Ashadha Amavasya 2021: আষাঢ়ে অমাবস্যা ‘শুভ’! পুজোবিধি ও গুরুত্ব জেনে রাখা ভাল

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 09, 2021 | 12:59 PM

হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, অমাবস্যার দিনটিকে অশুভ বলে ধরে নেওয়া হয়। অনেকেই এই দিনটিকে শ্রাদ্ধের রীতি হিসেবে পালন করে থাকেন। শ্রদ্ধানুষ্ঠান করলে মৃত মানুষের আত্মার শান্তি মেলে।

Ashadha Amavasya 2021: আষাঢ়ে অমাবস্যা শুভ! পুজোবিধি ও গুরুত্ব জেনে রাখা ভাল
প্রতীকী ছবি

Follow Us

হিন্দু বর্ষপঞ্জী অনুযায়ী, কৃষ্ণ পক্ষের শেষ দিনে অমাবস্যা হিসেবে পালন করা হয়। হিন্দু ক্যালেন্ডারে চতুর্থ মাস অর্থাত আষাঢ় মাসে অমবস্যা কে আষাঢ় অমাবস্যা বলা হয়। এই বছর শুভ দিনটি ৯ জুলাই পালন করা হচ্ছে। হিন্দু বিশ্বাস অনুসারে, এই দিনটিকে প্রায়ত পূর্বপুরুষরা মর্ত্যে ফিরে আসেন ও তাঁদের নৈবেদ্য দিয়ে পুজো করা হয়। এই বিশেষ দিনে পূর্বপুরুষদের স্মরণ করা হলে, গৃহে শান্তি-সমৃদ্ধি বিরাজ করে। গ্রহফল অনুযায়ী গ্রহ দশা, পিতৃ দশা ও শনি দশা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া পরিবারের মৃত সদস্যদের আত্মার শান্তিকামনায় এদিন অনেকে উপবাসও রাখেন।

আষাঢ় অমাবস্যার তারিখ ও সময়

৯ জুলাই, ভারতীয় সময় অনুযায়ী, সকাল ৫টা ১৬ মিনিটে অমাবস্যা শুরু হয়ে ১০ জুলাই শনিবার, সকাল ৬টা ৪৬ মিনিটে গিয়ে শেষ হবে।

আরও পড়ুন: এই ৩ রাশির উপর শনির সাড়ে সাতির প্রভাব! কোন পথে মিলবে মুক্তি?

মাহাত্ম্য-

গরুড় পুরাণ অনুযায়ী, যাঁরা আষাঢ় অমবস্যায় উপবাস পালন করেন, পুজো করেন ও শ্রাদ্ধানুষ্ঠান করেন, তাঁদের সকল প্রকার দোষ ও পাপ থেকে মুক্তি মেলে। পূর্বপুরুষদের নামে এই দিন শ্রাদ্ধ পালন করা শুভ বলে মনে করা হয়। এইদিন উপবাস রেখে মৃত পূর্বপুরুষদরে আত্মাকে শান্তি দেওয়ার রীতি রয়েছে। হিন্দুদের বিশ্বাস, পিতৃ তর্পণ ও পিণ্ডদানের জন্য আষাঢ় অমাবস্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পুজোবিধি

– ভোর বেলায় উঠে, স্নান করে পরিস্কার ও নতুন পোশাক পরার নিয়ম রয়েছে।

– আষাঢ় অমবস্যার উপবাস রাখতে পারেন।

– সকাল ও বিকেল বটগাছে জল দিওয়া, পুজো করার নিয়ম আছে।

– দুঃস্থদের মধ্যে কাপড় ও প্রসাদ বিলি করলে আপনার মনোস্কামনা পূরণ হতে পারে।

– বিশেষ শুভ দিনে ভগবান হনুমান, শনিদেব ও মহাদিদেবকে পুজো করতে পারেন।

– হিন্দুদের বিশ্বাস, এইদিনে পঞ্চ মহাভূতের দেবতা অর্থাত অগ্নি, জল, বায়ু, আকাশ ও পৃথিবীকে পুজো করলে গৃহে ও জীবনে সুখ-শান্তি বিরাজ করে।

Next Article