Premier League: ইপিএলে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে এগিয়ে থেকেও ব্লুজদের হার
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 05, 2021 | 1:12 PM
লন্ডন স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ওয়েস্ট হ্যামের (West Ham) বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারতে হল চেলসিকে (Chelsea)। ওয়েস্ট হ্যামের ঘরের মাঠে ৩-২ গোলে হারাল ব্লুজরা। ১৫ ম্যাচের ১০টিতে জয়, ৩টিতে ড্র ও ২টিতে হেরে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে রয়েছে থমাস তুচেলের ছেলেরা।
1 / 5

ম্যাচের ২৮ মিনিটে ম্যাসন মাউন্টের পাস থেকে চেলসিকে এগিয়ে দেন থিয়াগো সিলভা (Thiago Silva)।
2 / 5

৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান ম্যানুয়েল লানজিনি (Manuel Lanzini)।
3 / 5

প্রথমার্ধের শেষে ৪৪ মিনিটে হাকিম জিয়াচের পাস থেকে দলকে ফের এগিয়ে দেন ম্যাসন মাউন্ট (Mason Mount)।
4 / 5

৫৬ মিনিটে ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান জ্যারড বোয়েন (Jarrod Bowen)।
5 / 5

৮৭ মিনিটে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ওয়েস্ট হ্যামের আর্থার মাসকুয়ানু (Arthur Masuaku)।