Thursday Remedies: শ্রাবণ মাসের প্রথম গুরুবার! এই নিয়মগুলি মেনে চললে দূর হবে অর্থাভাব ও দাম্পত্য কলহ
Rid of all Problems: যদি কোনও বিশেষ কাজে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইলে এই দিন একটি পরিস্কার কলা পাতা ধুয়ে তাতে সিঁদুর দিয়ে একটি স্বস্তিক তৈরি করুন।

জুলাইয়ের ২১ তারিখ হল শ্রাবণ মাসের (Sawan Month 2022) কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। বৃহস্পতিবার (Thursday) সকালে ৮.১৩ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি ছিল। তারপরই নবমী তিথি শুরু। আজকের দিনে ধৃতি যোগ ও অশ্বিনী নক্ষত্রে যোগ থাকায় দিন হিসেবে অত্যন্ত শুভ। আকাশে অবস্থিত ২৭টি নক্ষত্রের মধ্যে অশ্বিনী নক্ষত্রকে প্রথম নক্ষত্র হিসাবে বিবেচনা করা হয়। এই দিন বিভিন্ন শুভ ফল লাভের জন্য বহু শক্তি আদায়ের জন্য, যে কোনও বিশেষ ইচ্ছাপূরণের জন্য , দীর্ঘায়ু ও সুস্থ থাকার জন্য, পাশাপাশি ব্যবসায় সাফল্য বৃদ্ধির জন্য কিছু নিয়ম (Thursday Rules) চলা উচিত।
– বাড়ির মুখ্য ও প্রধান,দায়িত্ববান হোন. কিন্তু গৃহে আর্থিক সমস্যা লেগেই রয়েছে, এই দিন ময়দা ভিজিয়ে, তাতে চিনি মিশিয়ে প্রসাদ তৈরি করুন তাতে কলার টুকরো মেশান। এবার এই প্রসাদ ঈশ্বরকে প্রসাদ হিসেবে নিবেদন করুন। এরপর বাকি প্রসাদটি বাড়ির বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিন। বাড়িতে যদি সম্পর্কে ভাগ্নে বা ভাগ্নি থাকে, তবে তাকে অবশ্যই সেই প্রসাদ খাওয়ান। এতে আর্থিক দিক থেকে আরও শক্তিশালী হয়ে উঠবেন। পরিবারের দায়িত্ব পালনেও সক্ষম হবেন।
– দাম্পত্য জীবনের অশান্তি দূর করতে এই দিন শিব মন্দিরে শিব-পার্বতীকে লালা সুতো দিয়ে সাতবার প্রদক্ষিণ করুন। মনে রাখবেন এই সুতো বাধার সময় ও প্রদক্ষিণ করা সময় সুতো যেন ছিঁড়ে না যায়। গিঁট বাধবেন না। তাতে দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে। এমনটা করলে বিবাহিত জীবনে আসা সব সমস্যা দ্রুত দৃর হয়ে যাবে। সম্পর্কের মধ্য়ে মধুর ও শান্তি বজায় থাকবে।
– পিতামাতার সঙ্গে সম্পর্ক ভাল রাখতে এই দিনে স্নান করার সময় সূর্যপ্রণাম সূর্যদেবকে জল নিবেদন করুন। হাতজোড় করে সূর্যদেবের মন্ত্র জপ করুন। মন্ত্রটি হল- ওম হরম হ্রীম হৌন্সঃ সূর্যায় নমঃ।’ সূর্যদেবের এই মন্ত্রটি ১০৮ বার জপ করলে আপনার পিতার সাথে আপনার সম্পর্ক শীঘ্রই উন্নত হবে।
– ব্যবসা দিন দিন উন্নতির বদলে অবনতি ঘটলে এই দিন সন্ধ্যা পাঁচটি ভিন্ন রঙের রঙ্গোলি তৈরি করুন। ব্যবসায় সাফল্য বৃদ্ধির জন্য শিবমন্দিরে রঙ্গোলি তৈরি করুন। রঙ্গোলি ঘিরে মাটির প্রদীপে ঘি দিয়ে জ্বালিয়ে রাখুন। এরপর হাতজোড় করে শিবের আশীর্বাদ করে ধ্যান করুন। তাতে ব্যবসা দ্বিগুণ উন্নতি ঘটবে।
– যদি কোনও বিশেষ কাজে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইলে এই দিন একটি পরিস্কার কলা পাতা ধুয়ে তাতে সিঁদুর দিয়ে একটি স্বস্তিক তৈরি করুন। সেই পাতায় কিছু সাদা তিল রেখে মন্দিরে নিবেদন করুন। এতে আপনার বিশেষ কাজে সাফল্যের সঙ্গে নিজের আধিপত্য বিস্তার করতে পারবেন।
– সন্তানের সঙ্গে সুসম্পর্ক রাখচে ও ভাইয়ে ভাইয়ে সৌহার্দ্য বজায় রাখতে চান? তাহলে এই দিন প্রথমে স্নান সেরে পদ্ধতিগতভাবে ভগবান শিবের পুজো করুন। তারপর ছোট বাচ্চাদের মধ্য়ে কলা প্রসাদ হিসেবে বিতরণ করুন। কমপক্ষে ১১টি শিশুকে প্রসাদ বিতরণ করুন। সম্ভব হলে আপমার সন্তানের হাতেও প্রসাদ দিয়ে থাকতে পারেন।
