হিন্দু বর্ষপঞ্জী অনুযায়ী, কৃষ্ণ পক্ষের শেষ দিনে অমাবস্যা হিসেবে পালন করা হয়। হিন্দু ক্যালেন্ডারে চতুর্থ মাস অর্থাত আষাঢ় মাসে অমবস্যা কে আষাঢ় অমাবস্যা বলা হয়। এই বছর শুভ দিনটি ৯ জুলাই পালন করা হচ্ছে। হিন্দু বিশ্বাস অনুসারে, এই দিনটিকে প্রায়ত পূর্বপুরুষরা মর্ত্যে ফিরে আসেন ও তাঁদের নৈবেদ্য দিয়ে পুজো করা হয়। এই বিশেষ দিনে পূর্বপুরুষদের স্মরণ করা হলে, গৃহে শান্তি-সমৃদ্ধি বিরাজ করে। গ্রহফল অনুযায়ী গ্রহ দশা, পিতৃ দশা ও শনি দশা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া পরিবারের মৃত সদস্যদের আত্মার শান্তিকামনায় এদিন অনেকে উপবাসও রাখেন।
আষাঢ় অমাবস্যার তারিখ ও সময়
৯ জুলাই, ভারতীয় সময় অনুযায়ী, সকাল ৫টা ১৬ মিনিটে অমাবস্যা শুরু হয়ে ১০ জুলাই শনিবার, সকাল ৬টা ৪৬ মিনিটে গিয়ে শেষ হবে।
আরও পড়ুন: এই ৩ রাশির উপর শনির সাড়ে সাতির প্রভাব! কোন পথে মিলবে মুক্তি?
মাহাত্ম্য-
গরুড় পুরাণ অনুযায়ী, যাঁরা আষাঢ় অমবস্যায় উপবাস পালন করেন, পুজো করেন ও শ্রাদ্ধানুষ্ঠান করেন, তাঁদের সকল প্রকার দোষ ও পাপ থেকে মুক্তি মেলে। পূর্বপুরুষদের নামে এই দিন শ্রাদ্ধ পালন করা শুভ বলে মনে করা হয়। এইদিন উপবাস রেখে মৃত পূর্বপুরুষদরে আত্মাকে শান্তি দেওয়ার রীতি রয়েছে। হিন্দুদের বিশ্বাস, পিতৃ তর্পণ ও পিণ্ডদানের জন্য আষাঢ় অমাবস্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পুজোবিধি
– ভোর বেলায় উঠে, স্নান করে পরিস্কার ও নতুন পোশাক পরার নিয়ম রয়েছে।
– আষাঢ় অমবস্যার উপবাস রাখতে পারেন।
– সকাল ও বিকেল বটগাছে জল দিওয়া, পুজো করার নিয়ম আছে।
– দুঃস্থদের মধ্যে কাপড় ও প্রসাদ বিলি করলে আপনার মনোস্কামনা পূরণ হতে পারে।
– বিশেষ শুভ দিনে ভগবান হনুমান, শনিদেব ও মহাদিদেবকে পুজো করতে পারেন।
– হিন্দুদের বিশ্বাস, এইদিনে পঞ্চ মহাভূতের দেবতা অর্থাত অগ্নি, জল, বায়ু, আকাশ ও পৃথিবীকে পুজো করলে গৃহে ও জীবনে সুখ-শান্তি বিরাজ করে।