Durga Puja Rituals: পুজোর চারদিন কোন রঙের পোশাক পরলে সন্তুষ্ট হন দেবী?

Oct 09, 2024 | 5:49 PM

Durga Puja Rituals: দেবী প্রসন্ন হলে তাঁর আশির্বাদে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। জানেন পুজোর এই সময়ে কোনদিন কী রঙের পোশাক পরা ভাল?

Durga Puja Rituals: পুজোর চারদিন কোন রঙের পোশাক পরলে সন্তুষ্ট হন দেবী?
Image Credit source: PTI

Follow Us

পুজো শুরু হয়ে গিয়েছে। পাঁচ দিন ধরে পূজিত হন দেবী দুর্গা। বাংলা তথা গোটা দেশেও এই পুজোর মাহাত্ম্য অনেক। এই সময় পালিত হয় নবরাত্রি। মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে শুরু করে নবমী অবধি মা পূজিত হন তাঁর ৯ রূপে। অনেকে মনে করেন এই নয় দিন মায়ের রূপের সঙ্গে মিলিয়ে জামা-কাপর পরলে দেবী সন্তুষ্ট হন। দেবী প্রসন্ন হলে তাঁর আশির্বাদে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। জানেন পুজোর এই সময়ে কোনদিন কী রঙের পোশাক পরা ভাল?

মহাষষ্ঠী – ষষ্ঠীর দিন দুর্গা পূজিত হন দেবী কাত্যায়নী রূপে। কাত্যায়নী দেবীর পছন্দের রং লাল। তাই ষষ্ঠীতে লাল রঙের পোশাক পরাই ভাল।

মহাসপ্তমী – এই দিন মা পূজিত হন কালরাত্রি রূপে। মায়ের এই রূপের পছন্দের রঙ নীল। তাই সপ্তমীতে নীল রঙের পোশাক পরতে পারেন।

মহাষ্ঠমী – এই দিনের মাহাত্ম্য অনেক। মা দুর্গা এই দিন পূজিত হন মহাগৌরী রূপে। মনে করা হয় মহা গৌরীর প্রিয় রঙ গোলাপী। তাই মায়ের আশির্বাদ চাইলে, অষ্টমীতে গায়ে রাখুন গোলাপী রঙের পোশাক।

মহানবমী – নবরাত্রির শেষ দিন। মহা নবমীতে দুর্গার সিদ্ধিধাত্রী রূপের পুজো করা হয়। মায়ের এই রূপের পছন্দের রঙ বেগুনি। নতুন পোশাক-কাপড়ও এদিন বেগুনি রঙের পরাই ভাল। এতে বাধা দূর হয়। সাফল্য আসে জীবনে।

Next Article