Saffron: বিশ্বের সবচেয়ে দামী মশলা কেশরের কদর এত বেশি কেন জানেন?

Health Benefits: বিশ্বের সবচেয়ে দামী মশলা কেশর। যে ভাবে এই ফুলের পাপড়ি উৎপাদন করা হয়, সেই কারণেই কেশরের দাম সবচেয়ে বেশি। কিন্তু চাষ করার পদ্ধতিই একমাত্র এই মশলাকে সমৃদ্ধশালী করে তোলে না। কেশরের স্বাস্থ্য উপকারিতাও অন্যান্য মশলার চেয়ে বেশি।   

| Updated on: Mar 19, 2024 | 7:08 PM
বিশ্বের সবচেয়ে দামী মশলা কেশর। যে ভাবে এই ফুলের পাপড়ি উৎপাদন করা হয়, সেই কারণেই কেশরের দাম সবচেয়ে বেশি। কিন্তু চাষ করার পদ্ধতিই একমাত্র এই মশলাকে সমৃদ্ধশালী করে তোলে না। কেশরের স্বাস্থ্য উপকারিতাও অন্যান্য মশলার চেয়ে বেশি।   

বিশ্বের সবচেয়ে দামী মশলা কেশর। যে ভাবে এই ফুলের পাপড়ি উৎপাদন করা হয়, সেই কারণেই কেশরের দাম সবচেয়ে বেশি। কিন্তু চাষ করার পদ্ধতিই একমাত্র এই মশলাকে সমৃদ্ধশালী করে তোলে না। কেশরের স্বাস্থ্য উপকারিতাও অন্যান্য মশলার চেয়ে বেশি।   

1 / 8
কখনও রেগে যাচ্ছেন, কখনও কেঁদে ফেলছেন—এরকম ঘন ঘন মেজাজ পরিবর্তন মোটেও ভাল নয়। এই অবস্থায় কেশরের সাহায্য নিন। গবেষণায় দেখা গিয়েছে, কেশর মনকে ভাল রাখে এবং ডিপ্রেশনের উপসর্গ কমায়। উদ্বেগ কমাতে সহায়ক কেশর।

কখনও রেগে যাচ্ছেন, কখনও কেঁদে ফেলছেন—এরকম ঘন ঘন মেজাজ পরিবর্তন মোটেও ভাল নয়। এই অবস্থায় কেশরের সাহায্য নিন। গবেষণায় দেখা গিয়েছে, কেশর মনকে ভাল রাখে এবং ডিপ্রেশনের উপসর্গ কমায়। উদ্বেগ কমাতে সহায়ক কেশর।

2 / 8
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর জাফরন, যা ক্ষতিকারক ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং অক্সিডেটিভ চাপ কমায়। কেশর খেলে হৃদরোগ ও ক্যানসারের মতো একাধিক রোগের ঝুঁকি কমায়। দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে কেশরকে রাখুন ডায়েটে।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর জাফরন, যা ক্ষতিকারক ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং অক্সিডেটিভ চাপ কমায়। কেশর খেলে হৃদরোগ ও ক্যানসারের মতো একাধিক রোগের ঝুঁকি কমায়। দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে কেশরকে রাখুন ডায়েটে।

3 / 8
মহিলাদের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী কেশর। প্রি-মেন্সট্রুয়াল সিন্ড্রোম অর্থাৎ, ঋতুস্রাব শুরুর আগে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখে কেশর। গা-হাত-পায়ে ব্যথা, মেজাজ পরিবর্তনের মতো উপসর্গকে নিয়ন্ত্রণে রাখে।

মহিলাদের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী কেশর। প্রি-মেন্সট্রুয়াল সিন্ড্রোম অর্থাৎ, ঋতুস্রাব শুরুর আগে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখে কেশর। গা-হাত-পায়ে ব্যথা, মেজাজ পরিবর্তনের মতো উপসর্গকে নিয়ন্ত্রণে রাখে।

4 / 8
যৌন জীবনকে মশলা যোগ করে এই কেশর। পুরুষ ও মহিলাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা বাড়াতে সাহায্য করে কেশর। এছাড়া পুরুষদের মধ্যে ইরেক্টাইল ফাংশনকে উন্নত করে কেশর। 

যৌন জীবনকে মশলা যোগ করে এই কেশর। পুরুষ ও মহিলাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা বাড়াতে সাহায্য করে কেশর। এছাড়া পুরুষদের মধ্যে ইরেক্টাইল ফাংশনকে উন্নত করে কেশর। 

5 / 8
রোজ কেশর চা বা দুধ খেয়ে আপনি ওজন কমাতে পারেন। কেশর খিদে কমায় এবং ওজন কমাতে সাহায্য করে। এছাড়া এই মশলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ওবেসিটি প্রতিরোধ করে এবং মেটাবলিক ডিসঅর্ডার দূর করে।

রোজ কেশর চা বা দুধ খেয়ে আপনি ওজন কমাতে পারেন। কেশর খিদে কমায় এবং ওজন কমাতে সাহায্য করে। এছাড়া এই মশলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ওবেসিটি প্রতিরোধ করে এবং মেটাবলিক ডিসঅর্ডার দূর করে।

6 / 8
হার্টের স্বাস্থ্যের জন্যও উপকারী কেশর। কেশরের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে এবং হার্টকে ভাল রাখে। হার্টের সমস্যা এড়াতে কেশরকে ডায়েটে রাখুন। 

হার্টের স্বাস্থ্যের জন্যও উপকারী কেশর। কেশরের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে এবং হার্টকে ভাল রাখে। হার্টের সমস্যা এড়াতে কেশরকে ডায়েটে রাখুন। 

7 / 8
রোজের ডায়েটে একটু কেশর থাকলে ডায়াবেটিসের রোগীদের জন্যও ভাল। মাত্র ৮ সপ্তাহের মধ্যে কেশর ফাস্টিং ব্লাড গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয়। টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমায় কেশর।

রোজের ডায়েটে একটু কেশর থাকলে ডায়াবেটিসের রোগীদের জন্যও ভাল। মাত্র ৮ সপ্তাহের মধ্যে কেশর ফাস্টিং ব্লাড গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয়। টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমায় কেশর।

8 / 8
Follow Us: