Not Eat With Eggs: ডিমের সঙ্গে যে যে খাবার খাওয়া একেবারেই উচিত নয়, তা জানুন
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Apr 23, 2022 | 2:35 PM
Healthy Food Habits: একটি খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি খাবার খেলে মানব শরীরে তা অত্যন্ত ক্ষতির সৃষ্টি করে। সঠিক সময়ে সঠিক খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1 / 9
বিজ্ঞানীদের মতে, কিছু কিছু ক্ষেত্রে ভুল খাবারের সংমিশ্রণে আমাদের পরিপাকতন্ত্রের সমস্যা সৃষ্টি হয়, যা পরবর্তীকালে বমি বমি ভাব ও অন্ত্রের রোগের কারণ হতে পারে।
2 / 9
প্রোটিন, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ ডিম শরীরের পক্ষে অত্যন্ত পুষ্টিকর হিসেবে ব্যবহার করা হয়। তবে অনেকসময় ডিম খাওয়ার পর এমন কিছু খাবার রয়েছে, যেগুলি একেবারেই খাওয়া উচিত নয়।
3 / 9
অনেকেই ডিমের সঙ্গে বা ডিম খাওয়ার পর পরই মাংস, দুধের জিনিস বা ক্যাফিনযুক্ত পানীয় খান। জানেন কি এক ফলে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে।
4 / 9
চা- অনেকেই চা ও ডিম একসঙ্গে খান। এই খাবারের সংমিশ্রণটি কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। এখনই সাবধান না হলে শরীরের আরও মারাত্মক ক্ষতি হতে পারে।
5 / 9
মাছ- ডিম ও মাছ একসঙ্গে খাওয়া উচিত নয়। এর ফলে অ্যালার্জির প্রবণতা তৈরি হয়। তাই সঠিক সময়ে ডিম ও মাছ খাওয়ার অভ্যাস করুন।
6 / 9
সয়া মিল্ক- ডিমের সঙ্গে সয়া মিস্ক কখনও যায় না। শরীরের প্রোটিন শোষণে বাধা তৈরি করতে পারে এই মিশ্রণ। তাই সয়া মিল্ক ও দুধের তৈরি খাবার না খাওয়াই ভাল।
7 / 9
চিনি - ডিম কখনওই চিনি দিয়ে খাবেন না। এটি শরীরে অ্যামিনো অ্যাসিড মুক্ত করে ও শরীরের জন্য তা বিষাক্ত হয়ে উঠতে পারে। উপেক্ষা করলে রক্তে জমাট বাধার মত মারাত্মক আকার ধার করতে পারে।
8 / 9
পনির- মাছের মত, পনিরের সঙ্গে কখনওই ডিম খাবেন না। পনিরের যে কোনও রেসিপিতে ডিম ব্য়বহার করা এড়িয়ে চলুন। আবার পনির ও ডিম একসঙ্গে খেলে অ্যালার্জির প্রবণতা তৈরি হতে পারে। এছাড়া অন্যান্য রোগের বাসা বাঁধতে পারে।
9 / 9
কলা- ডিম খাওয়ার পর কখনই কলা খাবেন না। বিশেষ করে জিমে যান, কঠিন ওয়ার্কআউট করেন তাঁদের জন্য সাবধানবাণী। ডিম ও কলা একসঙ্গে খেলে শরীরের উপর ক্ষতিকারক প্রভাব তৈরি হয়।