Prabhas Marriage: সলমনের জন্যই আটকে রয়েছে প্রভাসের বিয়ে, বাহুবলির ভাগ্য নির্ধারণ করবেন ভাইজান

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 18, 2022 | 5:02 PM

Relationship Gossip: সম্প্রতি কৃতি স্যানানের সঙ্গে সম্পর্কের জল্পনা তুঙ্গে দক্ষিণী সুপারস্টার প্রভাসের। শুটিং সেট থেকেই নাকি দুয়ের মধ্যে গোপনে বেড়েছে রোম্যান্স।

1 / 6
বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার মানেই আজও সলমন খান। বিটাউনে খানের ঘিরে যদি কোনও বিষয় ভক্তদের মনে সর্বাধিক কৌতূহল সঞ্চার করে থাকে তবে তা হল কবে বিয়ে করছেন সলমন খান। তবে তার সঙ্গে প্রভাসের বিয়ের কী সম্পর্ক?

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার মানেই আজও সলমন খান। বিটাউনে খানের ঘিরে যদি কোনও বিষয় ভক্তদের মনে সর্বাধিক কৌতূহল সঞ্চার করে থাকে তবে তা হল কবে বিয়ে করছেন সলমন খান। তবে তার সঙ্গে প্রভাসের বিয়ের কী সম্পর্ক?

2 / 6
সম্প্রতিক কৃতি স্যানানের সঙ্গে সম্পর্কের জল্পনা তুঙ্গে দক্ষিণী সুপারস্টার প্রভাসের। শুটিং সেট থেকেই নাকি দুয়ের মধ্যে গোপনে বেড়েছে রোমান্স। নেটপাড়ার রাতারাতি খবর ছড়িয়ে যায়, তাঁরা নাকি বিয়ের পিড়িতেও বসতে চলেছেন শীঘ্রই। তবে এই খবরের সত্যতা কোথায়?

সম্প্রতিক কৃতি স্যানানের সঙ্গে সম্পর্কের জল্পনা তুঙ্গে দক্ষিণী সুপারস্টার প্রভাসের। শুটিং সেট থেকেই নাকি দুয়ের মধ্যে গোপনে বেড়েছে রোমান্স। নেটপাড়ার রাতারাতি খবর ছড়িয়ে যায়, তাঁরা নাকি বিয়ের পিড়িতেও বসতে চলেছেন শীঘ্রই। তবে এই খবরের সত্যতা কোথায়?

3 / 6
সত্যি কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস! বেশ কয়েক মাস ধরে এমনই জল্পনা তুঙ্গে থাকায় অবশেষে মুখ খুললেন সুপারস্টার। বাহুবালি স্পষ্টই জানালেন তিনি বিয়ে করবেন। কবে করবেন তাও খোলসা করে জানালেন।

সত্যি কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস! বেশ কয়েক মাস ধরে এমনই জল্পনা তুঙ্গে থাকায় অবশেষে মুখ খুললেন সুপারস্টার। বাহুবালি স্পষ্টই জানালেন তিনি বিয়ে করবেন। কবে করবেন তাও খোলসা করে জানালেন।

4 / 6
সলমন-ক্যাটরিনা- সলমন খান ও ক্যাটরিনা কইফ একে অন্যের পাশে ছিলেন বেশ মানানসই। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই জুটির সমীকরণ ভক্তদের মনে বেশ পছন্দের।

সলমন-ক্যাটরিনা- সলমন খান ও ক্যাটরিনা কইফ একে অন্যের পাশে ছিলেন বেশ মানানসই। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই জুটির সমীকরণ ভক্তদের মনে বেশ পছন্দের।

5 / 6
বয়স ৬০ ছুঁই-ছুঁই। তবুও সলমন খানের বিয়ের অপেক্ষায় দিন গুনছে ভক্তরা। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি?

বয়স ৬০ ছুঁই-ছুঁই। তবুও সলমন খানের বিয়ের অপেক্ষায় দিন গুনছে ভক্তরা। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি?

6 / 6
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও অয়ন মুখোপাধ্যায়কেও এদিন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। শাহরুখ সলমন এদিন আলাদাই উপস্থিত হয়েছিলেন এ অনুষ্ঠানে।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও অয়ন মুখোপাধ্যায়কেও এদিন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। শাহরুখ সলমন এদিন আলাদাই উপস্থিত হয়েছিলেন এ অনুষ্ঠানে।

Next Photo Gallery