নিরজা- সোনাম কাপুর অভিনীত এই ছবি সত্য ঘটনা অবলম্বণে তৈরি করা হয়। এয়ার হোস্টেজ নিরজার গর্বের কাহিনি অবলম্বণে তৈরি এই ছবি বক্স অফিসে ঝড়় তোলে। মোটের ওপর ১২৭ কোটি আয় করে এই ছবি।
কাহিনি- ১০৪ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে বিদ্যা বালন অভিনীত এই ছবি। ২০১২ সালে মুক্তি পেয়েছে এই ছবি। বিদ্যা বালানের অনবদ্য অভিনয়গুণে এই ছবি এক কথায় বলতে গেলে সুপারহিট।
রাজি- আলিয়া ভাট অভিনীত ছবি, যেখানে এক ভারতীয় স্পাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। এই ছবি বক্স অফিসে আয় করে ১৯৫.৭৫ কোটি টাকা। যেখানে টান টান অভিনয় করে একা আলিয়াই টেনে নিয়ে গিয়েছিলেন ছবি।
পিঙ্ক- তাপসী পান্নু-অমিতাভ বচ্চন সমীকরণ এই ছবিতে থাকলেও, ছবির চিত্রনাট্য জুড়ে কেবলই নারী কেন্দ্রিক চরিত্রের প্রতিবাদের ঝড়। সময়, পরিস্থিতি, কঠিন হয়ে ওঠা আত্মবল, সব উপকরণ দিয়েই সাজানো এই ছবি, বক্স অফিসে আয় করে ১০৭.৩২ কোটি টাকা।
গাঙ্গুবাই কাথিওয়াড়ি- করোনা পরিস্থিতির পর বক্সঅফিসে ছন্দে ফেরার উদ্যগে সামিল থাকা ছবির মধ্যে অন্যতম। যা প্রথম ১০ দিনেই এই ছবি আয় করেছে মোটের ওপর ৯২ কোটি টাকা। সম্ভাব্য প্রথম দুই সপ্তাহতেই এই ছবি জায়গা করে নেবে ১০০ কোটির ক্লাবে। সঞ্জয়লীলা বনসালি পরিচালিত, আলিয়া ভাট অভিনীত এই ছবি বর্তমানে দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতে সক্ষম।