Success Tips: ইলন মাস্কের মতো ধনী হবেন কী ভাবে? রইল ৬ উপায়

Dec 17, 2024 | 5:24 PM

Success Tips: কী ভাবে এত সফল তিনি তাঁর সাফল্যের পিছনের রহস্য কী, জানেন? জেনে নিন টিপস।

Success Tips: ইলন মাস্কের মতো ধনী হবেন কী ভাবে? রইল ৬ উপায়

Follow Us

পৃথিবীতে সকল সফলতম ব্যাক্তিদের তালিকায় উপরের দিকে যে সব নাম থাকবে তাঁর মধ্যে অন্যতম টেসলার কর্ণধার, এক্স মাধ্যমের মালিক ইলন মাস্ক। বিশ্বের ধনীতম ব্যাক্তিও এখন তিনিই। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩১৪.৪ মার্কিন ডলার। কী ভাবে এত সফল তিনি তাঁর সাফল্যের পিছনের রহস্য কী, জানেন? জেনে নিন টিপস।

ইলন মাস্কের মতো সফল হতে গেলে সকাল ৭ টার আগে সেরে ফেলতে হবে ৬ কাজ জানেন সেগুলি কি কি?
১। সকালবেলা তাড়াতাড়ি বিছানা ছাড়ুন। অলস থাকলে চলবে না। সকালে ঘুম থেকে উঠে দুই গ্লাস জল খেয়ে নিন। এতে শরীর স্বাস্থ্য ভাল থাকে। রেচন প্রক্রিয়া মসৃণ হয়।

২। প্রত্যেক দিন ব্যয়াম করুন। নিজেকে ফিট রাখতে হলে শরীরচর্চা গুরুত্বপূর্ণ। বেশি সময় না থাকলে অন্তত ২০ মিনিট শরীরচর্চা করতে হবে।

এই খবরটিও পড়ুন

৩। সকালবেলা উঠে ঠিক করে নিন সারা দিন আপনি কী কী কাজ করবেন। সঠিক পরিকল্পনা না থাকলে গোটা দিনটাই নষ্ট হতে পারে।

৪। সকালবেলা উঠে বেশি হাঁকপাক করলেও মুশকিল। একাগ্র চিত্তে খানিকটা সময় কাটান। ধ্যান করুন। ১০ মিনিট ধ্যানে বসে নিজের মনকে সংগঠিত করুন।

৫। ভালো বই পড়ুন। প্রতিদিন একটি ভালো বই পড়ুন। এতে জ্ঞানের আলো উদ্ভাসিত হবে। অন্তত ১৫ মিনিট সময় এই কাজে ব্যয় করুন।

৬। ভোরবেলা ঘুম থেকে উঠলেন আর হাতে মোবাইল নিয়ে বসে পড়লেন, তাহলে সব শেষ। সকালবেলা উঠে নিজের কাজ কর্ম সারুন ভুলেও মোবাইল ঘাঁটতে বসবেন না।

Next Article