‘প্যাক আপ নয়, গেট আপ’! জন্মদিনেই পরিবহণ দফতরে পা মদন মিত্রের

সুমন মহাপাত্র | Edited By: সৌরভ পাল

Dec 03, 2020 | 9:19 PM

নির্ভেজাল আড্ডায় মাতলেন মদন মিত্র। বললেন,"যেটুকু পেয়েছি তাতেই খুশি। প্যাক আপ নয় গেট আপ।"

Follow Us

প্রীতম দে: জন্মদিনে ‘নবজন্ম’ মদন মিত্রের (Madan Mitra)। বছর পাঁচেক পর ফের পরিবহণ দফতরে পা রাখলেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শোনালেন গান। জন্মদিনে দাদাকে কাছে পেয়ে আত্মহারা ভক্তরা। সব মিলিয়ে চায়ের দোকানে জমিয়ে কাটল মদন মিত্রের জন্মদিন।

পদ থাকুক বা না থাকুক সব সময় খোশমেজাজে ধরা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তাঁর ফেসবুক লাইভ মানেই ভাইরাল। কয়েক দিন আগে সেই ফেসবুকেই ‘বোমা’ ফেলেছিলেন মদন মিত্র, লিখেছিলেন ‘প্যাক আপ’। যা নিয়ে আলোচনার ঝড় উঠেছিল। তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী পুরোনো জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন মদন মিত্রকে। আজ পুরোনো অফিসে ঢুঁ মেরে গেলেন তিনি। সেখানেই রবীন্দ্রনাথের গানের দুকলি গাইলেন, “হায় মাঝে হল ছাড়াছাড়ি গেলেম কে কোথায়! আর দেখা যদি হলই সখা প্রাণের মাঝে আয়।”

আরও পড়ুন : ‘প্যাক অ্যাপ’ বলতেই মিলল পদ! পরিবহণে কমিটির চেয়ারম্যান হয়ে নেত্রীকে ‘থ্যাঙ্কস’ মদনের

তাঁর গান পরিস্থিতির সাপেক্ষে যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। ২০১৫ সালে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন মদন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। রাজ্য-রাজনীতিতে বদল এসেছে ততধিক। কিন্তু জেল থেকে ফিরে ‘কামব্যাক’ করার পরেও সপ্রতিভ মদন মিত্র। অফিসে এসে নস্টালজিক মদন গান গেয়ে বোঝালেন আসলে ছাড়াছাড়ি হয়েছিল তাঁর সাধের এই পরিবহণ দফতরের সঙ্গেই।

নিজস্ব চিত্র

সমাপতন এমনই, জন্মদিনে পরিবহণ দফতরে এসেই কেক কাটলেন মন্ত্রী। তাও আবার ঝা চকচকে কোনও পাঁচতারা ক্যাফেতে নয়। জন্মদিন পালন হল রাস্তার চায়ের দোকানে। নির্ভেজাল আড্ডায় মাতলেন মদন মিত্র। বললেন,”যেটুকু পেয়েছি তাতেই খুশি। প্যাক আপ নয় গেট আপ।” সামনেই একুশের নির্বাচন। তৃণমূল কংগ্রেসের একের পর এক সৈনিক পদ্মশিবিরে নাম লিখিয়েছেন। মদন কিন্তু অনড়। ফের বোঝালেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। শোর তুললেন, একুশে মমতাই।

আরও পড়ুন: এই টিম নিয়েই নাকি হ্যাটট্রিক করবে তৃণমূল, দেখে নিন মদনের এক্সক্লুসিভ একাদশে রয়েছেন কারা?

কয়েক দিন আগেই পরিবহণ দফতর থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই মন্ত্রকের গুরুত্বপূর্ণ পদে এসে মদন জানালেন পরিবর্তন নয় প্রত্যাবর্তন। নাম না করেই শুভেন্দুকে ভাল থাকার বার্তা দিলেন তিনি। বিজেপি তোপ দেগে মদন জানালেন, ২০২১-এ পদ্মকে টোটাল ‘প্যাক আপ’ করাবেন তিনি।

প্রীতম দে: জন্মদিনে ‘নবজন্ম’ মদন মিত্রের (Madan Mitra)। বছর পাঁচেক পর ফের পরিবহণ দফতরে পা রাখলেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শোনালেন গান। জন্মদিনে দাদাকে কাছে পেয়ে আত্মহারা ভক্তরা। সব মিলিয়ে চায়ের দোকানে জমিয়ে কাটল মদন মিত্রের জন্মদিন।

পদ থাকুক বা না থাকুক সব সময় খোশমেজাজে ধরা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তাঁর ফেসবুক লাইভ মানেই ভাইরাল। কয়েক দিন আগে সেই ফেসবুকেই ‘বোমা’ ফেলেছিলেন মদন মিত্র, লিখেছিলেন ‘প্যাক আপ’। যা নিয়ে আলোচনার ঝড় উঠেছিল। তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী পুরোনো জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন মদন মিত্রকে। আজ পুরোনো অফিসে ঢুঁ মেরে গেলেন তিনি। সেখানেই রবীন্দ্রনাথের গানের দুকলি গাইলেন, “হায় মাঝে হল ছাড়াছাড়ি গেলেম কে কোথায়! আর দেখা যদি হলই সখা প্রাণের মাঝে আয়।”

আরও পড়ুন : ‘প্যাক অ্যাপ’ বলতেই মিলল পদ! পরিবহণে কমিটির চেয়ারম্যান হয়ে নেত্রীকে ‘থ্যাঙ্কস’ মদনের

তাঁর গান পরিস্থিতির সাপেক্ষে যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। ২০১৫ সালে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন মদন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। রাজ্য-রাজনীতিতে বদল এসেছে ততধিক। কিন্তু জেল থেকে ফিরে ‘কামব্যাক’ করার পরেও সপ্রতিভ মদন মিত্র। অফিসে এসে নস্টালজিক মদন গান গেয়ে বোঝালেন আসলে ছাড়াছাড়ি হয়েছিল তাঁর সাধের এই পরিবহণ দফতরের সঙ্গেই।

নিজস্ব চিত্র

সমাপতন এমনই, জন্মদিনে পরিবহণ দফতরে এসেই কেক কাটলেন মন্ত্রী। তাও আবার ঝা চকচকে কোনও পাঁচতারা ক্যাফেতে নয়। জন্মদিন পালন হল রাস্তার চায়ের দোকানে। নির্ভেজাল আড্ডায় মাতলেন মদন মিত্র। বললেন,”যেটুকু পেয়েছি তাতেই খুশি। প্যাক আপ নয় গেট আপ।” সামনেই একুশের নির্বাচন। তৃণমূল কংগ্রেসের একের পর এক সৈনিক পদ্মশিবিরে নাম লিখিয়েছেন। মদন কিন্তু অনড়। ফের বোঝালেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। শোর তুললেন, একুশে মমতাই।

আরও পড়ুন: এই টিম নিয়েই নাকি হ্যাটট্রিক করবে তৃণমূল, দেখে নিন মদনের এক্সক্লুসিভ একাদশে রয়েছেন কারা?

কয়েক দিন আগেই পরিবহণ দফতর থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই মন্ত্রকের গুরুত্বপূর্ণ পদে এসে মদন জানালেন পরিবর্তন নয় প্রত্যাবর্তন। নাম না করেই শুভেন্দুকে ভাল থাকার বার্তা দিলেন তিনি। বিজেপি তোপ দেগে মদন জানালেন, ২০২১-এ পদ্মকে টোটাল ‘প্যাক আপ’ করাবেন তিনি।

Next Article