Arranged marriage: সম্বন্ধ করে বিয়েতে রাজি হয়েছেন, কিন্তু মনের দিক থেকে আপনি সৎ আছেন তো?
Relationship: আমাদের সমাজে এখনও দেখাশোনার বিয়েতেই (arranged marriage) ভরসা বেশি অভিভাবকদের। তাঁরা ভাবেন নিজেরা দেখেশুনে বিয়ে দিলেই সন্তান সুখে থাকবে। লাভ ম্যারেজের ক্ষেত্রে এখনও অনেক পরিবারেই আপত্তি রয়েছে। তাদের যুক্তি এখানে আবেগের বশে ছেলেমেয়েরা নিজেরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেন। বিয়ে মানে দুটো পরিবার আর দুটো সংস্কৃতির মেলবন্ধনও। ফলে পরিবারের তরফে সে দিক থেকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
Most Read Stories