AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rath Yatra 2025: রথের রশি টানতে পারেননি? উলটো রথ অবধি করুন এই কাজ, ফল পাবেন ৭ দিনে

Rath Yatra 2025: ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করে পবিত্র পোশাক পরুন – সম্ভব হলে হলুদ রঙের পোশাক পরুন, কারণ এই রঙ বিষ্ণুর (জগন্নাথ) খুব প্রিয়। পূজাস্থান পরিষ্কার করে তাতে গঙ্গাজল ছিটিয়ে দিন।

Rath Yatra 2025: রথের রশি টানতে পারেননি? উলটো রথ অবধি করুন এই কাজ, ফল পাবেন ৭ দিনে
Image Credit: PTI
| Edited By: | Updated on: Jun 28, 2025 | 7:49 PM
Share

রথযাত্রা কেবল জগন্নাথের দেবের মাসির বাড়ি যাওয়ার আনন্দ নয়। জ্যোতিষশাস্ত্র মতে এই তিথিকে অত্যন্ত পবিত্র বলেও মনে করা হয়। এই দিনে জগন্নাথের দর্শন করলে তাঁর রথের রশিতে টান দিলে অনেক রকম ইতিবাচক ফল পাওয়া যায়। তবে সকলের পক্ষে রথের রশিতে টান দেওয়া সম্ভব হয়নি।

কারও অফিস তো কেউ কেউ আবার এমন কোনও জায়গায় থাকেন যেখানে আশেপাশে কোনও রথ বেরোয় না। তাহলে উপায় রথ তো চলে গেল। চিন্তা নেই। রথযাত্রায় রথের রথে রশিতে টান না দিলেও উলটো রথ অবধি এই কাজ করে দেখুন। ফল হবে একই।

১। ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করে পবিত্র পোশাক পরুন – সম্ভব হলে হলুদ রঙের পোশাক পরুন, কারণ এই রঙ বিষ্ণুর (জগন্নাথ) খুব প্রিয়। পূজাস্থান পরিষ্কার করে তাতে গঙ্গাজল ছিটিয়ে দিন।

২। পূজার স্থানে পাটায় একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে ভগবান জগন্নাথ, তাঁর ভাই বলরাম ও বোন সুভদ্রার মূর্তি বা ছবি স্থাপন করুন। যদি তিনজনের একসঙ্গে ছবি থাকে, সেটিই সর্বোত্তম।

৩। শাঁখ ও ঘণ্টা বাজিয়ে পুজো শুরু করুন। মূর্তিকে পঞ্চামৃত (দুধ, দই, ঘি, মধু ও গঙ্গাজল) দিয়ে স্নান করান এবং পরিষ্কার কাপড়ে মুছে দিন। যদি মূর্তি না থাকে, তবে ছবিতে গঙ্গাজল ছিটিয়ে স্নান করানোর প্রতীকী প্রক্রিয়া করুন।

৪। নতুন কাপড়, ফুল, চন্দন, কুমকুম ও চাল অর্পণ করুন। তারপর তুপুর (ঘি-র) প্রদীপ জ্বালিয়ে খিচুড়ি অর্পণ করুন, যা ভগবান জগন্নাথের প্রিয়। এছাড়া গুড়, ঘি, ও তাজা ফলও অর্পণ করা যায়। প্রসাদে পেঁয়াজ ও রসুন ব্যবহার করা উচিত নয়।

৫। ‘ওঁ নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ’ মন্ত্র জপ করুন। পূজার শেষে জগন্নাথের আরতি করুন এবং আপনার ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করুন। প্রসাদ অর্পণের পর বাড়ির সব সদস্য একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করুন।