Yuzvendra Chahal: আধশোয়া হয়ে ইংল্যান্ডের পথে ‘সিগনেচার পোজ’ চাহালের
সীমিত ওভারের সিরিজ শুরু হতে হাতে এখন কয়েকটা দিন সময়। সেই ফাঁকে ইংল্যান্ডে পথ-ঘাট চষে বেড়াচ্ছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। কয়েকদিন আগে তাঁর স্ত্রী রাস্তার উপর জমিয়ে নাচ করেছিলেন। চাহালও কম যান না। তাঁর ভাইরাল মিমের পোজে কয়েকটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন।