষিণ ২৪ পরগনার চালতাবেড়িয়ায়। ভোটাররা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। কীভাবে ভোট দেবেন বুঝে উঠতে পারেন না তাঁরা।

4 / 13
ভোটের দিন উত্তপ্ত হয় দক্ষিণ ২৪ পরগনার চালতাবেড়িয়া। উদ্ধার হয় তাজা বোমা।

ভোটের দিন উত্তপ্ত হয় দক্ষিণ ২৪ পরগনার চালতাবেড়িয়া। উদ্ধার হয় তাজা বোমা।

5 / 13
West Bengal Panchayat Elections 2023: দুপুর ১২টা পর্যন্ত ভয়াবহ ভোটের চিত্র, সাক্ষী এই ছবিগুলোই

6 / 13
বারাসতের কদম্বগাছিতে নির্দল প্রার্থীকে খুনের অভিযোগ ওঠে। এলাকায় রটে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে তাঁকে। দাদার মৃত্যুর প্রতিবাদে নির্দল প্রার্থীর ভাই রাস্তায় শুয়ে কাঁদতে শুরু করেন। পরে যদিও জানা যায় নির্দল প্রার্থী বেঁচে রয়েছেন।

বারাসতের কদম্বগাছিতে নির্দল প্রার্থীকে খুনের অভিযোগ ওঠে। এলাকায় রটে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে তাঁকে। দাদার মৃত্যুর প্রতিবাদে নির্দল প্রার্থীর ভাই রাস্তায় শুয়ে কাঁদতে শুরু করেন। পরে যদিও জানা যায় নির্দল প্রার্থী বেঁচে রয়েছেন।

7 / 13
 শুক্রবার রাত থেকেই উত্তপ্ত হয় কদম্বগাছি। আবদুল্লা আলি নামে ওই নির্দল সমর্থকের উপর চড়াও হয় দুষ্কৃতীর দল। বেধড়ক মারধর করা হয়। তাতেই আবদুল্লা আলি মৃত্যু হয় বলে প্রথমে অভিযোগ ওঠে। শনিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের দাবি, আবদুল্লা আলি এখনও পর্যন্ত বেঁচে আছেন।

শুক্রবার রাত থেকেই উত্তপ্ত হয় কদম্বগাছি। আবদুল্লা আলি নামে ওই নির্দল সমর্থকের উপর চড়াও হয় দুষ্কৃতীর দল। বেধড়ক মারধর করা হয়। তাতেই আবদুল্লা আলি মৃত্যু হয় বলে প্রথমে অভিযোগ ওঠে। শনিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের দাবি, আবদুল্লা আলি এখনও পর্যন্ত বেঁচে আছেন।

8 / 13
এ দিন কদম্বগাছিতে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আবদুল্লা আলির স্ত্রী জানতেন তাঁর স্বামী মৃত। গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে রাজ্যপাল খবর দেন এখনও জীবিত আবদুল্লা।

এ দিন কদম্বগাছিতে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আবদুল্লা আলির স্ত্রী জানতেন তাঁর স্বামী মৃত। গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে রাজ্যপাল খবর দেন এখনও জীবিত আবদুল্লা।

9 / 13
মালদার মানিকচকের গোপালপুরে কংগ্রেস ও তৃণমূলের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের অভিযোগ ওঠে। বোমাবাজি, গুলি চলে বলে অভিযোগ। তাতেই এক তৃণমূল কর্মীর মৃত্যু খবর পাওয়া যায়।

মালদার মানিকচকের গোপালপুরে কংগ্রেস ও তৃণমূলের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের অভিযোগ ওঠে। বোমাবাজি, গুলি চলে বলে অভিযোগ। তাতেই এক তৃণমূল কর্মীর মৃত্যু খবর পাওয়া যায়।

10 / 13
মুর্শিদাবাদের রানিনগরে তুমুল অশান্তি। মুড়ি মুড়কির মতো বোমা পড়তে থাকে এলাকায় অভিযোগ। শুধু তাই নয়স লাঠি, রড, অস্ত্র নিয়ে এলাকায় জমায়েত করে দুষ্কৃতীরা। পাল্টা পুলিশ, কেন্দ্রীয় বাহিনীও ধেয়ে যায় দুষ্কৃতীদের দিকে। পিস্তল উঁচিয়ে এগিয়ে যান এক পুলিশ আধিকারিক।

মুর্শিদাবাদের রানিনগরে তুমুল অশান্তি। মুড়ি মুড়কির মতো বোমা পড়তে থাকে এলাকায় অভিযোগ। শুধু তাই নয়স লাঠি, রড, অস্ত্র নিয়ে এলাকায় জমায়েত করে দুষ্কৃতীরা। পাল্টা পুলিশ, কেন্দ্রীয় বাহিনীও ধেয়ে যায় দুষ্কৃতীদের দিকে। পিস্তল উঁচিয়ে এগিয়ে যান এক পুলিশ আধিকারিক।

11 / 13
বারাকপুরের মোহনপুরে খুল্লামখুল্লা বন্দুকবাজের দাপট। বরাত জোরে প্রাণে বাঁচলেন নির্দল প্রার্থী অরিজিৎ দাস।নির্দল প্রার্থী অরিজিৎ দাস সকাল থেকেই সক্রিয় ছিলেন। তিনি অভিযোগ করেন, সকাল থেকে ভোটার আটকে রাখা হচ্ছে। কিন্তু ছাপ্পা ভোট পড়ে যাচ্ছে। প্রতিবাদ করায় সমস্ত রাগ গিয়ে পড়ে তাঁর উপরে। এরপর বুথের অদূরে লক্ষ্য করে বোমা ছোড়া হয়।

বারাকপুরের মোহনপুরে খুল্লামখুল্লা বন্দুকবাজের দাপট। বরাত জোরে প্রাণে বাঁচলেন নির্দল প্রার্থী অরিজিৎ দাস।নির্দল প্রার্থী অরিজিৎ দাস সকাল থেকেই সক্রিয় ছিলেন। তিনি অভিযোগ করেন, সকাল থেকে ভোটার আটকে রাখা হচ্ছে। কিন্তু ছাপ্পা ভোট পড়ে যাচ্ছে। প্রতিবাদ করায় সমস্ত রাগ গিয়ে পড়ে তাঁর উপরে। এরপর বুথের অদূরে লক্ষ্য করে বোমা ছোড়া হয়।

12 / 13
ব্যালট নিয়ে ছুট। কোচবিহারের মাথাভাঙায় ব্যালট বাক্স নিয়েই রুদ্ধশ্বাসে ছুট মারলেন যুবক।

ব্যালট নিয়ে ছুট। কোচবিহারের মাথাভাঙায় ব্যালট বাক্স নিয়েই রুদ্ধশ্বাসে ছুট মারলেন যুবক।

13 / 13
Follow Us: