Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Throwback: নাইটক্লাবে চুম্বন, ঘনিষ্ঠতার পরেও বিপাশাকে দেওয়া যে কথা রাখেননি রোনাল্ডো

Bollywood Throwback: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-- তাঁর জগৎ জোড়া খ্যাতি। বিতর্কও কিছু কম নয়। রোনাল্ডোর জীবনের বিভিন্ন সময়ে আনাগোনা হয়েছে বহু নারীর, জানেন কি তাঁর মধ্যে বিপাশা বসুও ছিলেন অন্যতম। নাইটক্লাবে ঘনিষ্ঠ হয়ে বিপাশাকে একটি কথা দিয়েছিলেন রোনাল্ডো। যদিও তিনি তা পরে রেখেছেন কিনা সন্দেহ থেকে যায়। কী সেই কথা?

| Edited By: | Updated on: Jan 27, 2023 | 10:39 AM
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-- তাঁর জগৎ জোড়া খ্যাতি। বিতর্কও কিছু কম নয়। রোনাল্ডোর জীবনের বিভিন্ন সময়ে আনাগোনা হয়েছে বহু নারীর, জানেন কি তাঁর মধ্যে বিপাশা বসুও ছিলেন অন্যতম। নাইটক্লাবে ঘনিষ্ঠ হয়ে বিপাশাকে একটি কথা দিয়েছিলেন রোনাল্ডো। যদিও তিনি তা পরে রেখেছেন কিনা সন্দেহ থেকে যায়। কী সেই কথা?

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-- তাঁর জগৎ জোড়া খ্যাতি। বিতর্কও কিছু কম নয়। রোনাল্ডোর জীবনের বিভিন্ন সময়ে আনাগোনা হয়েছে বহু নারীর, জানেন কি তাঁর মধ্যে বিপাশা বসুও ছিলেন অন্যতম। নাইটক্লাবে ঘনিষ্ঠ হয়ে বিপাশাকে একটি কথা দিয়েছিলেন রোনাল্ডো। যদিও তিনি তা পরে রেখেছেন কিনা সন্দেহ থেকে যায়। কী সেই কথা?

1 / 6
সাল ২০০৭। সে সময় জন আব্রাহামের সঙ্গে বিপাশার মাখোমাখো প্রেম। এমনই এক সময়ে তাঁর আলাপ হয় রোনাল্ডোর সঙ্গে। লিসব লু স্টেডিয়ামে আমন্ত্রণ পান বিপাশা। হাজির ছিলেন রোনাল্ডোও। পার্টি শেষে দুজনে বেরিয়ে পড়েন একান্ত যাপনে। নিশিঠেকে তাঁদের ঘনিষ্ঠ ছবি ক্যামেরাবন্দি করে ফেলে ব্রিটিশ ছবিশিকারিরা। পরের দিনই তা ব্রেকিং নিউজ। বিপাশা আর রোনাল্ডো কি সম্পর্কে?

সাল ২০০৭। সে সময় জন আব্রাহামের সঙ্গে বিপাশার মাখোমাখো প্রেম। এমনই এক সময়ে তাঁর আলাপ হয় রোনাল্ডোর সঙ্গে। লিসব লু স্টেডিয়ামে আমন্ত্রণ পান বিপাশা। হাজির ছিলেন রোনাল্ডোও। পার্টি শেষে দুজনে বেরিয়ে পড়েন একান্ত যাপনে। নিশিঠেকে তাঁদের ঘনিষ্ঠ ছবি ক্যামেরাবন্দি করে ফেলে ব্রিটিশ ছবিশিকারিরা। পরের দিনই তা ব্রেকিং নিউজ। বিপাশা আর রোনাল্ডো কি সম্পর্কে?

2 / 6
হয় বিস্তর জলঘোলা। গোটা বিশ্ব জুড়ে শুরু হ্য় এ নিয়ে আলোচনা। তখন বিপাশা ২৮ আর রোনাল্ডো সবে ২২। যদিও প্রেমের গুঞ্জন উড়িয়ে দেন বিপাশা।

হয় বিস্তর জলঘোলা। গোটা বিশ্ব জুড়ে শুরু হ্য় এ নিয়ে আলোচনা। তখন বিপাশা ২৮ আর রোনাল্ডো সবে ২২। যদিও প্রেমের গুঞ্জন উড়িয়ে দেন বিপাশা।

3 / 6
তবে রোনাল্ডোকে নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেন, "ও ভীষণ মিষ্টি। আমাকেও ও মিষ্টি বলল। ও আমার বন্ধু। আর ও আমায় কথা দিয়েছে এবার থেকে ওর সব ম্যাচে ও আমায় ডাকবে।"

তবে রোনাল্ডোকে নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেন, "ও ভীষণ মিষ্টি। আমাকেও ও মিষ্টি বলল। ও আমার বন্ধু। আর ও আমায় কথা দিয়েছে এবার থেকে ওর সব ম্যাচে ও আমায় ডাকবে।"

4 / 6
শোনা যায়, রোনাল্ডোর সঙ্গে বিপাশার ঘনিষ্ঠতায় নাকি রেগে গিয়েছিলেন তৎকালীন প্রেমিক জন আব্রাহামও। সম্পর্ক নাকি প্রায় ভাঙতে বসে তাঁদের।

শোনা যায়, রোনাল্ডোর সঙ্গে বিপাশার ঘনিষ্ঠতায় নাকি রেগে গিয়েছিলেন তৎকালীন প্রেমিক জন আব্রাহামও। সম্পর্ক নাকি প্রায় ভাঙতে বসে তাঁদের।

5 / 6
যদিও তা  চলেছিল ২০১২ পর্যন্ত। তখন সম্পর্ক ভাঙেনি। তবে বিপাশাকে এর পর আর রোনাল্ডোর সঙ্গে সেভাবে দেখা যায়নি। কী হয়েছিল সেদিন নাইটক্লাবে। প্রেম ছিল নাকি মুহূর্তের আবেগ? তা নিয়ে আজও চলে নানা আলোচনা।

যদিও তা চলেছিল ২০১২ পর্যন্ত। তখন সম্পর্ক ভাঙেনি। তবে বিপাশাকে এর পর আর রোনাল্ডোর সঙ্গে সেভাবে দেখা যায়নি। কী হয়েছিল সেদিন নাইটক্লাবে। প্রেম ছিল নাকি মুহূর্তের আবেগ? তা নিয়ে আজও চলে নানা আলোচনা।

6 / 6
Follow Us: