AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ivana Knoll: কাতার ছেড়েছেন ইভানা নোল, সঙ্গী চোখের জল!

Qatar 2022: কাতার বিশ্বকাপ শেষ। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবলারদের মতো বাকিরাও দেশে ফিরেছেন। তেমনই বিদেশি সমর্থকরাও কাতার থেকে নিজ নিজ দেশে পৌঁছে গিয়েছেন বেশিরভাগই। বিশ্বকাপে মাঠের বাইরে ঝড় তোলা ক্রোয়েশিয়ার সুপার ফ্যান ইভানা নোলও কাতার ছেড়েছেন। পৌঁছে গিয়েছেন দেশে। তবে এতগুলো দিন, এমন সুন্দর মুহূর্ত কাটিয়ে দেশে ফেরার আগে আবেগপ্রবণ ইভানা।

| Edited By: | Updated on: Jan 09, 2023 | 3:49 PM
Share
কাতার বিশ্বকাপ শেষ। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবলারদের মতো বাকিরাও দেশে ফিরেছেন। তেমনই বিদেশি সমর্থকরাও কাতার থেকে নিজ নিজ দেশে পৌঁছে গিয়েছেন বেশিরভাগই। (ছবি : ইন্সটাগ্রাম)

কাতার বিশ্বকাপ শেষ। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবলারদের মতো বাকিরাও দেশে ফিরেছেন। তেমনই বিদেশি সমর্থকরাও কাতার থেকে নিজ নিজ দেশে পৌঁছে গিয়েছেন বেশিরভাগই। (ছবি : ইন্সটাগ্রাম)

1 / 7
বিশ্বকাপে মাঠের বাইরে ঝড় তোলা ক্রোয়েশিয়ার সুপার ফ্যান ইভানা নোলও কাতার ছেড়েছেন। পৌঁছে গিয়েছেন দেশে। তবে এতগুলো দিন, এমন সুন্দর মুহূর্ত কাটিয়ে দেশে ফেরার আগে আবেগপ্রবণ ইভানা। (ছবি : ইন্সটাগ্রাম)

বিশ্বকাপে মাঠের বাইরে ঝড় তোলা ক্রোয়েশিয়ার সুপার ফ্যান ইভানা নোলও কাতার ছেড়েছেন। পৌঁছে গিয়েছেন দেশে। তবে এতগুলো দিন, এমন সুন্দর মুহূর্ত কাটিয়ে দেশে ফেরার আগে আবেগপ্রবণ ইভানা। (ছবি : ইন্সটাগ্রাম)

2 / 7
কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা গিয়েছে ইভানাকে। ক্রোয়েশিয়া-মরক্কো তৃতীয় তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচেও গ্যালারিতে ইভানা। অধিনায়ক লুকা মদ্রিচের নাম লেখা জার্সি পরেছিলেন সেই ম্যাচে। (ছবি : ইন্সটাগ্রাম)

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা গিয়েছে ইভানাকে। ক্রোয়েশিয়া-মরক্কো তৃতীয় তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচেও গ্যালারিতে ইভানা। অধিনায়ক লুকা মদ্রিচের নাম লেখা জার্সি পরেছিলেন সেই ম্যাচে। (ছবি : ইন্সটাগ্রাম)

3 / 7
বিশ্বকাপে বিভিন্ন দলের অনবদ্য পারফরম্যান্স তৃপ্তি দিয়েছে ফুটবলপ্রেমীদের। তেমনই গ্যালারির আকর্ষণ বাড়িয়েছেন ক্রোট সুন্দরী ইভানা নোল। (ছবি : ইন্সটাগ্রাম)

বিশ্বকাপে বিভিন্ন দলের অনবদ্য পারফরম্যান্স তৃপ্তি দিয়েছে ফুটবলপ্রেমীদের। তেমনই গ্যালারির আকর্ষণ বাড়িয়েছেন ক্রোট সুন্দরী ইভানা নোল। (ছবি : ইন্সটাগ্রাম)

4 / 7
ক্রোয়েশিয়া বিশ্বকাপে তৃতীয় হয়েছে। মরক্কোকে হারিয়েছে তারা। ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। সেই ম্যাচেও ছিলেন ইভানা। (ছবি : ইন্সটাগ্রাম)

ক্রোয়েশিয়া বিশ্বকাপে তৃতীয় হয়েছে। মরক্কোকে হারিয়েছে তারা। ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। সেই ম্যাচেও ছিলেন ইভানা। (ছবি : ইন্সটাগ্রাম)

5 / 7
প্রিয় দল ক্রোয়েশিয়া লুসেসের ফাইনালে না থাকলেও গ্যালারিতে ক্রোয়েশিয়ার জার্সিতে ছিলেন ইভানা। আর্জেন্টিনা, ফ্রান্স সমর্থকদের সঙ্গে ফাইনাল উপভোগ করেছেন। কাকে সমর্থন করেছেন! (ছবি : ইন্সটাগ্রাম)

প্রিয় দল ক্রোয়েশিয়া লুসেসের ফাইনালে না থাকলেও গ্যালারিতে ক্রোয়েশিয়ার জার্সিতে ছিলেন ইভানা। আর্জেন্টিনা, ফ্রান্স সমর্থকদের সঙ্গে ফাইনাল উপভোগ করেছেন। কাকে সমর্থন করেছেন! (ছবি : ইন্সটাগ্রাম)

6 / 7
শুধুমাত্র বিভিন্ন ম্যাচে গ্যালারিতেই নয়। স্টেডিয়ামের বাইরেও ইভানার সঙ্গে সেলফি তোলার হুড়োহুড়ি। শুধুই কি ক্রোয়েশিয়া কিংবা ফুটবল মিস করে আবেগপ্রবণ? হয়তো এতগুলো দিন তাঁকে ঘিরে যে ভিড় ছিল, তাকেও মিস করছেন ইভানা। হয়তো সে কারণেই কাতার ছাড়ার সময় চোখে জল! (ছবি : ইন্সটাগ্রাম)

শুধুমাত্র বিভিন্ন ম্যাচে গ্যালারিতেই নয়। স্টেডিয়ামের বাইরেও ইভানার সঙ্গে সেলফি তোলার হুড়োহুড়ি। শুধুই কি ক্রোয়েশিয়া কিংবা ফুটবল মিস করে আবেগপ্রবণ? হয়তো এতগুলো দিন তাঁকে ঘিরে যে ভিড় ছিল, তাকেও মিস করছেন ইভানা। হয়তো সে কারণেই কাতার ছাড়ার সময় চোখে জল! (ছবি : ইন্সটাগ্রাম)

7 / 7