Sachin Tendulkar: ৪ জানুয়ারি কেন স্পেশাল সচিনের কাছে?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 04, 2023 | 3:15 PM
On This Day: ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) জীবনে ৪ জানুয়ারির একটা আলাদা তাৎপর্য রয়েছে। মাস্টার ব্লাস্টারের কেরিয়ারের একটি ঐতিহাসিক তারিখ ৪ জানুয়ারি। কিন্তু কেন জানেন?
1 / 7
মাস্টার্স ব্লাস্টার্সের কেরিয়ারে ৪ জানুয়ারির একটা বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, ৪ জানুয়ারি সচিন তাঁর টেস্ট কেরিয়ারের ৪টি ম্যারাথন ইনিংস খেলেছিলেন। (ছবি-টুইটার)
2 / 7
১৯৯৭ সালে ভারতের অধিনায়ক ছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সে বছর ৪ জানুয়ারি সচিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউনে ১৬৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। (ছবি-টুইটার)
3 / 7
২০০৪ সালের ৪ জানুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ২৪১ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর। (ছবি-টুইটার)
4 / 7
২০০৪ সালের ৪ জানুয়ারি অজিদের বিরুদ্ধে টেস্টে ২৪১ রানের অনবদ্য অপরাজিত ইনিংসের চার বছর পর, সচিন ২০০৮ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের ১৫৪ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে যান। (ছবি-টুইটার)
5 / 7
২০১১ সালের ৪ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউনে টেস্ট ম্যাচে ১৪৬ রান করেছিলেন। (ছবি-টুইটার)
6 / 7
১৯৮৯-২০১৩ সালের মধ্যে সচিন তেন্ডুলকর মোট ২০০টি টেস্টে খেলে ১৫৯২১ রান করেছিলেন। (ছবি-টুইটার)
7 / 7
দু'দিন আগেই সচিনের ছেলেবেলার কোচ রমাকান্ত আচরেকরের মৃত্যুবার্ষিকী ছিল। সচিনের উত্থানের পেছনে স্যার আচরেকরের অবদান তিনি যেমন আজীবন মনে রাখবেন, তেমনই ভারতীয় ক্রিকেটও তাঁর অবদান কখনও ভুলবে না। (ছবি-সচিন তেন্ডুলকর টুইটার)