প্রচুর সম্পদের মালিক হতে রোজ এই মন্ত্রের শরণ নিন…
কুবের দেবতাকে প্রসন্ন করতে গেলে নিয়মিত জপতে হবে তাঁর মন্ত্র । একবার মন্ত্র জপ শুরু করলে কম করে ২১ দিন পাঠ করতে হবে, কারণ এমনটা করলে সুফল মেলার সম্ভাবনা বেড়ে যায়।

ধনী হওয়ার স্বপ্ন দেখেন!অতুল সম্পদের মালিক হতে দরকার কঠিন পরিশ্রমের। চাই সৌভাগ্যও! কারণ এই সত্যিকে স্বপ্নপরণ করতে তেমন বিশেষ কিছু করতে হয় না, তবে রোজ সকালে উঠে শাস্ত্র অনুযায়ী মন্ত্র জপ করতে পারলেই কেল্লাফতে! হিন্দু শাস্ত্র মতে, এমন কিছু মন্ত্র রয়েছে, যার দ্বারা ঈশ্বরপ্রদত্ত অর্থ লাভ করা যেতে পারে।
শাস্ত্র মতে, কুবের ছিলেন দেবাদিদেব মহাদেবের ভক্ত । প্রথম জীবন তিনি খুবই কষ্টে কাটিয়েছিলেন ।কিন্তু দীর্ঘ দিন একভাবে মহাদেবের নাম জপতে জপতে একদিন মহাদেব এতটাই প্রসন্ন হলেন যে স্বয়ং এলেন কুবেরের সঙ্গে দেখা করতে। শুধু তাই নয়, কুবেরকে আশীর্বাদ করলেন যে সারা দুনিয়ার সব সম্পদ এবং অর্থের দেবতা হয়ে উঠবেন তিনি। কুবের দেবতাকে প্রসন্ন করতে গেলে নিয়মিত জপতে হবে তাঁর মন্ত্র । একবার মন্ত্র জপ শুরু করলে কম করে ২১ দিন পাঠ করতে হবে, কারণ এমনটা করলে সুফল মেলার সম্ভাবনা বেড়ে যায়।
হিন্দু শাস্ত্র মতে, বিশেষ কিছু মন্ত্র আছে, যেগুলি জপ করা শুরু করলে ধন-দেবতা এতটাই প্রসন্ন হন যে তাঁর ভক্তের মনের সব ইচ্ছা পূরণ হতে সময় লাগে না। সেই সঙ্গে অনেক অনেক ধনসম্পত্তির মালিক হয়ে ওঠার স্বপ্নও পূরণ হয়।
আরও পড়ুন: সিদ্ধিলাভের আশায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন রামকৃষ্ণ! জানতেন?
মহালক্ষ্মী কুবের মন্ত্র: প্রতিদিন এক মনে “ওম শ্রি মহা লক্ষ্মী চ ভিদমাহে বিষ্ণু পত্নী চ ধিমাহে তানো লক্ষ্মী প্রাচোদায়াত ওম”, এই মন্ত্রটি জপ করতে হবে । মন্ত্রটি পাঠ করা শুরু করলে কুবের দেবতা তো প্রসন্ন হনই, সেই সঙ্গে মা লক্ষ্মীও খুব খুশি হন। আর যে বাড়িতে মা লক্ষ্মী আসন পাতেন, সেখানে কুবের দেবেরও প্রবেশ ঘটে। ফলে মা লক্ষ্মী এবং কুবের দেবের আশীর্বাদে সব দুঃখ তো দূর হয়ই, সেই সঙ্গে যে কোনও ধরনের সমস্যা মিটে যেতেও সময় লাগে না।
কুবের ধন মন্ত্র: এমনটা বিশ্বাস করা হয় যে মেডিটেশন পোজে বসে এক মনে “ওম শ্রিম ওম হ্রিম শ্রিম হ্রিম ক্লিম বিত্তেশ্বরায় নমহ” মন্ত্রটি জপ করলে অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে যেমন সময় লাগে না, তেমনি নতুন বাড়ি এবং গাড়ির স্বপ্নও পূরণ হয়।
কুবের মন্ত্র: “ওম ইকশয়া কুবেরায় ভাইশ্রাবানায় ধন ধান্যে ধিপাত্যয় ধন ধান্যে সমৃদ্ধম মে ধি দপয় সোয়াহা”, এই মন্ত্রটি জপ করা শুরু করলে পরিবারে সুখ-সমৃদ্ধির ছোঁয়া লাগতে সময় লাগে না। ফলে গৃহস্থের অন্দরে কোনও ধরনের অশান্তি বা কলহ মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা যায় কমে। সেই সঙ্গে আরও বেশ কিছু উপকার পাওয়া যায়। যেমন ধরুন মনের জোর বাড়ে এবং মনের ছোট থেকে ছোট স্বপ্ন পূরণ হতেও সময় লাগে না।





