তীব্র ঠান্ডায় জমে থাকা পুরু বরফের চাদরের উপর দিয়ে শ্লেজ গাড়িতে যে লালা জামা পরা প্রবীণ মানুষটি একের পর এক শিশুকে উপহার দিয়ে যান, তিনি কি সত্যিই সান্তা ক্লজ! তাঁর উপস্থিতি কি আদৌও রয়েছে, নাকি সবটাই মনগড়া! মাথা ভর্তি সাদা চুল, লম্বা সাদা দাড়়ির মধ্যে চকচকে চশমার আড়ালে যে বয়স্ক ব্যকিতটি বড়দিনের এক অন্যতম আকর্ষণ, ক্রিসমাসের দিন তাঁর ভূমিকা কিন্তু অনেকটা। সারারাত ধরে আতিহ্যবাহী খাবার বানানো, শিশুদের মধ্যে উপহার বিলি করা, আর সেই উপহার পাওয়ার জন্য শিশুরা অধীর আগ্রহে অপেক্ষা করা থাকে। সান্তা ক্লজ নিয়ে কৌতূহলের শেষ নেই। ছোটদের বিশ্বাস, বড়দিনের আগে সান্তা তাঁদের জন্য সুদূর বরফের দেশে থেকে উপহার নিয়ে আসেন।
সান্তা ক্লজ ফাদার ক্রিসমাস দ্বারা অনুপ্রাণিত
ফাদার ক্রিসমাস একজন কিংবদন্তি ব্যক্তিত্ব, যিনি বছরের পর বছর ধরে জনপ্রিয় হয়ে উঠেছেন। প্রসঙ্গত একসময় একজন সত্যিকারের মানুষ ছিলেন তিনি। পরে তাকে একজন ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে গণ্য করা হয়েছিল। তারপরে পপ সংস্কৃতি তার চিত্রকে সান্তা ক্লজে রূপান্তরিত করেছিল বিনোদনের খাতিরে। সান্তা ক্লজের পিছনে একটি খুব মজার গল্প আছে। সান্তা ক্লজ প্রতি বছর এই সময়ে আনন্দ ছড়িয়ে দিতে আনন্দময় মানুষের বার্তা নিয়ে আসে।সান্টাক্লজ-সংক্রান্ত একটি কিংবদন্তি অনুসারে, তিনি সুদূর উত্তরে এক চিরতুষারাবৃত দেশে বাস করেন। আবার সান্টাক্লজ-সংক্রান্ত আমেরিকান উপাখ্যান অনুসারে, তার নিবাস উত্তর মেরুতে। অন্যদিকে ফাদার খ্রিষ্টমাসের নিবাস মনে করা হয় ফিনল্যান্ডের, ল্যাপল্যান্ড প্রদেশের কোরভাটুনটুরি পার্বত্য অঞ্চলে। সান্টাক্লজ তার স্ত্রী মিসেস ক্লজ, অসংখ্য জাদুক্ষমতাসম্পন্ন এলফ, এবং আট-নয়টি উড়ন্ত বলগাহরিণের সঙ্গে বাস করেন। সান্তা ক্লজ খেতেও ভীষণ ভালোবাসে। তাই বাচ্চারা তাঁর জন্য কুকিজ ও দুধ রেখে দেয়।
ফাদার ক্রিসমাস কেন সান্তা ক্লজ নামে পরিচিত?
সেন্ট নিকোলাসের প্রকৃত চিত্রটি ছিল এক বিশপের আলখাল্লা পরিচিত সন্তের চিত্র। কিন্তু আজকের সান্টাক্লজ সাধারণত হন কোনো স্থূলকায়, হাস্যমুখর এবং সাদা-দাড়িবিশিষ্ট ব্যক্তি; তার পরনে থাকে সাদা কলার ও কাফযুক্ত লাল কোট, সাদা কাফযুক্ত লাল ট্রাউজার্স, কালো চামড়ার বেল্ট ও বুটজুতো। ঊনবিংশ শতাব্দীতে বিশিষ্ট ক্যারিকেচারিস্ট ও রাজনৈতিক কার্টুনিস্ট টমাস নাস্টের প্রভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় সান্টাক্লজের এই রূপটি জনপ্রিয়তা লাভ করে। এই রূপকল্পের প্রচার ও তার জনপ্রিয়তার প্রসারে সহায়তা করে একাধিক গান, রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র। যুক্তরাজ্য ও ইউরোপে সান্টাক্লজের রূপটি আমেরিকান সান্টার মতো হলেও এই অঞ্চলে তিনি ফাদার খ্রিষ্টমাস নামেই সমধিক পরিচিত।
পাশ্চাত্য সংস্কৃতির একটি কিংবদন্তি চরিত্র। তিনি সেইন্ট নিকোলাস (ইংরেজি: Saint Nicholas), ফাদার খ্রিষ্টমাস (ইংরেজি: Father Christmas), ক্রিস ক্রিঙ্গল (ইংরেজি: Kris Kringle) বা সাধারণভাবে “সান্টা” (ইংরেজি: “Santa”) নামে পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তিনি খ্রিষ্টমাস ইভ বা ২৪ ডিসেম্বর তারিখের সন্ধ্যায় এবং মধ্যরাতে অথবা ফিস্ট ডে বা ৬ ডিসেম্বর তারিখে (সেন্ট নিকোলাস ডে) ভাল ছেলেমেয়েদের বাড়ি বাড়ি ঘুরে তাদের উপহার দিয়ে যান। এই কিংবদন্তির উৎস ঐতিহাসিক চরিত্র উপহার-প্রদানকারী সেন্ট নিকোলাসের জীবন সংক্রান্ত সন্তজৈবনিক উপাদানসমূহ। গ্রিক ও বাইজানটাইন লোককথাতেও বাসিল অফ সিসেরিয়া সংক্রান্ত একই প্রকারের একটি কিংবদন্তির উপাখ্যান বর্ণিত হয়েছে। বাসিলের ফিস্ট ডে বা ভোজদিবস পয়লা জানুয়ারি গ্রিসে উপহার আদানপ্রদানের দিন।
তথ্য সৌজন্যে- উইকিপিডিয়া
আরও পড়ুন: Christmas carols: ক্রিসমাসের দিন ক্যারোল কেন গাওয়া হয় জানেন? এর পিছনে রয়েছে প্রাচীন রহস্য