TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Aug 22, 2022 | 2:21 PM
দিব্যা ভারতী, বলিউডের রহস্য কন্যা। মাত্র ১৯ বছর বয়সে পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। পড়ে গিয়েছিলেন নাকি ছিল অন্য কোনও গোপন রহস্য সে নিয়ে প্রশ্ন আজও রয়েছে। তবে জানেন কি, মৃত্যুর ঠিক এক বছর আগেই একবার আমির খানের সঙ্গে তুমুল অশান্তি হয় দিব্যার। ফলস্বরূপ যা হয়েছিল তা কল্পনারও অতীত।
মাত্র ১৬ বছর বয়সে সিনেমা জগতে পা রাখেন দিব্যা। একঢাল কালো চুল, মায়াবী চুল, পুতুল পুতুল দেখতে মেয়েটির প্রেমে পড়ে জান সকলেই। ১৯৯২ সালে একবার বিদেশে আমির ও দিব্যা একসঙ্গে শো করতে যান। কিন্তু হঠাৎই আমির জানিয়ে দেন দিব্যার সঙ্গে তিনি কিছুতেই মঞ্চ শেয়ার করবেন না। কিন্তু কেন?
পরবর্তীতে দিব্যা জানিয়েছিলেন, আমিরের মনে হয়েছিল দিব্যা নাকি তাঁকে উপযুক্ত সম্মান দিচ্ছেন না। অষ্টাদশী দিব্যা কান্নায় ভেঙে পড়েন। টানা বেশ কয়েক ঘণ্টা বাথরুমে বসে ক্রমাগত কাঁদতে থাকেন তিনি। পরে যদিও তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় শো ভালভাবেই শেষ হয়েছিল। কিন্তু আমির ভুলে যাননি।
শাহরুখ খানের জীবনের মোড় ঘোরানো ছবিটিতে প্রথমে অভিনয় করার কথা ছিল দিব্যার। কিন্তু কিছুদিন পরেই দিব্যা জানতে পারেন তাঁর জায়গায় নেওয়া হয়েছে জুহি চাওলাকে। শোনা যায়, জুহিকে নেওয়ার জন্য নাকি চাপ দিয়েছিলেন আমিরই। পরবর্তীতে দিব্যার মা এ নিয়ে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন সত্যিটা।
তিনি বলেন, "অনেকেই ভাবে পরিচালক যশ চোপড়ার সঙ্গে আমার মেয়ের সম্পর্ক খারাপ ছিল, তাই ডর হাতছাড়া হয়। কিন্তু এমনটা নয়। সানি দেওল দিব্যাকে নিতে চাইলেও আমির চাননি। সেই কারণেই আমার মেয়েকে ওই ছবি থেকে সরে যেতে হয়।"
পরে যদিও আমিরও ওই ছবিটা করেননি। তবে ওই 'ডর'-এ অভিনয়ের আক্ষেপ নিয়েই চলে যেতে হয় দিব্যাকে।