SA20: উইল জ্যাকসের চওড়া ব্যাটে জয় প্রিটোরিয়া ক্যাপিটালসের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 14, 2023 | 9:49 PM

Pretoria Capitals vs Sunrisers Eastern Cape: দক্ষিণ আফ্রিকার নতুন টি২০ লিগ এসএ২০-তে (SA20) পর পর দুই ম্যাচে জিতল প্রিটোরিয়া ক্যাপিটালস। আজ, শনিবার সুপারস্পোর্টস পার্ক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স ইস্টার্ন কেপের বিরুদ্ধে নেমেছিল প্রিটোরিয়া। সেই ম্যাচে ৩৭ রানে জিতেছে ওয়েন পার্নেলের দল।

1 / 8
সুপারস্পোর্টস পার্ক ক্রিকেট স্টেডিয়ামে আজ, শনিবার এসএ২০ (SA20) লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের (Pretoria Capitals) বিরুদ্ধে টসে জিতেছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ (Sunrisers Eastern Cape)। (ছবি-এসএ২০ লিগ)

সুপারস্পোর্টস পার্ক ক্রিকেট স্টেডিয়ামে আজ, শনিবার এসএ২০ (SA20) লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের (Pretoria Capitals) বিরুদ্ধে টসে জিতেছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ (Sunrisers Eastern Cape)। (ছবি-এসএ২০ লিগ)

2 / 8
শুরুতে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান তোলে ওয়েন পার্নেলের প্রিটোরিয়া ক্যাপিটালস। (ছবি-প্রিটোরিয়া ক্যাপিটালস টুইটার)

শুরুতে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান তোলে ওয়েন পার্নেলের প্রিটোরিয়া ক্যাপিটালস। (ছবি-প্রিটোরিয়া ক্যাপিটালস টুইটার)

3 / 8
জয়ের জন্য সানরাইজার্সের কাছে টার্গেট ছিল ২১৭ রানে। নির্ধারিত ২০ ওভারের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে সানরাইজার্স। (ছবি-এসএ২০)

জয়ের জন্য সানরাইজার্সের কাছে টার্গেট ছিল ২১৭ রানে। নির্ধারিত ২০ ওভারের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে সানরাইজার্স। (ছবি-এসএ২০)

4 / 8
সানরাইজার্সের হয়ে সর্বাধিক রান করেন, অধিনায়ক এইডেন মার্করাম (৪৬) (Aiden Markram)। ফলে ৩৭ রানের ব্যবধানে জিতে ৪ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস।  (ছবি-এসএ২০)

সানরাইজার্সের হয়ে সর্বাধিক রান করেন, অধিনায়ক এইডেন মার্করাম (৪৬) (Aiden Markram)। ফলে ৩৭ রানের ব্যবধানে জিতে ৪ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। (ছবি-এসএ২০)

5 / 8
ইংল্যান্ডের ২৪ বছর বয়সী ডান হাতি ব্যাটার উইল জ্যাকসের ব্যাটে ভর করে প্রিটোরিয়া ২০০ রানের গণ্ডি টপকায়।  (ছবি-এসএ২০)

ইংল্যান্ডের ২৪ বছর বয়সী ডান হাতি ব্যাটার উইল জ্যাকসের ব্যাটে ভর করে প্রিটোরিয়া ২০০ রানের গণ্ডি টপকায়। (ছবি-এসএ২০)

6 / 8
প্রিটোরিয়ার ওপেনার উইল জ্যাকস মাত্র ৪৬ বলে ৯২ রানের নজরকাড়া ইনিংস খেলে দলকে জেতানোর রাস্তা তৈরি করে দিয়ে যান।  (ছবি-এসএ২০)

প্রিটোরিয়ার ওপেনার উইল জ্যাকস মাত্র ৪৬ বলে ৯২ রানের নজরকাড়া ইনিংস খেলে দলকে জেতানোর রাস্তা তৈরি করে দিয়ে যান। (ছবি-এসএ২০)

7 / 8
প্রিটোরিয়ার জ্যাকসের ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ৮টি ছয় দিয়ে। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০। উল্লেখ্য, তিনি রয়েছেন আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। এ বার দেখার এসএ২০ লিগে তিনি যদি এই ভাবে ভালো পারফর্ম করতে পারেন, তা হলে আইপিএলে আরসিবি তাঁর ওপর ভরসা রাখতে পারবে। (ছবি-এসএ২০)

প্রিটোরিয়ার জ্যাকসের ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ৮টি ছয় দিয়ে। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০। উল্লেখ্য, তিনি রয়েছেন আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। এ বার দেখার এসএ২০ লিগে তিনি যদি এই ভাবে ভালো পারফর্ম করতে পারেন, তা হলে আইপিএলে আরসিবি তাঁর ওপর ভরসা রাখতে পারবে। (ছবি-এসএ২০)

8 / 8
প্রসঙ্গত, ৯২ রান করে ও ২টি ক্যাচ নিয়ে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে গিয়েছেন উইল জ্যাকস। পরপর ২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এসএ২০-র লিগ টেবলের শীর্ষে রয়েছে প্রিটোরিয়া ক্যাপিটাসল। (ছবি-এসএ২০)

প্রসঙ্গত, ৯২ রান করে ও ২টি ক্যাচ নিয়ে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে গিয়েছেন উইল জ্যাকস। পরপর ২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এসএ২০-র লিগ টেবলের শীর্ষে রয়েছে প্রিটোরিয়া ক্যাপিটাসল। (ছবি-এসএ২০)

Next Photo Gallery