মুক্তি পেয়েছে 'অন্য ভ্যালেন্টাইন' নামের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি। ছবির দৈর্ঘ্য ৩২ মিনিট। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি।
'অন্য ভ্যালেন্টাইন' একটি রোম্যান্টিক কমেডি ছবি।
ছবিতে অভিনয় করেছেন শৌর্য ভট্টাচার্য, ঐন্দ্রিলা বসু, রাজ কুমার দত্ত, নীল ভট্টাচার্য, ইন্দ্রিল আইচ, অনন্যা ভঞ্জ চৌধুরী ও লাল্টু দাস।
ছবির পরিচালক অনন্যা ভঞ্জ চৌধুরী।
চৌধুরী পরিবারের একটি মজার গল্প সেটি।
পরিচালক বলেছেন, "কঠিন সময় মানুষের হাসা অত্যন্ত জরুরি। এই সময় প্রেম ও ভালবাসার প্রয়োজন। ফলে এই গল্পের কথা ভেবেছিলাম। ছবিটা তৈরি করে ভাল লাগল।"