AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raksha Bandhan 2023: রাখী পূর্ণিমায় এই দেড় ঘণ্টা ভাই-বোনেদের জন্য অপয়া! ভাদ্রমাসের দুর্বল সময় কখন?

Hindu Rules: ক্যালেন্ডার অনুসারে, রক্ষা বন্ধনের দিনে ভাদ্র সময়ে রাখি বাঁধা জ্যোতিষশাস্ত্রে অশুভ বলে মনে করা হয়। এই পরিস্থিতিতে রক্ষাবন্ধনে দিনভর ভাদ্র থাকায় বোনেরা ভাইদের রাখি বাঁধতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে

Raksha Bandhan 2023: রাখী পূর্ণিমায় এই দেড় ঘণ্টা ভাই-বোনেদের জন্য অপয়া! ভাদ্রমাসের দুর্বল সময় কখন?
| Edited By: | Updated on: Aug 30, 2023 | 1:30 PM
Share

অগস্টের শেষে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ। রাখির দিন সব ভাই-বোনেরা মিলেমিশে আনন্দ করে, হাতে রাখি পরিয়ে দেয়, প্রচুর খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। তবে ক্যালেন্ডার অনুসারে, রক্ষা বন্ধনের দিনে ভাদ্র সময়ে রাখি বাঁধা জ্যোতিষশাস্ত্রে অশুভ বলে মনে করা হয়। এই পরিস্থিতিতে রক্ষাবন্ধনে দিনভর ভাদ্র থাকায় বোনেরা ভাইদের রাখি বাঁধতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ ভাদ্র এই সময়ে দুর্বল হলে রাখি বাঁধা উচিত নয়।

শ্রাবণ পূর্ণিমার দিনে সারাদেশে পালিত হয় রক্ষাবন্ধনের উৎসব। এ দিনে বোনেরা নিজের ভাইয়ের কব্জিতে রাখি বেঁধে তার দীর্ঘায়ু কামনা করে। তবে এবার বোনের ভাইকে রাখি বাঁধতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।হিন্দু ধর্ম মতে, এবার রক্ষা বন্ধনে, সারাদিন ভাদ্র থাকার কারণে, রাখি বাঁধার শুভ সময় হল আজ রাতে।

অন্যদিকে, যদি আজ রাখি না বাঁধেন, তাহলে ৩১ অগস্ট সকাল ৭টা পর্যন্ত শুভ সময় রয়েছে। শাস্ত্রে ভাদ্র মাসকে অশুভ বলে ধরা হয়। এই পরিস্থিতিতে ভাদ্র মাসে পড়ে যাওয়ায় রাখি বাঁধা খুবই অশুভ। জ্যোতিষীদের মতে, ভাদ্রকালে এমন একটা সময় আসে যখন এর প্রভাব একটু হালকা হয়ে যায়। একে বলা হয় পুচ্ছ ভাদ্র।  এই সময়ে ভাইকে রাখি বাঁধতে পারেন।

পুচ্ছ ভাদ্র কয়টা বাজে?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ৩০ অগস্ট ভাদ্র পুচ্ছ শুরু হবে বিকাল ৫টা ১৯ মিনিট থেকে। শেষ হবে সন্ধ্যে ৬টা ৩১ মিনিটে। এই পরিস্থিতিতে, যদি আজই রক্ষাবন্ধন উদযাপন করেন ও ভাইকে রাখি বাঁধতে রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করতে না পারেন, তাহলে এই বিশেষ পরিস্থিতিতে ভাদ্র পুচ্ছে আপনার ভাইকে রাখি বাঁধতে পারেন। অন্যদিকে, আপনি যদি এই সময়ে রাখি বাঁধতে না পারেন,তাহলে রাত ৯টা ২ মিনিট পর রাখি বাঁধতে পারেন।

যে কথা মাথায় রাখবেন…

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভাইকে সঠিক উপায়ে রাখি বেঁধে রাখলে ভাই বোনের সম্পর্কের মধ্যে ভালবাসা অটুট থাকে। সম্পর্কের মধ্যে এক অলৌকিক শক্তি আছে। ভাইকে রাখি বাঁধার সময় মনে রাখবেন যেন লাল, হলুদ এবং সাদা রঙের হয়।