Neymar-Casemiro: নেইমারের নাকে কীসের মলম ঘষেছিলেন ক্যাসেমিরো?
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Dec 08, 2022 | 9:30 AM
দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। প্রথমার্ধেই তিতের ছেলেরা বিপক্ষের জালে চার বার বল জড়ায়। ব্রাজিল শিবিরে এখন ফুরফুরে মেজাজ।
1 / 5
দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। প্রথমার্ধেই তিতের ছেলেরা বিপক্ষের জালে চার বার বল জড়ায়। ব্রাজিল শিবিরে এখন ফুরফুরে মেজাজ।(ছবি:টুইটার)
2 / 5
ব্রাজিলের পারফরম্যান্স বাহবা কুড়োলেও শেষ ষোলোর সেই ম্যাচ অবশ্য বিতর্কমুক্ত নয়। ম্যাচ চলাকালীন ক্যাসেমিরো এবং নেইমারকে ঘিরে একটি ঘটনায় বিতর্ক দেখা গিয়েছে।(ছবি:টুইটার)
3 / 5
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ম্যাচের ভিডিয়ো। দেখা গিয়েছে ফ্রি-কিক নেওয়ার আগে ক্যাসেমিরো, নেইমারের নাকে কিছু একটা দিচ্ছেন। অনেকের ধারণা, সেটা কোনও ওষুধ। স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা'-র প্রতিবেদন অনুযায়ী বিষয়টি নিয়ে ফিফাকে তদন্ত করার অনুরোধও জানিয়েছেন অনেকে।(ছবি:টুইটার)
4 / 5
ব্রাজিলের সংবাদমাধ্যম UOL-র প্রতিবেদন অনুযায়ী, নেইমারের নাকে মলম দিয়েছিলেন ক্যাসেমিরো। নিঃশ্বাস-প্রশ্বাসের উন্নতির জন্য বুকে ব্যবহার করা হয়। নাক বন্ধ হয়ে গেলেও তা ব্যবহৃত হয়। (ছবি:টুইটার)
5 / 5
শুধু নেইমার নন, রাফিনহাকেও ওই মলম দিয়েছিলেন ক্যাসেমিরো। যাতে শ্বাস-প্রশ্বাস ঠিক থাকে।