
দুর্গাপুজো, এই শব্দটার সঙ্গে আপামর বাঙালির মতোই আমাদেরও অনেক আবেগ জড়িয়ে রয়েছে। ভাদ্র মাস পরলেই মনটা যেন কেমন পুজো পুজো বলে ওঠে। যদিও প্ল্যানিং শুরু হয় অনেক আগেই। সেই জানুয়ারী মাস থেকেই। বছরের শুরুতে ক্যালেন্ডার পেয়েই প্রথম যে জিনিসটির দিকে চোখ যায়, তা হল দুর্গাপুজো কবে পড়েছে? সেই অনুযায়ী সারা বছরের ছুটির প্ল্যানিং করা। আসলে কর্ম সূত্রে সারা বছর যে যেখানেই থাকুক না কেন, বছরের এই পাঁচটা দিন কলকাতায় না থাকলেই নয়। আরও ভালভাবে বললে বাড়ির পুজোয় না থাকলেই নয়। আমাদের বাড়ি, মানে সবার কাছে যা পরিচিত ‘শোভাবাজার রাজবাড়ি’ নামে। রাজা নবকৃষ্ণ দেব। জীবন শুরু করেছিলেন বণিক হিসাবে। ব্যবসার সূত্রে ঘনিষ্ঠতা বাড়ে ইংরেজদের সঙ্গেও। এক সময় ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান ছিলেন। সেখান থেকে ক্রমেই রাজা হয়ে ওঠা। রাজা নবকৃষ্ণ দেব প্রতিষ্ঠা করন শোভাবাজারের রাজ পরিবারের। শোভাবাজারের শোভারাম দাসের...