Coconut Oil: নাইট ক্রিম শেষ? নারকেল তেলকে কাজে লাগান এই ভাবে…
TV9 Bangla Digital | Edited By: megha
Mar 20, 2022 | 7:17 AM
Skin Care Tips: রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল মাখলে নানা সুবিধা পাবেন। প্রাচীনকাল থেকে রূপচর্চায় নারকেল তেল ব্যবহার হয়ে আসছে। নাইট ক্রিম হিসাবে নারকেল তেল ব্যবহারেরও জুড়ি মেলা ভার।
1 / 6
নারকেল তেল ঠান্ডা হয়। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও নারকেল তেলের মধ্যে রয়েছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, যা ত্বককে ভিতর থেকে কোমল রাখে।
2 / 6
নারকেল তেলের মধ্যে যে লিনোলেনিক অ্যাসিড থাকে তা ত্বকের জন্য বিশেষ উপকারী। সারারাত নারকেল তেল লাগিয়ে রাখলে অনেক উপকার পাওয়া যায়। এই তেল ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করে।
3 / 6
ত্বকে যদি কালো দাগ-ছোপ পড়ে, তাহলে সেই দাগ তুলতেও বেশ ভাল কাজ করে নারকেল তেল। নারকেল তেলের মধ্যে থাকে কোলাজেন। যা বার্ধক্যে লক্ষণ যেমন বলিরেখার সমস্যাকে প্রতিরোধ করে এবং ত্বককে সুস্থ রাখে।
4 / 6
শুষ্ক ত্বকের সমস্যাকে নিমেষে দূর করে নারকেল তেল। যাঁদের ত্বক শুষ্ক ও আবহাওয়ার কারণে খসখসে প্রকৃতির হয়ে গেছে তাঁরা রাতে শুতে যাওয়ার আগে নারকেল তেল ব্যবহার করুন। এতে তফাৎ কিছু দিনের মধ্যেই লক্ষ্য করবেন।
5 / 6
নারকেল তেলের মধ্যে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। প্রদাহ কমাতে বিশেষ কার্যকরী এই নারকেল তেল। আপনার যদি ব্রণর সমস্যা থাকে, তাও রাতে ব্যবহার করতে পারবেন নারকেল তেল।
6 / 6
ওপেন পোরসের সমস্যা? নাইট ক্রিম হিসাবে ব্যবহার করুন নারকেল তেল। নারকেল তেল ত্বকের ওপেন পোরসের সমস্যা নিমেষে দূর করে।