জারিন খানকে মনে আছে? হুবহু ক্যাটরিনা কাইফের মতো দেখতে এই হিরোইনকে শো-বিজের সঙ্গে আলাপ করিয়েছিলেন খোদ সলমন খান। বহুদিন তিনি বড় পর্দার বাইরে। এবার লোকচক্ষুর সামনে আসতেই ট্রোলের শিকার হতে হল তাঁকে।
জারিন ওজন বাড়িয়েছেন বেশ খানিকটা। তা নিয়েই মূলত উড়ে এল কটাক্ষ। বিমানবন্দরে হাজির হয়েছিলেন অভিনেত্রী।
পরেছিলেন নীল রঙের ছোট পোশাক। পাপারাৎজিদের অনুরোধে দাঁড়িয়ে হাসিমুখে ছবিও তোলেন জারিন। কিন্তু ট্রোলিং থামেনি। ওজন বাড়িয়ে ফেলার পরেও কেন তিনি ছোট পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন-- এ জাতীয় নীতিপুলিশি অব্যাহত কমেন্ট বক্সে।
জারিন অবশ্য নিরুত্তাপ। ট্রোলের পাল্টা মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। প্রসঙ্গত, বি-টাউনের গুঞ্জন বলে ক্যাটরিনার প্রতি 'প্রতিশোধ' নিতেই নাকি জারিনকে শো-বিজে নিয়ে এসেছিলেন সলমন খান।
জারিনকে দেখতে অনেকটাই ক্যাটরিনার মতো। সে সময় সদ্য ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদ হয়েছিল সলমনের। নিন্দুকেরা বলে বিচ্ছেদের কারণেই নাকি ক্যাটরিনার মতো নায়িকা এনে তাক লাগিয়ে দিতে চেয়েছিলেন ভাইজান।
সলমনের সঙ্গে ছবি হিট হলেও বি-টাউনে সে ভাবে নিজের প্রভাব জারি করতে পারেননি জারিন। তবে শো-বিজ থেকে বিরতি নেওয়ার কথা এখনও ঘোষণা করেননি তিনি।