AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arranged marriage: সম্বন্ধ করে বিয়েতে রাজি হয়েছেন, কিন্তু মনের দিক থেকে আপনি সৎ আছেন তো?

Relationship: আমাদের সমাজে এখনও দেখাশোনার বিয়েতেই (arranged marriage) ভরসা বেশি অভিভাবকদের। তাঁরা ভাবেন নিজেরা দেখেশুনে বিয়ে দিলেই সন্তান সুখে থাকবে। লাভ ম্যারেজের ক্ষেত্রে এখনও অনেক পরিবারেই আপত্তি রয়েছে। তাদের যুক্তি এখানে আবেগের বশে ছেলেমেয়েরা নিজেরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেন। বিয়ে মানে দুটো পরিবার আর দুটো সংস্কৃতির মেলবন্ধনও। ফলে পরিবারের তরফে সে দিক থেকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

| Edited By: | Updated on: Dec 19, 2021 | 2:29 PM
Share
যে কোনও মানুষের জীবনেই বিয়ে মানে একটা বড় মাইলস্টোন। বিয়ের সিদ্ধান্ত কখনও এক রাতের মধ্যে হয় না। যে মানুষটার সঙ্গে আপনি সারা জীবনের মত ঘর বাঁধতে চলেছেন তার সঙ্গে মনের মিলটা হওয়া খুবই জরুরি। সেই সঙ্গে যাতে একে অন্যের নির্ভরযোগ্য হয়ে উঠতে পারেন এ ব্যাপারেও কিন্তু নিজেদের চেষ্টা চালিয়ে যেতে হবে।

যে কোনও মানুষের জীবনেই বিয়ে মানে একটা বড় মাইলস্টোন। বিয়ের সিদ্ধান্ত কখনও এক রাতের মধ্যে হয় না। যে মানুষটার সঙ্গে আপনি সারা জীবনের মত ঘর বাঁধতে চলেছেন তার সঙ্গে মনের মিলটা হওয়া খুবই জরুরি। সেই সঙ্গে যাতে একে অন্যের নির্ভরযোগ্য হয়ে উঠতে পারেন এ ব্যাপারেও কিন্তু নিজেদের চেষ্টা চালিয়ে যেতে হবে।

1 / 6
দেখা-শোনার বিয়েতে প্রথম থেকেই যা মাথায় রাখতে হবে তা হল আপনি নিজে কি চাইছেন। মনের দিক থেকে আপনাকে সৎ থাকতে হবে।. জোর করে বা চাপে পড়ে কেউ বিয়ে করে না। মন থেকে সায় থাকলে তবেই এগোন

দেখা-শোনার বিয়েতে প্রথম থেকেই যা মাথায় রাখতে হবে তা হল আপনি নিজে কি চাইছেন। মনের দিক থেকে আপনাকে সৎ থাকতে হবে।. জোর করে বা চাপে পড়ে কেউ বিয়ে করে না। মন থেকে সায় থাকলে তবেই এগোন

2 / 6
ভিনধর্মে যুগলের বিয়ে
(নিজস্ব ছবি)

ভিনধর্মে যুগলের বিয়ে (নিজস্ব ছবি)

3 / 6
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

4 / 6
পূর্ব সম্পর্ক থাকতেই পারে। তা কখনও দোষের হয় না। এই বিষয়টিও খেয়াল রাখুন। প্রাক্তন প্রেম সম্পর্ক নিয়ে যাবতীয় সত্যি কথা খুলে বলুন আপনার সঙ্গীকে। মনের দিক থেকে স্পষ্ট থাকাই শ্রেয়।

পূর্ব সম্পর্ক থাকতেই পারে। তা কখনও দোষের হয় না। এই বিষয়টিও খেয়াল রাখুন। প্রাক্তন প্রেম সম্পর্ক নিয়ে যাবতীয় সত্যি কথা খুলে বলুন আপনার সঙ্গীকে। মনের দিক থেকে স্পষ্ট থাকাই শ্রেয়।

5 / 6
মন থেকে ভালবাসতে শিখুন। সঙ্গীকে শ্রদ্ধা করুন। সম্পর্ককে গুরুত্ব দিন। দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে। সেই সঙ্গে নিজেদের মধ্যেও বাড়বে ভালবাসা।

মন থেকে ভালবাসতে শিখুন। সঙ্গীকে শ্রদ্ধা করুন। সম্পর্ককে গুরুত্ব দিন। দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে। সেই সঙ্গে নিজেদের মধ্যেও বাড়বে ভালবাসা।

6 / 6