Year Ender 2022: বাইশে ভারতের সেরা জয়, দেখুন ছবিতে…

Team India Best wins in 2022: এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি না আসা ভারতীয় পুরুষ ক্রিকেট দলের জন্য নিঃসন্দেহে হতাশার। একই রকম অনুভূতি ভারতের ক্রিকেট প্রেমীদেরও। জোড়া হতাশার মাঝে বেশ কিছু প্রাপ্তিও রয়েছে ভারতের। মেয়েদের এশিয়া কাপ খেতাব থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার ওভারে রোমাঞ্চকর জয়। বাইশে ভারতীয় ক্রিকেটের এমন কিছু মুহূর্ত।

| Edited By: | Updated on: Dec 31, 2022 | 9:00 AM
ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট। মোহালিতে কেরিয়ারের শততম টেস্ট খেলতে নেমেছিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মঞ্চে নজরকাড়া পারফরম্য়ান্স রবীন্দ্র জাডেজার। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে ইনিংস ও ২২২ রানে জয়ী ভারত। (ছবি : বিসিসিআই)

ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট। মোহালিতে কেরিয়ারের শততম টেস্ট খেলতে নেমেছিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মঞ্চে নজরকাড়া পারফরম্য়ান্স রবীন্দ্র জাডেজার। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে ইনিংস ও ২২২ রানে জয়ী ভারত। (ছবি : বিসিসিআই)

1 / 8
বাংলাদেশ সফরে ভারতের দ্বিতীয় টেস্ট। মীরপুরে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ১৪৫ রান প্রয়োজন ছিল ভারতের। চতুর্থ দিন ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। ম্যাচ এবং সিরিজ জেতার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রবিচন্দ্রন অশ্বিন এবং শ্রেয়স আইয়ারের। এই অবিচ্ছিন্ন জুটির সৌজন্য়ে রুদ্ধশ্বাস ক্লিন সুইপ ভারতের। ব্য়াটে-বলে নায়ক অশ্বিন। (ছবি : পিটিআই)

বাংলাদেশ সফরে ভারতের দ্বিতীয় টেস্ট। মীরপুরে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ১৪৫ রান প্রয়োজন ছিল ভারতের। চতুর্থ দিন ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। ম্যাচ এবং সিরিজ জেতার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রবিচন্দ্রন অশ্বিন এবং শ্রেয়স আইয়ারের। এই অবিচ্ছিন্ন জুটির সৌজন্য়ে রুদ্ধশ্বাস ক্লিন সুইপ ভারতের। ব্য়াটে-বলে নায়ক অশ্বিন। (ছবি : পিটিআই)

2 / 8
ইংল্য়ান্ড সফরে প্রথম ওয়ান ডে। ওভালে ১০ উইকেটের বিশাল জয় ভারতের। জসপ্রীত বুমরার ১৯ রানে ৬ উইকেটের সৌজন্যে ইংল্য়ান্ডকে মাত্র ১১০ রানে আলআউট করে ভারত। জবাবে রোহিত শর্মার ৫৮ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস, ১০ উইকেটে জয় ভারতের। (ছবি : এএফপি)

ইংল্য়ান্ড সফরে প্রথম ওয়ান ডে। ওভালে ১০ উইকেটের বিশাল জয় ভারতের। জসপ্রীত বুমরার ১৯ রানে ৬ উইকেটের সৌজন্যে ইংল্য়ান্ডকে মাত্র ১১০ রানে আলআউট করে ভারত। জবাবে রোহিত শর্মার ৫৮ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস, ১০ উইকেটে জয় ভারতের। (ছবি : এএফপি)

3 / 8
বাংলাদেশ সফরে প্রথম দুটি ওয়ান ডে-তে হার। সিরিজও হার ভারতের। তবে তৃতীয় ওয়ান ডে-তে ২২৭ রানের বিশাল জয়। ডবল সেঞ্চুরি করেন ঈশান কিষাণ। কেরিয়ারের ৭২তম আন্তর্জাতিক শতরানে রিকি পন্টিংকে ছাপিয়ে যান বিরাট কোহলি। (ছবি : পিটিআই)

বাংলাদেশ সফরে প্রথম দুটি ওয়ান ডে-তে হার। সিরিজও হার ভারতের। তবে তৃতীয় ওয়ান ডে-তে ২২৭ রানের বিশাল জয়। ডবল সেঞ্চুরি করেন ঈশান কিষাণ। কেরিয়ারের ৭২তম আন্তর্জাতিক শতরানে রিকি পন্টিংকে ছাপিয়ে যান বিরাট কোহলি। (ছবি : পিটিআই)

4 / 8
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া। হায়দরাবাদে সিরিজ নির্ণায়ক তৃতীয় টি২০। ভারতকে ১৮৭ রানের লক্ষ্য় দেয় অজিরা। বিরাট কোহলি (৪৮ বলে ৬৩), সূর্যকুমার যাদব (৩৬ বলে ৬৯) এবং শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ১৬ বলে ২৫ রানের অপরাজিত ইনিংসে ৬ উইকেটে ম্য়াচ এবং সিরিজ জেতে ভারত। (ছবি : বিসিসিআই)

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া। হায়দরাবাদে সিরিজ নির্ণায়ক তৃতীয় টি২০। ভারতকে ১৮৭ রানের লক্ষ্য় দেয় অজিরা। বিরাট কোহলি (৪৮ বলে ৬৩), সূর্যকুমার যাদব (৩৬ বলে ৬৯) এবং শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ১৬ বলে ২৫ রানের অপরাজিত ইনিংসে ৬ উইকেটে ম্য়াচ এবং সিরিজ জেতে ভারত। (ছবি : বিসিসিআই)

5 / 8
সপ্তম বার মেয়েদের এশিয়া কাপ চ্য়াম্পিয়ন ভারত। ফাইনালে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। রেনুকা সিং মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নেন। প্রথমে ব্য়াট করে শ্রীলঙ্কা ৬৫ রানে অলআউট। স্মৃতি মন্ধানার ২৫ বলে ৫১ রানের সৌজন্য়ে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্য়ে পৌঁছয় ভারত। (ছবি : এসিসি)

সপ্তম বার মেয়েদের এশিয়া কাপ চ্য়াম্পিয়ন ভারত। ফাইনালে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। রেনুকা সিং মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নেন। প্রথমে ব্য়াট করে শ্রীলঙ্কা ৬৫ রানে অলআউট। স্মৃতি মন্ধানার ২৫ বলে ৫১ রানের সৌজন্য়ে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্য়ে পৌঁছয় ভারত। (ছবি : এসিসি)

6 / 8
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ১৮৮ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। স্মৃতি মন্ধানা এবং রিচা ঘোষের অনবদ্য ব্যাটিংয়ে ম্যাচ টাই করে ভারত। এরপর সুপার ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে অস্ট্রেলিয়াকে বছরের প্রথম হারের স্বাদ উপহার দেয় ভারত। (ছবি : বিসিসিআই)

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ১৮৮ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। স্মৃতি মন্ধানা এবং রিচা ঘোষের অনবদ্য ব্যাটিংয়ে ম্যাচ টাই করে ভারত। এরপর সুপার ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে অস্ট্রেলিয়াকে বছরের প্রথম হারের স্বাদ উপহার দেয় ভারত। (ছবি : বিসিসিআই)

7 / 8
বাইশে ভারতের সেরা জয়গুলির মধ্যে অন্যতম টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্ন ম্য়াচ। দু-দলই এ বারের বিশ্বকাপে প্রথম ম্য়াচে নেমেছিল। প্রথমে ব্য়াট করে ভারতে ১৬০ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। এই রান তাড়ায় নেমেও প্রবল চাপে পড়ে ভারত। বিরাট কোহলির ৫৩ বলে অপরাজিত ৮২ রানের সৌজন্য়ে শেষ অবধি ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়। (ছবি : এএফপি)

বাইশে ভারতের সেরা জয়গুলির মধ্যে অন্যতম টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্ন ম্য়াচ। দু-দলই এ বারের বিশ্বকাপে প্রথম ম্য়াচে নেমেছিল। প্রথমে ব্য়াট করে ভারতে ১৬০ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। এই রান তাড়ায় নেমেও প্রবল চাপে পড়ে ভারত। বিরাট কোহলির ৫৩ বলে অপরাজিত ৮২ রানের সৌজন্য়ে শেষ অবধি ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়। (ছবি : এএফপি)

8 / 8
Follow Us: