‘তৃণমূলকে রিলিজ লেটার’ দিতে ১১ ফেব্রুয়ারি ‘নবান্নো চলো’-র ডাক বাম ছাত্রযুবদের

সৌরভ পাল |

Jan 03, 2021 | 9:08 PM

“বিজেপি বিবেকানন্দকে বিকৃত করছে। বিবেবকানন্দের আদর্শে ভারত গড়ার লক্ষ্যে ১২ জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করবে সারা বাংলার বাম ছাত্রযুবরা।”

তৃণমূলকে রিলিজ লেটার দিতে ১১ ফেব্রুয়ারি নবান্নো চলো-র ডাক বাম ছাত্রযুবদের
ছবি - কৌশিক দত্ত

Follow Us

কলকাতা: ২০১৯ সালের সেপ্টেম্বরের ১২ তারিখ সিঙ্গুর থেকে পদযাত্রা শুরু করে পরের দিন নবান্ন অভিযান করেছিল সিপিএম-এর ছাত্র ও যুব সংগঠন এসএফআই (SFI) এবং ডিওয়াইএফআই (DYFI)। এর এক বছরেরও বেশি সময় পর ফের একবার নবান্ন অভিযানের ডাক দিল বাম ছাত্রযুবরা। শনিবার মৌলালির কাছে দীনেশ মজুমদার ভবনে সাংবাদিকদের ডেকে সিপিঅআইএম-এর যুব সংগঠনের রাজ্য নেতা ঘোষাণা করেলেন, ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ নবান্ন অভিযান (Nabanna Abhiyan) করবে তাঁরা। ডিওয়াইএফআই, এসএফআই সহ মোট দশটি ছাত্রযুব সংগঠন এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

আরও পড়ুন: তৃণমূল অগণতান্ত্রিক, বিজেপি ফ্যাসিবাদী: বিমান বসু

এদিন ডিওয়াইএফআই নেতা সায়নদীপ মিত্র (Sayandeep Mitra) বলেন, “উনিশে আমাদের নবান্ন অভিযানের মূল দাবি ছিল, শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, সর্বত্র মেধাকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে আমাদের দাবি ছিল, বেকারদের চাকরি দিতে হবে আর চাকরি না দিতে পারলে ভাতা দিতে হবে। তবে এবার আর অভিযান নয়, ১১ ফেব্রুয়ারি নবান্ন যাচ্ছি তৃণমূল সরকারকে রিলিজ লেটার ধরাতে। সরকার বদলাতে আমাদের এবার কর্মসূচি নবান্ন চলো (Nabanna Chalo)।” এদিনের সাংবাদিক বৈঠকে পুলিস প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে সায়নদীপ বলেন, “আগের বার পুলিসের সহায়তায় তৃণমূলীরা মিছিলে বোমা মেরেছে। কোনও তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়নি। এবার সেরকম হল আর বরদাস্ত করা হবে না।”

আরও পড়ুন: ‘মাইনর হার্ট অ্যাটাক’, অ্যাঞ্জিওপ্লাস্টির পর ‘ভাল আছেন’ সৌরভ গঙ্গোপাধ্যায়

উল্লেখ্য, ডিওয়াইএফআই নেতাজি ও স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করবে বলেও জানিয়েছেন সিপিএম-এর এই যুব নেতা। তাঁর বক্তব্য, “বিজেপি বিবেকানন্দকে বিকৃত করছে। বিবেবকানন্দের আদর্শে ভারত গড়ার লক্ষ্যে ১২ জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করবে সারা বাংলার বাম ছাত্রযুবরা।”

Next Article