Maha Shivratri 2025 Date: ২৬ না ২৭ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি কবে? পঞ্জিকা অনুযায়ী রইল দিনক্ষণ ও তিথি
এই ফেব্রুয়ারিতেই মহাশিবরাত্রি। আগামী ২৬ নাকি ২৭ ফেব্রুয়ারি? তা নিয়ে অনেকেই চিন্তিত। জেনে নিন পঞ্জিকা অনুযায়ী ঠিক কখন হবে এ বছরের মহাশিবরাত্রি।

মহাদেবের ভক্তরা সারা বছর একটা বিশেষ দিনের অপেক্ষায় থাকেন। তা হল মহাশিবরাত্রি। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, শিবরাত্রির দিন সকল শিবলিঙ্গে মহাদেব বিরাজ করেন। যে কারণে ওই দিনে মহাদেবের আরাধনা করলে বেশি ফল পাওয়া যায়। শিবরাত্রিতে অনেক ভক্ত শিবের মন্দিরে গিয়ে পুজো দেন। কেউ কেউ আবার এমন দিনে বাড়িতে রুদ্রাভিষেকও করে থাকেন। নানা উপাদান দিয়ে মহাদেবের পুজো করা হয়। মহাশিবরাত্রিতে ভক্তরা যখন ভোলেবাবার পুজো করেন, সেই সময় অতি অবশ্যই দিয়ে থাকেন বেল পাতা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, একটি বেল পাতা দিলেও মহাদেব সন্তুষ্ট হয়ে যান। এই ফেব্রুয়ারিতেই মহাশিবরাত্রি। আগামী ২৬ নাকি ২৭ ফেব্রুয়ারি? তা নিয়ে অনেকেই চিন্তিত। জেনে নিন পঞ্জিকা অনুযায়ী ঠিক কখন হবে এ বছরের মহাশিবরাত্রি।
শিবপুরাণ অনুযায়ী, ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে বিবাদের মীমাংসা করবে মহাদেব শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। আর যেদিন ওই ঘটনা ঘটেছিল সেই দিন ছিল ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি। তাই ওই তিথিতেই মহাশিবরাত্রি পালিত হয়। পাশাপাশি হিন্দু মহাপুরাণ তথা শিবমহাপুরাণ অনুসারে ওই রাত্রে শিব সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। এখানেই শেষ নয়, ওই রাত্রেই মহাদেব ও পার্বতীর বিয়ে হয়েছিল।
মহাশিবরাত্রির তিথি
পঞ্জিকা অনুযায়ী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টা ৮ মিনিটে। যা শেষ হবে পরের দিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা ৫৪ মিনিটে। এই সময় মহাদেবের পুজো করবেন ভক্তরা। এই দিন চার প্রহরে পুজো করেন শিব ভক্তরা। থাকেন উপোস করেও।
ধর্মীয় বিশ্বাস অনুসারে, মহাশিবরাত্রিতে চারটি প্রহরে পুজো করার আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। প্রতিটি প্রহরে ভগবান শিবকে নানা জিনিস নিবেদন করে পুজো করা হয়। বলা হয়, শিবরাত্রিতে চার প্রহরে মহাদেলের পুজো করলে মানুষ ধন, যশ, প্রতিপত্তি এবং সমৃদ্ধি লাভ করে। শুধু তাই নয়, এও বলা হয় যে ব্যক্তিদের জীবনে সন্তান সংক্রান্ত সমস্যা রয়েছে, তাঁদেরও এইভাবে শিব সাধনা করা উচিত।





