Border-Gavaskar Trophy: অজি টিমের ‘হ্যারি পটার’, তুরুপের তাস এই অফস্পিনার!

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Feb 04, 2023 | 10:00 AM

IND vs AUS: হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। ভারতের মাটিতে ভারতকে হারানো কার্যত অসম্ভব। সেটা যে ফরম্যাটই হোক না কেন। আর টেস্ট সিরিজ জিততে চাই ভালো মানের স্পিনার। ভারতের মাটিতে অজিরা শেষ বার টেস্ট সিরিজ জিতেছিল ২০০৪ সালে। এ বারও সেই সম্ভাবনা রয়েছে বলে মনে করেন, ২০০৪ সালে অজি টিমের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। এ বার অজি টিমে রয়েছেন বেশ কয়েকজন স্পিনার। তাঁদের মধ্যে রয়েছেন তরুণ তুর্কি টড মার্ফি। দেখতে কিছুটা হ্যারি পটারের মতো! মনে করা হচ্ছে, এই সিরিজে অস্ট্রেলিয়ার তুরুপের তাস হয়ে উঠতে পারেন।

Feb 04, 2023 | 10:00 AM
 হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। ভারতের মাটিতে ভারতকে হারানো কার্যত অসম্ভব। সেটা যে ফরম্যাটই হোক না কেন। আর টেস্ট সিরিজ জিততে চাই ভালো মানের স্পিনার। (ছবি: টুইটার)

হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। ভারতের মাটিতে ভারতকে হারানো কার্যত অসম্ভব। সেটা যে ফরম্যাটই হোক না কেন। আর টেস্ট সিরিজ জিততে চাই ভালো মানের স্পিনার। (ছবি: টুইটার)

1 / 8
ভারতের মাটিতে অজিরা শেষ বার টেস্ট সিরিজ জিতেছিল ২০০৪ সালে। এ বারও সেই সম্ভাবনা রয়েছে বলে মনে করেন, ২০০৪ সালে অজি টিমের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। (ছবি: টুইটার)

ভারতের মাটিতে অজিরা শেষ বার টেস্ট সিরিজ জিতেছিল ২০০৪ সালে। এ বারও সেই সম্ভাবনা রয়েছে বলে মনে করেন, ২০০৪ সালে অজি টিমের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। (ছবি: টুইটার)

2 / 8
এ বার অজি টিমে রয়েছেন বেশ কয়েকজন স্পিনার। নাথান লিয়ন, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন, টড মার্ফি এবং ট্রাভিস হেড, মার্নাস লাবুশেনের মতো পার্টটাইম স্পিনার। (ছবি: টুইটার)

এ বার অজি টিমে রয়েছেন বেশ কয়েকজন স্পিনার। নাথান লিয়ন, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন, টড মার্ফি এবং ট্রাভিস হেড, মার্নাস লাবুশেনের মতো পার্টটাইম স্পিনার। (ছবি: টুইটার)

3 / 8
স্পিন আক্রণে রয়েছেন তরুণ তুর্কি টড মার্ফি। দেখতে অনেকটা হ্যারি পটারের মতো! মনে করা হচ্ছে, এই সিরিজে অস্ট্রেলিয়ার তুরুপের তাস হয়ে উঠতে পারেন। (ছবি: টুইটার)

স্পিন আক্রণে রয়েছেন তরুণ তুর্কি টড মার্ফি। দেখতে অনেকটা হ্যারি পটারের মতো! মনে করা হচ্ছে, এই সিরিজে অস্ট্রেলিয়ার তুরুপের তাস হয়ে উঠতে পারেন। (ছবি: টুইটার)

4 / 8
বর্ডার-গাভাসকর ট্রফিতে সুযোগ পেয়ে চমকে উঠেছিলেন মার্ফি। কেন না, মাত্র ৭টি প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন এই অফস্পিনার। পারফরম্য়ান্স নজরকাড়া। ৭ ম্যাচে তাঁর ঝুলিতে ২৯টি উইকেট। (ছবি: টুইটার)

বর্ডার-গাভাসকর ট্রফিতে সুযোগ পেয়ে চমকে উঠেছিলেন মার্ফি। কেন না, মাত্র ৭টি প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন এই অফস্পিনার। পারফরম্য়ান্স নজরকাড়া। ৭ ম্যাচে তাঁর ঝুলিতে ২৯টি উইকেট। (ছবি: টুইটার)

5 / 8
প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের সমসাময়ির ক্রেগ হাওয়ার্ড আবিষ্কার করেছিলেন মার্ফিকে। হাওয়ার্ড নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ। অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৬ দলের ট্রায়ালে নিজের ছেলেকে দেখতে গিয়ে নজরে পড়ে মার্ফি। (ছবি: টুইটার)

প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের সমসাময়ির ক্রেগ হাওয়ার্ড আবিষ্কার করেছিলেন মার্ফিকে। হাওয়ার্ড নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ। অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৬ দলের ট্রায়ালে নিজের ছেলেকে দেখতে গিয়ে নজরে পড়ে মার্ফি। (ছবি: টুইটার)

6 / 8
সে সময় মার্ফি অফস্পিন করলেও হাওয়ার্ড খোঁজ নিয়ে জেনেছিলেন, শুরুর দিকে ব্য়াটিংয়ের পাশাপাশি পার্টটাইম মিডিয়াম পেস করতেন মার্ফি। হাওয়ার্ড তাঁকে বলেছিলেন, অফস্পিনটাই ভালো করো। পরবর্তীতে অফস্পিনারই হয়ে ওঠেন। (ছবি: টুইটার)

সে সময় মার্ফি অফস্পিন করলেও হাওয়ার্ড খোঁজ নিয়ে জেনেছিলেন, শুরুর দিকে ব্য়াটিংয়ের পাশাপাশি পার্টটাইম মিডিয়াম পেস করতেন মার্ফি। হাওয়ার্ড তাঁকে বলেছিলেন, অফস্পিনটাই ভালো করো। পরবর্তীতে অফস্পিনারই হয়ে ওঠেন। (ছবি: টুইটার)

7 / 8
২০২০ সালে অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও খেলেছেন মার্ফি। অস্ট্রেলিয়ার পিচে স্পিনারদের সাফল্য পাওয়া সহজ নয়। সেখানে ৭টি প্রথম শ্রেনির ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন মার্ফি। ভারতের পিচে নাথান লিয়নের সঙ্গে জুটিতে ভয়ঙ্কর উঠতে পারেন মার্ফি, এমনটাই বিশ্বাস অজি শিবিরে। (ছবি: টুইটার)

২০২০ সালে অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও খেলেছেন মার্ফি। অস্ট্রেলিয়ার পিচে স্পিনারদের সাফল্য পাওয়া সহজ নয়। সেখানে ৭টি প্রথম শ্রেনির ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন মার্ফি। ভারতের পিচে নাথান লিয়নের সঙ্গে জুটিতে ভয়ঙ্কর উঠতে পারেন মার্ফি, এমনটাই বিশ্বাস অজি শিবিরে। (ছবি: টুইটার)

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla