AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli’s 100th Test: ফিরে দেখা কিং কোহলির ক্লাসিক ১০০তম টেস্ট

Year Ender 2022: চলতি বছরটা শেষের পথে। আবার সব নতুন শুরু হবে। বাইশের বিদায়বেলায় দেখে নেওয়া যাক কিং কোহলির এক মাইলস্টোন ম্যাচের খানিক ঝলক। ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে বিরাট কোহলি ১০০তম টেস্ট ম্যাচ খেলার নজির গড়ে ফেলেছেন। প্রাক্তন ভারত অধিনায়কের শততম টেস্ট হয়েছে মোহালিতে।

| Edited By: | Updated on: Dec 23, 2022 | 9:30 AM
Share
৪ মার্চ, ২০২২ দিনটা বিরাট কোহলির ক্রিকেট কেরিয়ারের এক উজ্জ্বলতম দিন। কারণ, ওই দিন মোহালিতে কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচে খেলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট।

৪ মার্চ, ২০২২ দিনটা বিরাট কোহলির ক্রিকেট কেরিয়ারের এক উজ্জ্বলতম দিন। কারণ, ওই দিন মোহালিতে কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচে খেলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট।

1 / 7
সেই মাইলস্টোন ম্যাচ শুরুর আগে, ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে ১০০তম টেস্ট ক্যাপ পান কোহলি। এই সম্মান গ্রহণ করার সময় বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাও ছিলেন তাঁর পাশে।

সেই মাইলস্টোন ম্যাচ শুরুর আগে, ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে ১০০তম টেস্ট ক্যাপ পান কোহলি। এই সম্মান গ্রহণ করার সময় বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাও ছিলেন তাঁর পাশে।

2 / 7
বিরাট কোহলির ছেলেবেলার হিরো হলেন রাহুল দ্রাবিড়। তাঁর হাত থেকে মাইলস্টোন ম্যাচের (১০০তম টেস্টের) জন্য কোহলিকে  জন্য ক্যাপ ও স্মারক তুলে দেওয়ার আগে, বিরাট প্রশংসা করেন রাহুল।

বিরাট কোহলির ছেলেবেলার হিরো হলেন রাহুল দ্রাবিড়। তাঁর হাত থেকে মাইলস্টোন ম্যাচের (১০০তম টেস্টের) জন্য কোহলিকে জন্য ক্যাপ ও স্মারক তুলে দেওয়ার আগে, বিরাট প্রশংসা করেন রাহুল।

3 / 7
দ্রাবিড় মোহালিতে বিরাটের সেই বিশেষ ম্যাচ শুরু হওয়ার আগে স্মারক ও ক্যাপ দেওয়ার সময় কোহলিকে প্রশংসায় ভরিয়েছিলেন। তখন বিরাটের পাশেই দাঁড়িয়েছিলেন অনুষ্কা। স্বামীর মাইলস্টোন ম্যাচের জন্য তাঁর খুশিও চোখেমুখে ফুটে উঠেছিল। এর পর বিরাটও ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নামার আগে নিজের বক্তব্য জানান। এবং সব শেষে অনুষ্কাকে জড়িয়ে ধরেন। আলতো করে বিরাট অনুষ্কার গালে চুমু দেন। সেই সময় অনুষ্কাও বিরাটের গালে মিষ্টি করে একটা চুমু একে দেন।

দ্রাবিড় মোহালিতে বিরাটের সেই বিশেষ ম্যাচ শুরু হওয়ার আগে স্মারক ও ক্যাপ দেওয়ার সময় কোহলিকে প্রশংসায় ভরিয়েছিলেন। তখন বিরাটের পাশেই দাঁড়িয়েছিলেন অনুষ্কা। স্বামীর মাইলস্টোন ম্যাচের জন্য তাঁর খুশিও চোখেমুখে ফুটে উঠেছিল। এর পর বিরাটও ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নামার আগে নিজের বক্তব্য জানান। এবং সব শেষে অনুষ্কাকে জড়িয়ে ধরেন। আলতো করে বিরাট অনুষ্কার গালে চুমু দেন। সেই সময় অনুষ্কাও বিরাটের গালে মিষ্টি করে একটা চুমু একে দেন।

4 / 7
বিরাট কোহলির শততম টেস্ট ঘিরে দেশ বিদেশের ক্রিকেটার থেকে শুরু করে তাঁর কোটি কোটি সমর্থকদের আগ্রহের অন্ত ছিল না। কোহলির সেই মাইলস্টোন ম্যাচেই প্রথম বার ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল রোহিত শর্মার।

বিরাট কোহলির শততম টেস্ট ঘিরে দেশ বিদেশের ক্রিকেটার থেকে শুরু করে তাঁর কোটি কোটি সমর্থকদের আগ্রহের অন্ত ছিল না। কোহলির সেই মাইলস্টোন ম্যাচেই প্রথম বার ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল রোহিত শর্মার।

5 / 7
 বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটে নিজেকে পরিচিত করেছেন তাঁর অনবদ্য ব্যাটিংয়ে, দুরন্ত অধিনায়কত্বে। কিং কোহলি যখনই মাঠে নামেন, তাঁর অনুরাগীরা বিরাট চমক দেখার অপেক্ষায় থাকেন। বাইশে কোহলির কেরিয়ারে বিভিন্ন পালক জুড়েছে। যার মধ্যে নিঃসন্দেহে রয়েছে তাঁর শততম টেস্ট ম্যাচে খেলা।

বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটে নিজেকে পরিচিত করেছেন তাঁর অনবদ্য ব্যাটিংয়ে, দুরন্ত অধিনায়কত্বে। কিং কোহলি যখনই মাঠে নামেন, তাঁর অনুরাগীরা বিরাট চমক দেখার অপেক্ষায় থাকেন। বাইশে কোহলির কেরিয়ারে বিভিন্ন পালক জুড়েছে। যার মধ্যে নিঃসন্দেহে রয়েছে তাঁর শততম টেস্ট ম্যাচে খেলা।

6 / 7
মোহালিতে বিরাট কোহলি কেরিয়ারের শততম টেস্ট ম্যাচে খেলেছেন। মাইলফলক ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচে বেশ কয়েকটা অপূর্ব কভার ড্রাইভ দেখা গিয়েছিল ভিকের ব্যাটে। যদিও শততম টেস্ট ম্যাচ সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে রাখতে পারেননি কোহলি। বরং ৪৫ রানের মাথায় লাসিথ এম্বুলডেনিয়াকে উইকেট দিয়ে বসেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

মোহালিতে বিরাট কোহলি কেরিয়ারের শততম টেস্ট ম্যাচে খেলেছেন। মাইলফলক ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচে বেশ কয়েকটা অপূর্ব কভার ড্রাইভ দেখা গিয়েছিল ভিকের ব্যাটে। যদিও শততম টেস্ট ম্যাচ সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে রাখতে পারেননি কোহলি। বরং ৪৫ রানের মাথায় লাসিথ এম্বুলডেনিয়াকে উইকেট দিয়ে বসেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

7 / 7