Controversy: সলমনের কোন স্পর্শে আপত্তি ছিল মাধুরীর, ফিরিয়েছিলেন চরিত্র

Bollywood Controversy: এই ছবি নিয়ে প্রথম বেজায় আপত্তি করেছিলেন মাধুরী দীক্ষিত। কারণ হলেন সলমন খান।

| Edited By: | Updated on: Nov 29, 2022 | 1:39 PM
সলমন খানের জীবনে প্রথম বড় ব্রেক হয়ে দাঁড়ায় হাম আপকে হ্যায় কৌন ছবি। এর আগে যখন তিনি ম্যানে পেয়ার কিয়া করেছিলেন তখন কেরিয়ারে এক বড় বিরতি চলে আসে।

সলমন খানের জীবনে প্রথম বড় ব্রেক হয়ে দাঁড়ায় হাম আপকে হ্যায় কৌন ছবি। এর আগে যখন তিনি ম্যানে পেয়ার কিয়া করেছিলেন তখন কেরিয়ারে এক বড় বিরতি চলে আসে।

1 / 5
এই ছবি করার পর তাঁকে সেভাবে কেউ বলিউডে ব্রেক দিতে চাননি, যদিও সেই ছবি যথেষ্ট দর্শক মনে জায়গা করে নেয়। এরপর হাম আপকে হ্যায় কৌন ছবি করার পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি।

এই ছবি করার পর তাঁকে সেভাবে কেউ বলিউডে ব্রেক দিতে চাননি, যদিও সেই ছবি যথেষ্ট দর্শক মনে জায়গা করে নেয়। এরপর হাম আপকে হ্যায় কৌন ছবি করার পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি।

2 / 5
তবে এই ছবি নিয়ে প্রথম বেজায় আপত্তি করেছিলেন মাধুরী দীক্ষিত। কারণ তাঁকে প্রথমে তাব্বুর চরিত্র করতে বলা হয়েছিল। তবে এই চরিত্রে সলমন খানকে পায়ে হাত দিয়ে মাধুরীকে প্রমাণ করতে হতো।

তবে এই ছবি নিয়ে প্রথম বেজায় আপত্তি করেছিলেন মাধুরী দীক্ষিত। কারণ তাঁকে প্রথমে তাব্বুর চরিত্র করতে বলা হয়েছিল। তবে এই চরিত্রে সলমন খানকে পায়ে হাত দিয়ে মাধুরীকে প্রমাণ করতে হতো।

3 / 5
পাঠান ছবিতে শাহরুখের অনুরোধে কেমিয়ো করছেন সলমন খান। পাল্টা টাইগার থ্রি ছবিতেও থাকছেন সাহরুখ খান।

পাঠান ছবিতে শাহরুখের অনুরোধে কেমিয়ো করছেন সলমন খান। পাল্টা টাইগার থ্রি ছবিতেও থাকছেন সাহরুখ খান।

4 / 5
তখন সলমন খান মাত্র ৫০০০টাকা পারিশ্রমিকের বিনিময়ে এই ছবি করেছিলেন। এরপর থেকেই ধীরে ধীরে সিনে দুনিয়ায় চাহিদা বাড়ে সলমন খানের। একটা সময় সলমন নিজেই প্রশ্ন করেছিলেন তাঁর বাবা সেলিমকে, তিনি অভিনয় ছেড়ে দিতে চান।

তখন সলমন খান মাত্র ৫০০০টাকা পারিশ্রমিকের বিনিময়ে এই ছবি করেছিলেন। এরপর থেকেই ধীরে ধীরে সিনে দুনিয়ায় চাহিদা বাড়ে সলমন খানের। একটা সময় সলমন নিজেই প্রশ্ন করেছিলেন তাঁর বাবা সেলিমকে, তিনি অভিনয় ছেড়ে দিতে চান।

5 / 5
Follow Us: