Bangla News » Photo gallery » What trophies did Gerard Piqué win during his career in Barcelona?
Gerard Pique: সাফল্যের ঝুলি পূর্ণ করে বার্সায় পিকে অধ্যায়ের সমাপ্তি
TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji
Updated on: Nov 04, 2022 | 12:47 PM
স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং বার্সেলোনার তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে ফের শিরোনামে। হঠাৎই অবসর ঘোষণা করে চমকে দিয়েছেন ফুটবল বিশ্বকে। ঘোষণা করেছেন, বার্সেলোনার জার্সিতেই কেরিয়ারের শেষ ম্যাচ খেলবেন।
Nov 04, 2022 | 12:47 PM
মাত্র ১০ বছর বয়সে বার্সেলোনার লা মাসিয়া যুব অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন পিকে। ২০০৪ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিলেও ২০০৮ সালে ফিরে আসেন কাতালান রাজধানীতে। এরপর বার্সার হয়ে একের পর এখ সাফল্য ধরা দিয়েছে পিকে ঝুলিতে। (ছবি:টুইটার)
1 / 5
২৫ বছরের বার্সেলোনার কেরিয়ারে আটবার লা লিগা খেতাব জিতেছেন। ২০০৮-০৯,২০০৯-১০,২০১০-১১,২০১২-১৩,২০১২-১৫,২০১৫-১৬, ২০১৭-১৮,২০১৮-১৯।(ছবি:টুইটার)