Sovabazar Rajbari Durga Puja: শোভাবাজার রাজবাড়িতে কেন দুটো পুজো হয়? পিছনে কোন রহস্য?

Sovabazar Rajbari Durga Puja: হিন্দুদের মূর্তি পুজো নিয়ে কোনও আগ্রহ ছিল না সাহেবদের। তাই আমন্ত্রণ যখন করা হয়েছে তখন অতিথি সৎকারের জন্যও সব রকম বন্দোবস্ত রাখতেই হবে।

Sovabazar Rajbari Durga Puja: শোভাবাজার রাজবাড়িতে কেন দুটো পুজো হয়? পিছনে কোন রহস্য?
সপ্তমীর সন্ধ্যায় শোভাবাজার রাজবাড়ি (ছবি - সায়র দেব)Image Credit source: Sayar Deb

Oct 12, 2024 | 8:07 PM

দুর্গাপুজো, এই শব্দটার সঙ্গে আপামর বাঙালির মতোই আমাদেরও অনেক আবেগ জড়িয়ে রয়েছে। ভাদ্র মাস পরলেই মনটা যেন কেমন পুজো পুজো বলে ওঠে। যদিও প্ল্যানিং শুরু হয় অনেক আগেই। সেই জানুয়ারী মাস থেকেই। বছরের শুরুতে ক্যালেন্ডার পেয়েই প্রথম যে জিনিসটির দিকে চোখ যায়, তা হল দুর্গাপুজো কবে পড়েছে? সেই অনুযায়ী সারা বছরের ছুটির প্ল্যানিং করা। আসলে কর্ম সূত্রে সারা বছর যে যেখানেই থাকুক না কেন, বছরের এই পাঁচটা দিন কলকাতায় না থাকলেই নয়। আরও ভালভাবে বললে বাড়ির পুজোয় না থাকলেই নয়। আমাদের বাড়ি, মানে সবার কাছে যা পরিচিত ‘শোভাবাজার রাজবাড়ি’ নামে। রাজা নবকৃষ্ণ দেব। জীবন শুরু করেছিলেন বণিক হিসাবে। ব্যবসার সূত্রে ঘনিষ্ঠতা বাড়ে ইংরেজদের সঙ্গেও। এক সময় ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান ছিলেন। সেখান থেকে ক্রমেই রাজা হয়ে ওঠা। রাজা নবকৃষ্ণ দেব প্রতিষ্ঠা করন শোভাবাজারের রাজ পরিবারের। শোভাবাজারের শোভারাম দাসের...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন