Akshya Tritiya 2023: এই শুভদিনে সোনাই কেন শুভ? সোনা ছাড়া আর কী কী কিনলে ফল পাওয়া যায় চারগুণ

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Apr 19, 2023 | 6:30 AM

Religious Importance: এই দিনটিতে শুভ কাজ করার জন্য শুভ সময় পালন করতে হয় না। অক্ষয় তৃতীয়ার দিন শুভ সময় না দেখেই বিবাহ, অন্নপ্রাশন, বাগদান, মুণ্ডন, গৃহপ্রবেশের মতো শুভকাজ করা যেতে পারে।

1 / 8
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, অক্ষয় তৃতীয়া প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। প্রথা অনুসারে, এ বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী ২২ এপ্রিল, শনিবার পড়ছে।

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, অক্ষয় তৃতীয়া প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। প্রথা অনুসারে, এ বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী ২২ এপ্রিল, শনিবার পড়ছে।

2 / 8
এই দিনটিকে খুবই বিশেষ ও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিনটি যেকোনও ধরনের শুভ কাজের জন্য অত্যন্ত শুভ। এটিকে আবুজ সায়াও বলা হয় কারণ এই দিনটিতে শুভ কাজ করার জন্য শুভ সময় পালন করতে হয় না। অক্ষয় তৃতীয়ার দিন শুভ সময় না দেখেই বিবাহ, অন্নপ্রাশন, বাগদান, মুণ্ডন, গৃহপ্রবেশের মতো শুভকাজ করা যেতে পারে।

এই দিনটিকে খুবই বিশেষ ও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিনটি যেকোনও ধরনের শুভ কাজের জন্য অত্যন্ত শুভ। এটিকে আবুজ সায়াও বলা হয় কারণ এই দিনটিতে শুভ কাজ করার জন্য শুভ সময় পালন করতে হয় না। অক্ষয় তৃতীয়ার দিন শুভ সময় না দেখেই বিবাহ, অন্নপ্রাশন, বাগদান, মুণ্ডন, গৃহপ্রবেশের মতো শুভকাজ করা যেতে পারে।

3 / 8
Akshya Tritiya 2023: এই শুভদিনে সোনাই কেন শুভ? সোনা ছাড়া আর কী কী কিনলে ফল পাওয়া যায় চারগুণ

4 / 8
হিন্দু বিশ্বাস অনুসারে, এই উত্সবটি সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। এদিনে যদি কোনও ব্যক্তি ধন-সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করেন, তাঁর মন্ত্র উচ্চারণ করেন ও কিছু বিশেষ ব্যবস্থা করে থাকেন তাতে কখনও অর্থের অভাব হয় না। সারা বছর, অক্ষয় তৃতীয়ায় ধনলক্ষ্মীর সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর পুজোর পাশাপাশি সোনা কেনার প্রথাও চলছে।

হিন্দু বিশ্বাস অনুসারে, এই উত্সবটি সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। এদিনে যদি কোনও ব্যক্তি ধন-সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করেন, তাঁর মন্ত্র উচ্চারণ করেন ও কিছু বিশেষ ব্যবস্থা করে থাকেন তাতে কখনও অর্থের অভাব হয় না। সারা বছর, অক্ষয় তৃতীয়ায় ধনলক্ষ্মীর সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর পুজোর পাশাপাশি সোনা কেনার প্রথাও চলছে।

5 / 8
ধর্মীয় বিশ্বাস অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিনে সোনা ও রূপো কেনা শুভ। কথিত আছে এই দিনে সোনা কিনলে ঘরে ধন-সম্পদ আসে। এছাড়াও এমনটাও ভাবা হয় যে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে ঘরে কখনও অর্থের অভাব হয় না। ধন-সম্পদ বেড়ে ওঠে দ্বিগুণ। অক্ষয় তৃতীয়ার দিনে কুবের অফুরন্ত ধন পেয়েছিলেন বলে এ দিনে দেবী লক্ষ্মীর সঙ্গে কুবেরেরও পুজো করা হয়।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিনে সোনা ও রূপো কেনা শুভ। কথিত আছে এই দিনে সোনা কিনলে ঘরে ধন-সম্পদ আসে। এছাড়াও এমনটাও ভাবা হয় যে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে ঘরে কখনও অর্থের অভাব হয় না। ধন-সম্পদ বেড়ে ওঠে দ্বিগুণ। অক্ষয় তৃতীয়ার দিনে কুবের অফুরন্ত ধন পেয়েছিলেন বলে এ দিনে দেবী লক্ষ্মীর সঙ্গে কুবেরেরও পুজো করা হয়।

6 / 8
ফাইল চিত্র

ফাইল চিত্র

7 / 8
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

8 / 8
অক্ষয়ের অর্থ ক্ষয় বা ধ্বংস হয় না। বিশ্বাস করা হয় যে আপনি যদি কোনও শুভ কাজের জন্য শুভ সময়ের জন্য অপেক্ষা করে থাকেন তবে অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ। এ দিনে সোনার অলঙ্কার কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনটা করলে দেবী লক্ষ্মীর অঢেল আশীর্বাদ পাওয়া যায়। পাশাপাশি জীবনে থাকে সুখ, সমৃদ্ধি।

অক্ষয়ের অর্থ ক্ষয় বা ধ্বংস হয় না। বিশ্বাস করা হয় যে আপনি যদি কোনও শুভ কাজের জন্য শুভ সময়ের জন্য অপেক্ষা করে থাকেন তবে অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ। এ দিনে সোনার অলঙ্কার কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনটা করলে দেবী লক্ষ্মীর অঢেল আশীর্বাদ পাওয়া যায়। পাশাপাশি জীবনে থাকে সুখ, সমৃদ্ধি।

Next Photo Gallery