AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalebi baba: ‘ওষুধ’ খাইয়ে ১২০ মহিলাকে ধর্ষণ, হল ১৪ বছরের জেল, কে এই ‘জালেবি বাবা’?

Who is jalebi baba: একজন দুইজন নয়, তার বিরুদ্ধে অন্ততপক্ষে ১২০জন মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এর জন্য সম্প্রতি ১৪ বছরের জেল হয়েছে তার। কে এই জালেবি বাবা?

| Edited By: | Updated on: Jan 12, 2023 | 10:51 AM
Share
একজন দুইজন নয়, তার বিরুদ্ধে অন্ততপক্ষে ১২০জন মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। চলতি সপ্তাহের মঙ্গলবার হরিয়ানার ফতেহাবাদের এক বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত ১০০-রও বেশি মহিলাকে ধর্ষণ এবং সেই অপরাধের ভিডিয়ো ক্লিপ তৈরির দায়ে দোষী সাব্যস্ত অমরপুরি ওরফে বিল্লু ওরফে 'জালেবি বাবা' নামে পরিচিত ধর্মগুরু অমরবীরকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে।

একজন দুইজন নয়, তার বিরুদ্ধে অন্ততপক্ষে ১২০জন মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। চলতি সপ্তাহের মঙ্গলবার হরিয়ানার ফতেহাবাদের এক বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত ১০০-রও বেশি মহিলাকে ধর্ষণ এবং সেই অপরাধের ভিডিয়ো ক্লিপ তৈরির দায়ে দোষী সাব্যস্ত অমরপুরি ওরফে বিল্লু ওরফে 'জালেবি বাবা' নামে পরিচিত ধর্মগুরু অমরবীরকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে।

1 / 10
অমরপুরির বয়স এখন ৬৩। তাকে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা বা পকসো (POSCO) আইনের ৬ নম্বর ধারায় এক নাবালিকাকে দুইবার ধর্ষণের জন্য, ৭ বছর করে মোট ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ) এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারার অধীনে আরও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একমাত্র অস্ত্র আইনের মামলায় তিনি খালাস পেয়েছেন।

অমরপুরির বয়স এখন ৬৩। তাকে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা বা পকসো (POSCO) আইনের ৬ নম্বর ধারায় এক নাবালিকাকে দুইবার ধর্ষণের জন্য, ৭ বছর করে মোট ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ) এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারার অধীনে আরও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একমাত্র অস্ত্র আইনের মামলায় তিনি খালাস পেয়েছেন।

2 / 10
অভিযোগকারীদের আইনজীবী জানিয়েছেন, সমস্ত সাজা একইসঙ্গে চলবে। সব মিলিয়ে মোট ১৪ বছর জালেবি বাবাকে কাল কুঠুরিতে কাটাতে হবে। গত সাড়ে চার বছর ধরে সে কারাগারেই ছিল। তাই আরও সাড়ে নয় বছরের সাজা ভোগ করতে হবে তাকে।

অভিযোগকারীদের আইনজীবী জানিয়েছেন, সমস্ত সাজা একইসঙ্গে চলবে। সব মিলিয়ে মোট ১৪ বছর জালেবি বাবাকে কাল কুঠুরিতে কাটাতে হবে। গত সাড়ে চার বছর ধরে সে কারাগারেই ছিল। তাই আরও সাড়ে নয় বছরের সাজা ভোগ করতে হবে তাকে।

3 / 10
গত ৫ জানুয়ারি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত 'গডম্যান' অমরবীরকে দোষী সাব্যস্ত করেছিল ফতেহাবাদ আদালত। তবে, তখনও পর্যন্ত শুনানি সম্পূর্ণ না হওয়ায় অভিযুক্ত বাবাজিকে সাজা শোনানি হয়নি। তবে, বিচারক তাকে দোষী সাব্যস্ত করার পরই জালেবি বাবা আদালত কক্ষেই কান্নায় ভেঙে পড়েছিল।

গত ৫ জানুয়ারি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত 'গডম্যান' অমরবীরকে দোষী সাব্যস্ত করেছিল ফতেহাবাদ আদালত। তবে, তখনও পর্যন্ত শুনানি সম্পূর্ণ না হওয়ায় অভিযুক্ত বাবাজিকে সাজা শোনানি হয়নি। তবে, বিচারক তাকে দোষী সাব্যস্ত করার পরই জালেবি বাবা আদালত কক্ষেই কান্নায় ভেঙে পড়েছিল।

4 / 10
অমরবীর ছিল বিপত্নীক। তার চার মেয়ে এবং দুই ছেলে আছে। ১৯৮৪ সালে পঞ্জাবের মানসা থেকে হরিয়ানার ফতেহাবাদের তোহানায় এসেছিল সে। তোহানায় প্রথম ১৩ বছরে সে একটা জিলিপির দোকান চালাত। পরে এর জন্য়ই তার নাম হয়েছিল জালেবি বাবা।

অমরবীর ছিল বিপত্নীক। তার চার মেয়ে এবং দুই ছেলে আছে। ১৯৮৪ সালে পঞ্জাবের মানসা থেকে হরিয়ানার ফতেহাবাদের তোহানায় এসেছিল সে। তোহানায় প্রথম ১৩ বছরে সে একটা জিলিপির দোকান চালাত। পরে এর জন্য়ই তার নাম হয়েছিল জালেবি বাবা।

5 / 10
তোহানাতেই তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এক যেখানে তিনি এক তান্ত্রিকের। তাতেই বদলে গিয়েছিল তার জীবন। হঠাৎ করেই তোহানা থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল সে। ২০০০-এর গোড়ায় ফিরে আসে। এরপর তোহানায় একটি বাড়ি এবং একটি মন্দির তৈরি করেছিল সে।

তোহানাতেই তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এক যেখানে তিনি এক তান্ত্রিকের। তাতেই বদলে গিয়েছিল তার জীবন। হঠাৎ করেই তোহানা থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল সে। ২০০০-এর গোড়ায় ফিরে আসে। এরপর তোহানায় একটি বাড়ি এবং একটি মন্দির তৈরি করেছিল সে।

6 / 10
অল্প সময়ের মধ্যেই বাবাজির 'অলৌকিক' ক্ষমতার কথা ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে তার মহিলা ভক্তের সংখ্যা বাড়তে শুরু করেছিল। পুলিশের মতে, অধিকাংশ মহিলাই আসতেন ভূত-প্রেত সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য। তবে, ২০১৭-১৮ সালে একাধিক মহিলা তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন শোষণের অভিযোগ তোলা শুরু করেছিলেন।

অল্প সময়ের মধ্যেই বাবাজির 'অলৌকিক' ক্ষমতার কথা ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে তার মহিলা ভক্তের সংখ্যা বাড়তে শুরু করেছিল। পুলিশের মতে, অধিকাংশ মহিলাই আসতেন ভূত-প্রেত সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য। তবে, ২০১৭-১৮ সালে একাধিক মহিলা তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন শোষণের অভিযোগ তোলা শুরু করেছিলেন।

7 / 10
২০১৮ সালে হরিয়ানা পুলিশ তোহানায় জালেবি বাবার ডেরায় হানা দিয়েছিল। তার মোবাইল ফোনে ১২০টি অশ্লীল ভিডিয়ো ক্লিপ পাওয়া গিয়েছিল। যে ভিডিয়োগুলি সে গোপনে রেকর্ড করত বলে জানা যায়। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

২০১৮ সালে হরিয়ানা পুলিশ তোহানায় জালেবি বাবার ডেরায় হানা দিয়েছিল। তার মোবাইল ফোনে ১২০টি অশ্লীল ভিডিয়ো ক্লিপ পাওয়া গিয়েছিল। যে ভিডিয়োগুলি সে গোপনে রেকর্ড করত বলে জানা যায়। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

8 / 10
ফতেহাবাদ মহিলা পুলিশ সেলের তৎকালীন ইনচার্জ, বিমলা দেবী জানিয়েছিলেন অভিযুক্ত অমরপুরীর মোবাইল ফোনে যে ১২০টি অশ্লীল ভিডিয়ো ক্লিপ পাওয়া গিয়েছে, তাতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, প্রাথমিকভাবে ওই ব্যক্তি বাবাজি বলেই মনে হচ্ছে। সাইবার সেলের পরীক্ষার পর এই বিষয়ে নিশ্চিত হয়েছিল পুলিশ। এছাড়া দুই নির্যাতিতাও পুলিশে অভিযোগ জানিয়েছিলেন।

ফতেহাবাদ মহিলা পুলিশ সেলের তৎকালীন ইনচার্জ, বিমলা দেবী জানিয়েছিলেন অভিযুক্ত অমরপুরীর মোবাইল ফোনে যে ১২০টি অশ্লীল ভিডিয়ো ক্লিপ পাওয়া গিয়েছে, তাতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, প্রাথমিকভাবে ওই ব্যক্তি বাবাজি বলেই মনে হচ্ছে। সাইবার সেলের পরীক্ষার পর এই বিষয়ে নিশ্চিত হয়েছিল পুলিশ। এছাড়া দুই নির্যাতিতাও পুলিশে অভিযোগ জানিয়েছিলেন।

9 / 10
বিমলা দেবী আরও জানিয়েছিলেন, জালেবি বাবা তার কাছে আসা মহিলাদের তরল ওষুধ বলে মাদক মিশ্রিত পানীয় দিত। তারপর, তারা সংজ্ঞাহীন হয়ে পড়লে তাদের যৌন শোষণ করত। সেই অপরাধের ভিডিয়ো রেকর্ড করত। পরে জালেবি বাবা সেই ভিডিয়ো ক্লিপগুলি দেখিয়ে নির্যাতিতাদের ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে অর্থও আদায় করত।

বিমলা দেবী আরও জানিয়েছিলেন, জালেবি বাবা তার কাছে আসা মহিলাদের তরল ওষুধ বলে মাদক মিশ্রিত পানীয় দিত। তারপর, তারা সংজ্ঞাহীন হয়ে পড়লে তাদের যৌন শোষণ করত। সেই অপরাধের ভিডিয়ো রেকর্ড করত। পরে জালেবি বাবা সেই ভিডিয়ো ক্লিপগুলি দেখিয়ে নির্যাতিতাদের ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে অর্থও আদায় করত।

10 / 10