AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ramakrishna Jayanti: ‘যত মত তত পথ’! জন্মতিথি উপলক্ষ্যে রামকৃষ্ণের অমূল্য বাণীগুলি পড়ুন, যা আজকের দিনেও প্রাসঙ্গিক

Ramakrishna jayanti 2022: ফাল্গুন অথবা মাঘ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিকে রামকৃষ্ণের আবির্ভাব দিবস হিসেবে ধরা হয়। রামকৃষ্ণ পরমহংস গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।

Ramakrishna Jayanti: 'যত মত তত পথ'! জন্মতিথি উপলক্ষ্যে রামকৃষ্ণের অমূল্য বাণীগুলি পড়ুন, যা আজকের দিনেও প্রাসঙ্গিক
| Edited By: | Updated on: Mar 05, 2022 | 6:20 AM
Share

ঊনবিংশ শতকের প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন এক অনন্যসাধারণ দার্শনিক ও ধর্মগুরু। হিন্দু নবজাগরণের অন্যতম পুরোধা এই মহান ব্যক্তিত্ব আধুনিক ভক্ত সমাজে ঈশ্বরের অবতার হিসেবে পূজিত হন । শ্রী শ্রী ঠাকুর জীবদ্দশায় যে বাণী প্রচার করে গেছেন তা সার্বজনীন এবং অমূল্য। নিম্নে উল্লেখিত হলো ঠাকুর রামকৃষ্ণ দেবের নির্বাচিত কিছু অমৃত কথা যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে ; প্রতিটি মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য ।

ফাল্গুন অথবা মাঘ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিকে রামকৃষ্ণের আবির্ভাব দিবস হিসেবে ধরা হয়। রামকৃষ্ণ কথামৃত বাণীগুলি এই বর্তমান যুগে সমান প্রাসঙ্গিক।

১. যদি আপনি বাইরে দেখে চলেন তাহলে আপনি কিছুই জানবেন না আপনি কোথায় ; নিজের ভিতরে দেখুন।

২. দুশ্চিন্তা করা আপনার একটিঅভ্যাস হয়ে গেছে, এই কারণেই আপনি খুশি নন।

৩. সফলতা অন্যের দ্বারা ঠিককরে দেওয়া উপায় মাত্র কিন্তুসন্তুষ্টি সম্পূর্ণ নিজের দ্বারা ঠিককরে দেওয়া উপায় মাত্র।

৪. জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও, এটা জীবনকে আরও জটিল করে দেবে।

৫. জ্ঞানের অর্থ হল, কাম ও লাভের থেকে মুক্তি।

৬. অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক, সে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে পাঠ দেয়।

৭. যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে ; ঠিক তেমনই, যখনই আমরা প্রসিদ্ধ হয়ে যাই তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুনগান করতেশুরু করে দেয় ।

৮. যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছ, শিখে যাও –

৯. ঈশ্বর সব মানুষের মধ্যেই আছে, কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকবে, সেটার প্রয়োজনীয়তা নেই | এইজন্যই আমরা মানুষ নিজের দুঃখে পীড়িত আছি –

১০. ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিক ভাবেই প্রাপ্ত হয়েই থাকে।

১১. বিনা কোনও স্বার্থ ছাড়া কাজ যেই মানুষ করেন, সে বাস্তবে নিজের ভালই করে চলেছে।

আরও পড়ুন: Ramakrishna Jayanti 2022: ত্যাগের পথই ঈশ্বরের পথ! বেলুড় মঠে পালিত হচ্ছে রামকৃষ্ণ দেবের ১৮৬তম জন্মতিথি