AUS vs ZIM: টিম বাসে সিকন্দরদের ‘রাজকীয়’ নাচ
অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম জয়ের স্বাদ পেয়েছে জিম্বাবোয়ে। রেগিস চাকাভাদের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত ক্রিকেট বিশ্ব। অ্যারন ফিঞ্চের দলের বিরুদ্ধে সিরিজ খুইয়ে তৃতীয় ম্যাচে নেমেছিল জিম্বাবোয়ে। ম্যাচটা সিকন্দর রাজাদের জন্য ছিল নিয়মরক্ষার। আর তাতেই অজিদের দম্ভ গুঁড়িয়ে দিল জিম্বাবোয়ে। ম্যাচের শেষে টিম বাসেও চলল দেদার নাচ। ব্যাগিগ্রিনদের বিরুদ্ধে জয়ের সেলিব্রেশনটা টিম বাস থেকেই শুরু করে দেন রাজারা।
Most Read Stories