Sarah Taylor: ‘হ্যাঁ, আমি লেসবিয়ান’, সমালোচকদের ধুয়ে দিলেন কোহলির ফ্যান সারা

অনুরাগীদের চমকে দিয়েছেন ইংল্য়ান্ডের প্রাক্তন ক্রিকেটার সারা টেলর। বিশ্বের অন্য়তম সেরা কিপার ব্য়াটার সারা টেলর ঘোষণা করেছেন, তিনি সমকামী। সম্প্রতি পার্টনার ডায়না মেইনের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় দেন সারা।

| Edited By: | Updated on: Feb 25, 2023 | 9:13 AM
ইন্সটাগ্রামে পার্টনার ডায়না মেইনের সঙ্গে ছবি পোস্ট করেছেন সারা। সঙ্গে প্রেগন্য়ান্সি রিপোর্ট। (ছবি: ইনস্টাগ্রাম)

ইন্সটাগ্রামে পার্টনার ডায়না মেইনের সঙ্গে ছবি পোস্ট করেছেন সারা। সঙ্গে প্রেগন্য়ান্সি রিপোর্ট। (ছবি: ইনস্টাগ্রাম)

1 / 8
সারা যে সমকামী তা অনুরাগীরা জানতেন না। অনেকেই এমন ঘোষণায় চমকে গিয়েছেন। কটাক্ষের মুখে পড়েন সারা। (ছবি: ইনস্টাগ্রাম)

সারা যে সমকামী তা অনুরাগীরা জানতেন না। অনেকেই এমন ঘোষণায় চমকে গিয়েছেন। কটাক্ষের মুখে পড়েন সারা। (ছবি: ইনস্টাগ্রাম)

2 / 8
তারপরই সমালোচকদের একহাত নিয়েছেন। তিনি বলেন,  "জানতাম না যে এতকিছুর জবাব দিতে হবে। হ্যাঁ আমি লেসবিয়ান। সেটা বহুদিন ধরেই। এটা কোনও চয়েস নয়। আমি ভালোবাসায় আছি এবং খুশি রয়েছি। সেটাই গুরুত্বপূর্ণ।" (ছবি: ইনস্টাগ্রাম)

তারপরই সমালোচকদের একহাত নিয়েছেন। তিনি বলেন, "জানতাম না যে এতকিছুর জবাব দিতে হবে। হ্যাঁ আমি লেসবিয়ান। সেটা বহুদিন ধরেই। এটা কোনও চয়েস নয়। আমি ভালোবাসায় আছি এবং খুশি রয়েছি। সেটাই গুরুত্বপূর্ণ।" (ছবি: ইনস্টাগ্রাম)

3 / 8
৩১ বছরের সারা ২০১৯ সালে ক্রিকেটকে বিদায় জানান। অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার হলেও মানসিক স্বাস্থ্য তাঁর কেরিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছিল। (ছবি: ইনস্টাগ্রাম)

৩১ বছরের সারা ২০১৯ সালে ক্রিকেটকে বিদায় জানান। অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার হলেও মানসিক স্বাস্থ্য তাঁর কেরিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছিল। (ছবি: ইনস্টাগ্রাম)

4 / 8
কেরিয়ার নিয়ে যেমন সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, ব্যক্তিগত জীবনেও তেমনই 'বোল্ড' সারা। (ছবি: ইনস্টাগ্রাম)

কেরিয়ার নিয়ে যেমন সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, ব্যক্তিগত জীবনেও তেমনই 'বোল্ড' সারা। (ছবি: ইনস্টাগ্রাম)

5 / 8
সমালোচকদের জবাব দিতে গিয়ে সারা বলেছেন, "সব পরিবার আলাদা। আমি একটু আলাদা চিন্তাভাবনা নিয়ে বড় হয়েছি। যেটা তোমাকে ভালো রাখে সেটাই করা উচিত।" (ছবি: ইনস্টাগ্রাম)

সমালোচকদের জবাব দিতে গিয়ে সারা বলেছেন, "সব পরিবার আলাদা। আমি একটু আলাদা চিন্তাভাবনা নিয়ে বড় হয়েছি। যেটা তোমাকে ভালো রাখে সেটাই করা উচিত।" (ছবি: ইনস্টাগ্রাম)

6 / 8
 ২০১৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হয়েছে ইংল্য়ান্ড। সেই দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য় ছিলেন সারা টেলর। লর্ডসের ঐতিহাসিক ফাইনালে ভারতকে ৯ রানে হারিয়েছিল ইংল্য়ান্ড। (ছবি: ইনস্টাগ্রাম)

২০১৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হয়েছে ইংল্য়ান্ড। সেই দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য় ছিলেন সারা টেলর। লর্ডসের ঐতিহাসিক ফাইনালে ভারতকে ৯ রানে হারিয়েছিল ইংল্য়ান্ড। (ছবি: ইনস্টাগ্রাম)

7 / 8
সারা বিরাট কোহলির খুব বড় ফ্যান। কেরিয়ারে ৬,৫৩৩ হাজার আন্তর্জাতিক রান রয়েছে। ইংল্যান্ডের সর্বাধিক রান সংগ্রহকারী দ্বিতীয় মহিলা ক্রিকেটার তিনি। (ছবি: ইনস্টাগ্রাম)

সারা বিরাট কোহলির খুব বড় ফ্যান। কেরিয়ারে ৬,৫৩৩ হাজার আন্তর্জাতিক রান রয়েছে। ইংল্যান্ডের সর্বাধিক রান সংগ্রহকারী দ্বিতীয় মহিলা ক্রিকেটার তিনি। (ছবি: ইনস্টাগ্রাম)

8 / 8
Follow Us: