Lunar Eclipse 2025: রবি-রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ঝটপট জেনে নিন কী করবেন, আর কী করবেন না
Blood Moon 2025: চলতি বছরে দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ আজ। ৭ সেপ্টেম্বর রবিবার রাতে চাঁদ লালাভ আভায় আবৃত থাকবে। একে বলা হয় ব্লাড মুন। ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। হিন্দু শাস্ত্রে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের বিরাট গুরুত্ব রয়েছে।

রাতের আকাশে রক্তবর্ণের চাঁদের দেখা মিলবে আজ, ৭ সেপ্টেম্বর। রক্তবর্ণের চাঁদ কেন বলা হচ্ছে? কারণ, আজ ব্লাড মুন। বিশ্ববাসী আজ এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, আকাশ পরিষ্কার থাকলে ভারতের বিভিন্ন জায়গায় খালি চোখে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। যে সকল ব্যক্তিরা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন, তাঁরা এই সময় বেশ কিছু জিনিস মেনে চলেন। এমন দিনে জেনে নিন কোন কোন জিনিস করবেন, আর কোন কোন জিনিস চন্দ্রগ্রহণের সময় করবেন না।
প্রথমেই চোখ রাখা যাক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় কী করবেন না?
- যে সময় গ্রহণ চলবে, তখন বাড়ির বাইরে না বেরনো ভাল। সম্ভব হলে নিজের ঘরে থাকুন।
- গ্রহণের সময় খাওয়াদাওয়া করা ঠিক নয়। শুধু তাই নয়, এই সময় খাবার তৈরি করার প্রস্তুতিও না নেওয়া ভাল।
- গ্রহণ চলাকালীন ছুরি, কাঁচি বা কেটে যেতে পারে এমন কোনও জিনিস থেকে দূরে থাকাই শ্রেয়। আসলে গ্রহণের সময় রক্তপাত ভাল নয় বলা হয়।
- গ্রহণ চলাকালীন শোবেন না। এই সময় ঘুমনো ভাল নয়। তা হলে নাকি স্বাস্থ্য খারাপ প্রভাব পড়ে।
- যে সময় গ্রহণ চলবে, তখন শৌচালয় থেকে দূরে থাকা ভাল। স্নান করবেন না, মলমূত্রও না ত্যাগ করলেই ভাল।
- যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে, সেই সময় দাঁত মাজা উচিত নয়। পাশাপাশি এই সময় চুল, দাড়ি আঁচড়ানোও ভাল নয়। বা এগুলো কাটাও চলবে না।
- পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকীলীন পুজো করা ভাল নয়। জ্যোতিষশাস্ত্র বলছে, এই সময় কোনও গয়না না পরাই ভাল।
গ্রহণ চলাকালীন তা হলে কী করবেন?
যখন গ্রহণ চলবে, সেই সময় বাড়িতে থাকার চেষ্টা যেমন করতে হবে, তেমনই এই সময় ঠাকুরের জপ করতে পারেন। এখানেই শেষ নয়। যখন গ্রহণ চলবে, সেই সময় তুলসি পাতা জলে দিয়ে রাখতে হবে।
বিশেষ দ্রষ্টব্য- এই প্রতিবেদনের বক্তব্য জ্যোতিষ শাস্ত্র এবং হিন্দু ধর্ম থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।
