Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shraddha Kapoor: অকারণেই ‘অভব্য আচরণ’! চরম মূল্য দিতে হয় শ্রদ্ধা কাপুরকে, বারবার ক্ষমা চেয়েও হয়নি লাভ

Shraddha Kapoor: শ্রদ্ধা কাপুরকে একদা সম্মুখীন হতে হয়েছিল চরম এক অবস্থার মধ্যে। রীতিমতো ব্যান করা হয়েছিল তাঁকে। সে ২০১৪ সালে ঘটনা। কী হয়েছিল?

| Edited By: | Updated on: Aug 09, 2022 | 9:24 PM
সাধারণত বিতর্কে জড়াতে দেখা যায় না শ্রদ্ধা কাপুরকে। ইন্ডাস্ট্রিতে মিষ্টি মেয়ে হিসেবেই পরিচিত শ্রদ্ধা কাপুর। কিন্তু ওই যে চিরদিন কাহারও সমান নাহি যায়। এ হেন শ্রদ্ধা কাপুরকে একদা সম্মুখীন হতে হয়েছিল চরম এক অবস্থার মধ্যে। রীতিমতো ব্যান করা হয়েছিল তাঁকে। সে ২০১৪ সালে ঘটনা। কী হয়েছিল?

সাধারণত বিতর্কে জড়াতে দেখা যায় না শ্রদ্ধা কাপুরকে। ইন্ডাস্ট্রিতে মিষ্টি মেয়ে হিসেবেই পরিচিত শ্রদ্ধা কাপুর। কিন্তু ওই যে চিরদিন কাহারও সমান নাহি যায়। এ হেন শ্রদ্ধা কাপুরকে একদা সম্মুখীন হতে হয়েছিল চরম এক অবস্থার মধ্যে। রীতিমতো ব্যান করা হয়েছিল তাঁকে। সে ২০১৪ সালে ঘটনা। কী হয়েছিল?

1 / 7
এক ভিলেন ছবিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর। ছবিতে শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্র ও রীতেশ দেশমুখ। ছবিটি বক্স অফিসে বেশ হিট হয়েছিল।

এক ভিলেন ছবিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর। ছবিতে শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্র ও রীতেশ দেশমুখ। ছবিটি বক্স অফিসে বেশ হিট হয়েছিল।

2 / 7
সেই ছবিরই সাফল্য উদযাপনে হাজির হয়েছিলেন মুম্বইয়ের পাপারাৎজির দল। অন্যদিকে মঞ্চে হাজির ছিলেন সিদ্ধার্থ মালহোত্র, শ্রদ্ধা কাপুরসহ অন্যান্য। হঠাৎ করেই দেখা যায় পাপারাৎজি একটাও ছবি তুলছেন না তারকাদের।

সেই ছবিরই সাফল্য উদযাপনে হাজির হয়েছিলেন মুম্বইয়ের পাপারাৎজির দল। অন্যদিকে মঞ্চে হাজির ছিলেন সিদ্ধার্থ মালহোত্র, শ্রদ্ধা কাপুরসহ অন্যান্য। হঠাৎ করেই দেখা যায় পাপারাৎজি একটাও ছবি তুলছেন না তারকাদের।

3 / 7
ঘটনায় গোটা 'এক ভিলেন' টিমই কার্যত অবাক হয়ে যায়। তাঁরা জিজ্ঞাসা করেন কেন ছবি তোলা হচ্ছে না। প্রত্যুত্তরে পাপারাৎজি যা উত্তর দিয়েছিল তা রীতিমতো চমকে দেওয়ার মতো।

ঘটনায় গোটা 'এক ভিলেন' টিমই কার্যত অবাক হয়ে যায়। তাঁরা জিজ্ঞাসা করেন কেন ছবি তোলা হচ্ছে না। প্রত্যুত্তরে পাপারাৎজি যা উত্তর দিয়েছিল তা রীতিমতো চমকে দেওয়ার মতো।

4 / 7
তাঁদের তরফে সাফ জানানো হয়, শ্রদ্ধা কাপুর মঞ্চে থাকাকালীন কোনওভাবেই ছবি তুলবেন তাঁরা। কিন্তু কেন? উত্তরে তাঁরা বলেছিলেন, অতীতে বারংবার পাপারাজ্জির সঙ্গে খারাপ ব্যবহার করেছেন শ্রদ্ধা। ঘণ্টার পর ঘণ্টা তাঁরা দাঁড়িয়ে থাকলেও ছবি না দিয়েই চলে গিয়েছেন অভিনেত্রী।

তাঁদের তরফে সাফ জানানো হয়, শ্রদ্ধা কাপুর মঞ্চে থাকাকালীন কোনওভাবেই ছবি তুলবেন তাঁরা। কিন্তু কেন? উত্তরে তাঁরা বলেছিলেন, অতীতে বারংবার পাপারাজ্জির সঙ্গে খারাপ ব্যবহার করেছেন শ্রদ্ধা। ঘণ্টার পর ঘণ্টা তাঁরা দাঁড়িয়ে থাকলেও ছবি না দিয়েই চলে গিয়েছেন অভিনেত্রী।

5 / 7
আর সে কারণেই পাপারাজ্জির সিদ্ধান্ত যাই হয়ে যাক না কেন শ্রদ্ধার ছবি তোলা হবে না কিছুতেই। ভুল বুঝতে পেরে শ্রদ্ধা মঞ্চ থেকেই বারংবার ক্ষমা চাইতে থাকেন উপস্থিত সকল সাংবাদিক ও ক্যামেরা পার্সন ও পাপারাৎজিদের কাছে। কিন্তু তাও বরফ গলেনি।

আর সে কারণেই পাপারাজ্জির সিদ্ধান্ত যাই হয়ে যাক না কেন শ্রদ্ধার ছবি তোলা হবে না কিছুতেই। ভুল বুঝতে পেরে শ্রদ্ধা মঞ্চ থেকেই বারংবার ক্ষমা চাইতে থাকেন উপস্থিত সকল সাংবাদিক ও ক্যামেরা পার্সন ও পাপারাৎজিদের কাছে। কিন্তু তাও বরফ গলেনি।

6 / 7
এক পর্যায়ে বাধ্য হয়েই মঞ্চ থেকে নেমে যান শ্রদ্ধা কাপুর। যদিও পরবর্তীতে সেই ব্যান তুলে নেওয়া হয়। এখন অবশ্য পাপারাৎজির প্রতি শ্রদ্ধা কাপুরের ব্যবহার বদলে গিয়েছে অনেকটাই।

এক পর্যায়ে বাধ্য হয়েই মঞ্চ থেকে নেমে যান শ্রদ্ধা কাপুর। যদিও পরবর্তীতে সেই ব্যান তুলে নেওয়া হয়। এখন অবশ্য পাপারাৎজির প্রতি শ্রদ্ধা কাপুরের ব্যবহার বদলে গিয়েছে অনেকটাই।

7 / 7
Follow Us:
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল বেঞ্চমার্ক সূচক!
মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল বেঞ্চমার্ক সূচক!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
"আমার কাছে রোগী আগে", দশদিনের 'বেডরেস্ট' ছাড়া কিছু ভাবতেই পারছেন না
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!