Shahrukh Khan: অভিনেতা হিসেবে আমার ইউএসপি নেই… কুং ফু… সালসা নাচ জানি না: শাহরুখ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 21, 2022 | 7:09 PM

Shahrukh Khan: শাহরুখ খানের অনুরাগীদের জিজ্ঞাস্য রয়েছেই, কেন বলিউডের বাদশাহ হয়েও হলিউড গেলেন না শাহরুখ। সেই ব্যাখ্যা অবশ্য দিয়েছিলেন শাহরুখ নিজেই। দেখুন কী বলেছিলেন তিনি?

1 / 8
সম্প্রতি হলিউডের ছবি 'হার্ট অফ স্টোন'-এ অভিনয় করলেন আলিয়া ভাট। পর পর ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়। দীপিকা পাড়ুকোনের হলিউড ডেবিউ হয়ে গিয়েছে। কেবল অভিনেত্রীরা নন, অভিনেতারাও পড়ি দিয়েছেন হলিউডে। অতীতে অনুপম কাজ করেছেন, ইরফান খান কাজ করেছেন। কিন্তু অন্য খানদের মধ্যে কাউকে হলিউডে কাজ করতে দেখা যায়নি। শাহরুখ খানের অনুরাগীদের জিজ্ঞাস্য রয়েছেই, কেন বলিউডের বাদশাহ হয়েও হলিউড গেলেন না শাহরুখ। সেই ব্যাখ্যা অবশ্য দিয়েছিলেন শাহরুখ নিজেই। দেখুন কী বলেছিলেন তিনি?

সম্প্রতি হলিউডের ছবি 'হার্ট অফ স্টোন'-এ অভিনয় করলেন আলিয়া ভাট। পর পর ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়। দীপিকা পাড়ুকোনের হলিউড ডেবিউ হয়ে গিয়েছে। কেবল অভিনেত্রীরা নন, অভিনেতারাও পড়ি দিয়েছেন হলিউডে। অতীতে অনুপম কাজ করেছেন, ইরফান খান কাজ করেছেন। কিন্তু অন্য খানদের মধ্যে কাউকে হলিউডে কাজ করতে দেখা যায়নি। শাহরুখ খানের অনুরাগীদের জিজ্ঞাস্য রয়েছেই, কেন বলিউডের বাদশাহ হয়েও হলিউড গেলেন না শাহরুখ। সেই ব্যাখ্যা অবশ্য দিয়েছিলেন শাহরুখ নিজেই। দেখুন কী বলেছিলেন তিনি?

2 / 8
পর্দায় শাহরুখ খান মানেই বাড়তি পাওনা। এবারও তার ব্যতিক্রম হল না। সেই মর্মেই অয়ন মুখোপাধ্যায় থেকে শুরু করে আলিয়া-রণবীর পৌঁছে গিয়েছিলেন কিং খানের বাড়িতে। তাঁকে বুঝিয়েছিলেন ব্রহ্মাস্ত্র ছবির পাঠ।

পর্দায় শাহরুখ খান মানেই বাড়তি পাওনা। এবারও তার ব্যতিক্রম হল না। সেই মর্মেই অয়ন মুখোপাধ্যায় থেকে শুরু করে আলিয়া-রণবীর পৌঁছে গিয়েছিলেন কিং খানের বাড়িতে। তাঁকে বুঝিয়েছিলেন ব্রহ্মাস্ত্র ছবির পাঠ।

3 / 8
যদিও কয়েকদিন আগেই তিনি শাহরুখ খানের উদ্দেশে একটি বার্তা দিয়েছিলেন, জানিয়েছিলেন, কিং খান যেন পাঠান ছবি থেকে সরে আসেন। কারণ ছবি আরও একটি বড় ফ্লপ হতে চলেছে।

যদিও কয়েকদিন আগেই তিনি শাহরুখ খানের উদ্দেশে একটি বার্তা দিয়েছিলেন, জানিয়েছিলেন, কিং খান যেন পাঠান ছবি থেকে সরে আসেন। কারণ ছবি আরও একটি বড় ফ্লপ হতে চলেছে।

4 / 8
বয়স হচ্ছে কিং খানের। যদিও শরীরচর্চায় কোনও কামতি রাখতে নারাজ তিনি। তবে চিন্তায় ভেঙেছে শরীর, পাশাপাশি বয়সের ভার তো রয়েছেই। যার ফলে এই ভবিষ্যতবাণী বেজায় চিন্তায় ফেলেদিল সকলকে।

বয়স হচ্ছে কিং খানের। যদিও শরীরচর্চায় কোনও কামতি রাখতে নারাজ তিনি। তবে চিন্তায় ভেঙেছে শরীর, পাশাপাশি বয়সের ভার তো রয়েছেই। যার ফলে এই ভবিষ্যতবাণী বেজায় চিন্তায় ফেলেদিল সকলকে।

5 / 8
তবে ব্রহ্মাস্ত্র ছবি থেকে শুরু করে পাঠান ঘিরে শাহরুখ ভক্তদের উত্তেজনা দেখে আর বিলম্ব করল না চ্যানেল কর্তৃপক্ষ। এবার শাহরুখ খানের ছবি জাওয়ানের স্যাটেলাইট স্বত্ত্ব কিনে ফেলল জি টিভি।

তবে ব্রহ্মাস্ত্র ছবি থেকে শুরু করে পাঠান ঘিরে শাহরুখ ভক্তদের উত্তেজনা দেখে আর বিলম্ব করল না চ্যানেল কর্তৃপক্ষ। এবার শাহরুখ খানের ছবি জাওয়ানের স্যাটেলাইট স্বত্ত্ব কিনে ফেলল জি টিভি।

6 / 8
তবে শেষ মুক্তি পাওয়া কয়েকটি ছবি ঘিরে জল্পনা উঠে তুঙ্গে। একের পর এক ফ্লপের তকমা শাহরুখ খানের গায়ে। তারপরই বেশকিছুটা বিরতি, খানিকটা নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান সকলের সামনে থেকে। এরপরই পাঠান ছবি দিয়ে কামব্যাকের পালা।

তবে শেষ মুক্তি পাওয়া কয়েকটি ছবি ঘিরে জল্পনা উঠে তুঙ্গে। একের পর এক ফ্লপের তকমা শাহরুখ খানের গায়ে। তারপরই বেশকিছুটা বিরতি, খানিকটা নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান সকলের সামনে থেকে। এরপরই পাঠান ছবি দিয়ে কামব্যাকের পালা।

7 / 8
নিজের সাফল্য নিয়ে সন্দিহান শাহরুখ। সেই সময় তিনি বলেছিলেন, "আমি বোকা ছিলাম। অনেক কম বয়স ছিল আমার। আমি ভাবতাম অনেক পরিশ্রম করেছি বলে সফল হয়েছি। তারপর দেখলাম, চারপাশে যে সব মানুষরা রয়েছেন, আমার চেয়ে তাঁরা অনেক বেশি প্রতিভাবান।"

নিজের সাফল্য নিয়ে সন্দিহান শাহরুখ। সেই সময় তিনি বলেছিলেন, "আমি বোকা ছিলাম। অনেক কম বয়স ছিল আমার। আমি ভাবতাম অনেক পরিশ্রম করেছি বলে সফল হয়েছি। তারপর দেখলাম, চারপাশে যে সব মানুষরা রয়েছেন, আমার চেয়ে তাঁরা অনেক বেশি প্রতিভাবান।"

8 / 8
এদিন শাহরুখ খানের সঙ্গে যুক্ত হয়েছিলেন বোমান ইরানিও। ছবির পরিচালক রাজ কুমার হিরানি এদিন এই অংশের শুটের জন্য নিয়েছিলেন বিশেষ প্রস্তুতি। শাহরুখ খানের উপস্থিতি মানেই সেখানে বিশেষ নিরাপত্তার প্রয়োজন।

এদিন শাহরুখ খানের সঙ্গে যুক্ত হয়েছিলেন বোমান ইরানিও। ছবির পরিচালক রাজ কুমার হিরানি এদিন এই অংশের শুটের জন্য নিয়েছিলেন বিশেষ প্রস্তুতি। শাহরুখ খানের উপস্থিতি মানেই সেখানে বিশেষ নিরাপত্তার প্রয়োজন।

Next Photo Gallery
Berries: শরীরে দেখা দিয়েছে ভিটামিন সি-এর ঘাটতি? এই ফলগুলোই বাড়াবে অনাক্রম্যতা
Floriana Messina: ইতালির ‘কিম কার্দাশিয়ান’, নাপোলির ফ্যান; টিভির রিমোটে চাপ দিতে বাধ্য করেন এই ক্রীড়া সঞ্চালিকা