এই ৩ রাশির উপর শনির সাড়ে সাতির প্রভাব! কোন পথে মিলবে মুক্তি?

জ্যোতিষশাস্ত্র মতে, শনির সাড়ে সাতি দশা মানুষের জীবনে ভয়াবহ সমস্যার সৃষ্টি করে। শনি গ্রহ চন্দ্ররাশির দ্বাদশ, প্রথম ও দ্বিতীয় ঘর অতিক্রম করে সেই সময়কালকে শনির সাড়ে সাতি বলা হয়।

এই ৩ রাশির উপর শনির সাড়ে সাতির প্রভাব! কোন পথে মিলবে মুক্তি?
শনিদেবের পুজো
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2021 | 12:17 PM

হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী, প্রতিটি মাসের নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য থাকে। সেই মত, ২৫ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত আষাঢ় মাসেরও রয়েছে বিশেষ তাত্পর্য। ধর্মীয় রীতি ও অনুষ্ঠানের জন্য আষাঢ় মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মাসেই গুরু পূর্ণিমা, শ্রাবণ মাসে শিবের পুজো থেকে শুরু করে ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে। হিন্দু মতে,এই পবিত্র মাসে ভগবান বিষ্ণুর কাছে সবকিছু উত্সর্গ করা হয়ে থাকে, তাই আষাঢ় মাসের গুরুত্ব অনেকখানি। এই মাসে মনোষ্কামনা পূরণ করতে বিষ্ণুর পুজো করেন ভক্তরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আপনার রাশিফলে শনির দশা, সাড়ে সাতি দশার প্রভাব পড়ে, তাহলে আষাঢ় মাসে সেই সমস্যার প্রতিকার করার সঠিক সময় ।

জ্যোতিষশাস্ত্র মতে, শনির সাড়ে সাতি দশা মানুষের জীবনে ভয়াবহ সমস্যার সৃষ্টি করে। শনি গ্রহ চন্দ্ররাশির দ্বাদশ, প্রথম ও দ্বিতীয় ঘর অতিক্রম করে সেই সময়কালকে শনির সাড়ে সাতি বলা হয়। রাশিচক্রে শনি প্রত্যেকটি রাশি অতিক্রম করতে সময় লাগে আড়াই বছর। তিনটি রাশি অতিক্রম করতে সময় লাগে মোট সাড়ে সাত বছর। আর এই সাড়ে সাত বছর সময় লাগে বলেই এই সময়টিকে শনির ‘সাড়ে সাতি’ বলা হয়।

জ্যোতিষের গণনা অনুসারে, ২০২১ সালের জুলাই মাসে শনিদেব মকর রাশিতে প্রবেশ করেছেন এবং এই রাশির জাতকরা অন্যান্য রাশির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছেন। শনির সাড়ে সাতি দশার প্রভাব পড়েশে ধুন , মকর ও কুম্ভ রাশির উপর। অন্য দিকে মিথুন ও তুলা রাশির জাতকদের ওপর শনির আড়াই বছরের প্রকোপ থাকবে। আর এই সমস্যার সমাধান হিসেবে শনিবার শনিদেবকে পুজো করার বিধান রয়েছে জ্যোতিষশাস্ত্রে।

আরও পড়ুন: Nag Panchami 2021: কেতু ও রাহুর দোষ দূর করতে নাগপঞ্চমী তিথি কতটা গুরুত্বের, জানুন

সাড়ে সাতি প্রকোপ থেকে বাঁচার উপায় –

• বাড়িতে অবশ্যই নীল অপরাজিতা ফুলের গাছ লাগানো উচিত।

• সকালে গুড় ও রুটি কালো কুকুরকে খাওয়ালে সাড়ে সাতির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।

• ভাত রান্না হওয়ার পরে, খাওয়ার আগে যদি কাককে খাওয়ানো হয় তাহলে কিছু শুভ ফল হবেই।

• অন্তত আড়াই বছর নীল পেন, নীল রুমাল, নীল জামা, এমনকি বাড়ির পর্দাও নীল ব্যবহার করা দরকার।

• প্রতি শনিবার দুপুরের খাদ্য অবশ্যই কালো পাথরের থালাতে বিউলির ডালের সঙ্গে গ্রহণ করলে সাড়ে সাতির দোষ কাটে।

• প্রতিদিন ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে খালি পেটে পাঁচটা কালো তিল ভক্ষণ করলে খুব উপকার পাওয়া যায়।