AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Astrology: এদিন নখ কাটলে দারিদ্র নেমে আসবে দ্রুত, উবে যাবে ঘরের সুখ-শান্তিও

Lucky Day: কোন দিনটি ভাল, সেদিন নখ কাটলে জীবনে কী কী উন্নতি হতে পারে তা জানা সম্ভব। এছাড়া নখ কাটা ঘিরেও রয়েছে পজিটিভ ও নেগেটিভ প্রভাব।

Astrology: এদিন নখ কাটলে দারিদ্র নেমে আসবে দ্রুত, উবে যাবে ঘরের সুখ-শান্তিও
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 5:09 PM
Share

নখ বড় হলেই আমরা নেলকাটার নিয়ে বসে যাই। বর্তমানে কুংস্কার মনোভাবকে কাটিয়ে যে কোনওদিনই নখ কাটা হয়। তবে প্রাচীন যুগের মানুষরা এখনও বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার বা জন্মবার দেখে নখ কাটেন। সাধারণত নখ শরীরের মৃতকোষ দিয়ে তৈরি হয়। এছাড়া হাতের সৌন্দর্য বৃদ্ধিতে নখের অবদান অনেক। সুন্দর করে নখ কাটা হলে আকর্ষণও বাড়ে। তবে ব্যক্তিত্বের উন্নতির ক্ষেত্রে শুধু নখের সৌন্দর্য বৃদ্ধিই গুরুত্বপূর্ণ নয়, এর সঙ্গে মিশে রয়েছে ধর্মীয় বিশ্বাস। আর সেগুলি জানা খুবই জরুরি। সপ্তাহে এমন একটি দিন রয়েছে, যেদিন নখ কাটা উচিত। কোন দিনটি ভাল, সেদিন নখ কাটলে জীবনে কী কী উন্নতি হতে পারে তা জানা সম্ভব। এছাড়া নখ কাটা ঘিরেও রয়েছে পজিটিভ ও নেগেটিভ প্রভাব।

নখ কাটার শুভ দিন

জ্যোতিষশাস্ত্র অনুসারে, নখের সঙ্গে সম্পর্ক রয়েছে শনিদেবের। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বিশেষ যত্ন নিতে হয় নখের। তা নাহলে শনিদেব রুষ্ট হোন। নখের সঠিক পরিচর্যার জন্য সঠিক সময়ে নিয়ম না মানলে তা থেকে দারিদ্র আসার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার, শনিবার ও বৃহস্পতিবার নখ কাটা উচিত নয়। এদিনে নখ কাটলে তার খারাপ প্রভাব আপনাকে ভোগ করতে হবে। এর কারণ, অর্থ ও বিয়ের বিষয়ে নানা সমস্যা দেখা দেয়। এছাড়া অমাবস্যা ও চতুর্দশী তিথিতেও নখ একেবারেই কাটবেন না।

– সূর্যাস্তের পরও নখ কাটবেন না। তাতে দারিদ্র যেমন নেমে আসে, তেমনি সুখ ও শান্তিও উবে যায় নিমেষে। সোম, বুধ, শুক্র ও রবিবার জ্যোতিষশাস্ত্রে নখ কাটার জন্য শুভ দিন বলে মনে করা হয়। জীবনে সুখ-শান্তি বজায় রাখতে এই নিয়ম মেনে চলতে পারেন। জীবনে পজিটিভিটি বজায় রাখতে নখ কাটার জন্য শুভ দিন বেছে নিন।

(Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)