Black Magic: মাঝে মাঝেই মাথা ব্যথা? কেউ আপনার উপর কালাযাদু করছে কিনা বুঝবেন কীভাবে?
Black Magic: যদিও বিজ্ঞান এর অস্তিত্ব স্বীকার করে না, তবু বহু মানুষ এর প্রভাবে সমস্যায় পড়েন বলে মনে করেন। কী ভাবে বুঝবেন আপনার সঙ্গেও এমনটা হচ্ছে কিনা?

কালা যাদু বা ব্ল্যাক ম্যাজিক হল এক ধরনের অশুভ শক্তির প্রয়োগ, যার মাধ্যমে কাউকে শারীরিক, মানসিক বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়। যদিও বিজ্ঞান এর অস্তিত্ব স্বীকার করে না, তবু বহু মানুষ এর প্রভাবে সমস্যায় পড়েন বলে মনে করেন। কী ভাবে বুঝবেন আপনার সঙ্গেও এমনটা হচ্ছে কিনা?
১। হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হওয়া: চিকিৎসা পরীক্ষায় কোনও রোগ ধরা না পড়লেও আপনি অসুস্থ বোধ করছেন, বিশেষত মাথাব্যথা, দুর্বলতা, অজানা ব্যথা, চোখে অন্ধকার দেখা, বারবার জ্বর ইত্যাদি হলে সতর্ক হোন।
২। ঘুমের সমস্যা ও দুঃস্বপ্ন: প্রতিরাতে একই রকম দুঃস্বপ্ন দেখা, হঠাৎ ঘুম ভেঙে যাওয়া বা একটানা ঘুম না হওয়া কালা যাদুর ইঙ্গিত হতে পারে।
৩। আর্থিক ক্ষতি ও জীবনের স্থবিরতা: ভালভাবে চলতে থাকা ব্যবসা হঠাৎ ডুবে যাওয়া, চাকরিতে সমস্যা, বা ঘরে ঘরে অশান্তি হঠাৎ বেড়ে যাওয়া অশুভ শক্তির প্রভাব নির্দেশ করতে পারে।
৪। মানসিক অস্থিরতা: হঠাৎ করে আতঙ্ক, বিষণ্ণতা, আত্মঘাতী চিন্তা, অকারণে ক্রোধ ইত্যাদি অনুভব করা।
৫। অদ্ভুত গন্ধ বা আওয়াজ শোনা: ঘরে ধূপ বা ফুল না থাকলেও ধোঁয়ার গন্ধ, বা কান পাতলে কারো ডাক শুনতে পাওয়া – এগুলো অনেক সময় আত্মিক বা কালা যাদুর লক্ষণ হিসেবে ধরা হয়।
৬। ঘরে পচা জিনিস বা তাবিজ খুঁজে পাওয়া: দরজার সামনে, বালিশের নিচে বা বাড়ির কোণে অদ্ভুত তাবিজ, নকশাযুক্ত কাগজ, চুল, নখ, রক্তমাখা বস্তু ইত্যাদি পাওয়া সন্দেহজনক।
৭। পূজো বা উপায় করলেই সাময়িক শান্তি পাওয়া: কেউ যদি নিয়মিত পূজো বা তন্ত্র-মন্ত্র করলে সাময়িক ভালো বোধ করেন, তবুও কিছুদিন পর সমস্যা ফিরে আসে, তবে সেটা কালা যাদুর লক্ষণ হতে পারে।
এসব লক্ষণ থাকলেও প্রথমে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিশ্চিতভাবে বোঝার জন্য তন্ত্রশাস্ত্রে পারদর্শী যোগ্য ব্যক্তির সাহায্য নেওয়া যেতে পারে। তবে ভয় না পেয়ে মানসিকভাবে দৃঢ় থাকা সব সমস্যার প্রধান প্রতিকার।
(বিঃদ্রঃ – এই প্রতিবেদন প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই টিভি৯ বাংলার।)
